Advertisment

Plants which attracts snakes: সাবধান! এই গাছগুলো দিয়ে ঘর সাজাচ্ছেন? সাপের উৎপাতে টিকতে পারবেন না!

Plants that attracts snakes: বাড়ি হোক কিংবা ফ্ল্যাট, অনেকেই ঘর সাজাতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। রংবেরঙের এসব গাছের প্রতি অনেকেরই একটা দুর্বলতা থাকে। তবে এরই মধ্যে বেশ কিছু গাছ ঘরে আনলে সাপের উৎপাত হতে পারে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
plants thats attracts snakes, lifstyle, গাছ,সাপ

প্রতীকী ছবি।

Plants that attracts snakes:ইদানিং ঘর বা ফ্ল্যাট সাজানোর ক্ষেত্রে ছোট-বড় বেশ কিছু গাছ টবে বা অন্য কোনও পাত্রে মানুষ এনে লাগিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন কয়েকটি গাছ ঘরে রাখলে সাপ ঢুকে পড়তে পারে! কোন কোন গাছগুলি কখনোই ঘরে আনবেন না, বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। 

Advertisment

ঘরে সাপ ঢোকা রুখতে এই গাছগুলি আনবেন না...

ঘর সাজাতে অনেকে সুগন্ধি ফুলের গাছ নিয়ে আসেন। মিষ্টি গন্ধযুক্ত বা সুগন্ধযুক্ত গাছে সাপ বেশি আকর্ষিত হয়। তাই সুগন্ধি ফুলের গাছ ঘরে না আনাই ভালো।

অনেকে বলছেন ঘরে নাকি অর্কিড রাখলেও অনেক সময় সাপ ঢুকে পড়তে পারে। কারণ এই সমস্ত গাছে কীট-পতঙ্গ বেশি বসে। এই কীট পতঙ্গ খেতেই সাপ আসে।

'পাইনাপেল সেজ' নামক একপ্রকার গাছ আছে। উজ্জল রংয়ের প্রতি আকর্ষিত হয়ে বহু কীট পতঙ্গ সেই গাছের উপর এসে বসে। সেই পোকামাকড় গুলি খাওয়ার জন্যই ঘরে সাপ ঘরে ঢুকে পড়তে পারে।

আরও পড়ুন- Roti Making In Pressure Cooker: প্রেসার কুকারে নিমেষে বানান গরমাগরম রুটি! কীভাবে? জানুন ঝটপট

আরও পড়ুন- Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর

আরও পড়ুন- Liquor: মদের সঙ্গে সোডা না জল? কোনটা পান করা বিজ্ঞানসম্মত?

'মিন্ট' নামক একপ্রকার গাছেরও ভীষণ উগ্র গন্ধ। এই ধরনের গাছের প্রতিও বহু পোকামাকড় আকর্ষিত হয়ে আসে। তার
 আশেপাশে ঘোরাফেরা করতে পারে সাপ।

আরও পড়ুন- Railway Station: রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- General Knowledge: কোন দেশের জাতীয় প্রাণী ছাগল? উত্তরটা জানলে অবাক হবেন অনেকেই

লেমন বাম-সহ আরও কয়েকটি গাছেও পোকামাকড় বেশি আকর্ষিত হয়ে থাকে। সেই কারণেও সাপের উপদ্রব হতে পারে। ঘরের কোন স্যাঁতস্যাঁতে হতে দেবেন না। কারণ ওই পরিবেশ সাপের খুব প্রিয়।

lifestyle human lifestyle Snake
Advertisment