Advertisment

BSNL Recharche Plans: 'সুনামি' প্ল্যান BSNL-এর! ৫ মাসের ভ্যালিডিটি, নামমাত্র খরচে আনলিমিটেড কল-দেদার ইন্টারনেট

BSNL Recharche Plans: বেসরকারি টেলিকম কোম্পানিগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।। বহু সাধারণ মানুষ পড়েছেন দারুণ সমস্যায়। অনেকেই BSNL-এর সংযোগ নিতে শুরু করেছেন।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
BSNL recharge

প্রতীকী ছবি।

BSNL Recharche Plans: বাজার ধরতে এবার মারকাটারি একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির সরকারি টেলিকম সংস্থা BSNL। মাত্র ৩৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এই টেলিকম সংস্থাটি। চারশো টাকারও কমে এই রিচার্জ প্ল্যানের বৈধতা একটানা দেড়শো দিন। অর্থাৎ একবার এই প্ল্যানটি রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন টানা ৫ মাসের মেয়াদ। এছাড়াও এই প্ল্যানের সুযোগ-সুবিধাগুলি জানলে অবাক হবেন। 

Advertisment

Jio, Airtel, Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যান গুলির দাম বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।। যার জেরে বহু গ্রাহক ইতিমধ্যে ফের একবার রাস্তায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দিকে ঝুঁকেছেন। বাজার ধরতে এবার তাই দারুণ একটি প্ল্যান নিয়ে হাজির হল এই টেলিকম সংস্থা।

BSNL-এর প্ল্যান 397 

মাত্র ৩৯৭ টাকার রিচার্জ করলেই গ্রাহকরা পেয়ে যাবেন একটানা দেড়শো দিনের ভ্যালিডিটি। এর মধ্যে প্রথম এক মাস অর্থাৎ ৩০ দিন আপনি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন যে কোন নেটওয়ার্কে। প্লানটি নেওয়ার পর প্রথম ৩০ দিন আপনি রোজ ১০০টি করে SMS পাঠাতে পারবেন নিখরচায়। একইভাবে প্ল্যানটি নেওয়ার প্রথম ৩০ দিন দৈনিক ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ পাবেন।

আরও পড়ুন- Plants which attracts snakes: সাবধান! এই গাছগুলো দিয়ে ঘর সাজাচ্ছেন? সাপের উৎপাতে টিকতে পারবেন না!

আরও পড়ুন- Roti Making In Pressure Cooker: প্রেসার কুকারে নিমেষে বানান গরমাগরম রুটি! কীভাবে? জানুন ঝটপট

আরও পড়ুন- Liquor: মদের সঙ্গে সোডা না জল? কোনটা পান করা বিজ্ঞানসম্মত?

তবে একমাস পর থেকেই এই প্ল্যানে ফোন করতে গেলে প্রতি মিনিটে এক টাকা খরচ হবে লোকাল কলের ক্ষেত্রে। ভিডিও কলের ক্ষেত্রে এই খরচ মিনিটে দুই টাকা। STD কল করার ক্ষেত্রে এক মাস পর মিনিটে ১ টাকা ৩০ পয়সা দিতে হবে। অন্যদিকে একমাস পর থেকে এই প্ল্যানে SMS করলে আপনাকে ৮০ পয়সা খরচ করতে হবে। ন্যাশনাল এসএমএস-এ ১ টাকা ২০ পয়সা। ইন্টারন্যাশনাল এসএমএসে খরচ পড়বে ৬ টাকা করে।

আরও পড়ুন- Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর

BSNL recharge plan bsnl Jio-Airtel-Vi Check BSNL Network BSNL 5G jio
Advertisment