Advertisment

Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর

Small Business Idea at Home: অল্প টাকা বিনিয়োগ করে আপনি বাড়িতেই শুরু করে দিতে পারেন এই কারবার। কম দিনেই লাভের মুখ দেখতে পারেন আপনিও। অনেক বেকার তরুণ-তরুণী এই ব্যবসা করে অল্প দিনেই সাফল্যের মুখ দেখেছেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Business Idea, উপহার সামগ্রীর ব্যবসা

প্রতীকী ছবি।

Low Investment Business Idea at Home: ইদানিং বাড়িতেও নানা ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। সামান্য কিছু টাকা লগ্নি করে আপনিও বাড়িতে শুরু করে ফেলতে পারেন গিফট বাস্কেট (Gift Baskets) তৈরির কারবার। কীভাবে এই ব্যবসা (Business) শুরু করবেন? সেই বিষয়গুলি নিয়েই বিশেষ এই প্রতিবেদন। উপহার দেওয়ার একটি পাত্র কিংবা গিফট বক্সের ব্যবসা করে অল্প দিনেই মোটা টাকা আয়ের সুযোগ তৈরি হতে পারে। 

Advertisment

মোটামুটি ৫-৭ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করে দিতে পারেন। যে কোনও মরশুমেই এই ব্যবসা শুরু করে দিতে পারেন। উৎসবের মরশুমে এই ব্যবসা শুরু করলে বাজার ভালো পাবেন।

গিফট বাস্কেট কিংবা উপহার সামগ্রীর বক্সের বাজার সব সময় মোটামুটি ভালোই থাকে। পূজা-পার্বণ থেকে শুরু করে জন্মদিন, অন্নপ্রাশন-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিফট বক্সের প্রয়োজনীয়তা থাকে। তাই খুব অল্প সময়ের মধ্যেই আপনি এর বাজার পেয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে সঠিক বাজার নির্বাচন করতে হবে ও আপনার তৈরি পণ্যের গুণগত মান ভালো হতে হবে।

আরও পড়ুন- Liquor: মদের সঙ্গে সোডা না জল? কোনটা পান করা বিজ্ঞানসম্মত?

আরও পড়ুন- রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- Small Business Idea: বেকারদের জন্য বাম্পার খবর! সামান্য লগ্নিতে অল্প দিনেই উপচে পড়া আয়! কীভাবে?

আরও পড়ুন- General Knowledge: কোন দেশের জাতীয় প্রাণী ছাগল? উত্তরটা জানলে অবাক হবেন অনেকেই

মোটামুটি কত টাকা বিনিয়োগে এই ব্যবসা শুরু করা যায়?

৫ থেকে ৭ হাজার টাকা প্রাথমিকভাবে লগ্নি করলেই এই ব্যবসা শুরু করে দিতে পারবেন। গিফট বক্স তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হল ঝুড়ি, রংবেরঙের ফিতে, আঠা, রং, মার্কার, স্টেপলার, কাঁচি, তুলি, চুমকি-সহ আরও কত কি!

আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি

business business-news lifestyle
Advertisment