Car Color Ban in India: ভারতে এই রঙের গাড়ি চালানো আইনত নিষিদ্ধ, জানেন কেন?

Car Color Ban in India: ভারতের রাস্তায় লাল, নীল বা কালো গাড়ি চালাতে আইনত কোনও বাধা নেই। কিন্তু নির্দিষ্ট এই রঙের গাড়ি কেনা ও ব্যবহার করলেই গ্রেফতার করতে পারে পুলিশ।

Car Color Ban in India: ভারতের রাস্তায় লাল, নীল বা কালো গাড়ি চালাতে আইনত কোনও বাধা নেই। কিন্তু নির্দিষ্ট এই রঙের গাড়ি কেনা ও ব্যবহার করলেই গ্রেফতার করতে পারে পুলিশ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Trinamool Congress MLA,Odisha Balasore accident,MLA Gautam Choudhary

Car Color: গাড়ির রং।

Car Color Ban in India: ভারতের রাস্তায় প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে। কেউ লাল রঙ পছন্দ করেন, কেউ কালো, কেউ আবার নীল বা সাদা গাড়ির প্রতি আকৃষ্ট। কিন্তু জানেন কি, এমন দুটি নির্দিষ্ট রঙ রয়েছে যা আপনি চাইলেও কিনতে পারবেন না এবং ব্যবহার করাও আইনত নিষিদ্ধ? 

Advertisment

কোন রঙের গাড়ি ভারতে নিষিদ্ধ?

ভারতে সাধারণ মানুষ জলপাই সবুজ (Olive Green) বা আর্মি গ্রিন (Army Green) রঙের গাড়ি ব্যবহার করতে পারেন না। এই দুটি রং ভারতীয় সেনাবাহিনীর (Indian Armed Forces) জন্য একচেটিয়াভাবে বরাদ্দ। এমনকী এই রঙের গাড়ি বেসরকারি নামে রেজিস্টার করাও যায় না। আর্মি গ্রিন রঙের গাড়িগুলি মূলত সেনা, নৌবাহিনী, বায়ুসেনা এবং প্যারামিলিটারি বাহিনীর অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বেলুড় মঠের রহস্য! কেন আজও ভয়ে, ভক্তিতে এই কৌটোর পুজো করেন সন্ন্যাসীরা?

Advertisment

এই রঙের গাড়ি সাধারণ রাস্তায় চললে মানুষ বিভ্রান্ত হতে পারে, এমনকী সেনাবাহিনীর গাড়ি বলে ভুল করতে পারে। তাই মোটরগাড়ি পরিবহণ আইনের ৫২ ধারা এবং কেন্দ্রীয় মোটরগাড়ি পরিবহণ আইন (Motor Vehicles Act, Section 52 এবং CMVR বা Central Motor Vehicle Rules) অনুযায়ী এই রঙের গাড়ি শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনীর জন্য অনুমোদিত।

আরও পড়ুন- দেবী হতাশ করেন না, বিশ্বাস গোকর্ণের শ্যামারায় কালীর ভক্তদের!

এই নিষেধাজ্ঞার মূল কারণ নিরাপত্তা। সেনাবাহিনীর যানবাহন যাতে সহজে চিহ্নিত করা যায় এবং কোনও রকম অপব্যবহার (misuse বা impersonation) না হয়, তাই এই নিয়ম কঠোরভাবে পালন করা হয়। এমনকী আপনি যদি নিজের গাড়িকে পরে সেনাবাহিনীর গাড়ির রঙে (Army Green wrap) করে ফেলেন, তবুও তা বেআইনি বলেই গণ্য হবে এবং ট্রাফিক পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করতে পারে। 

আরও পড়ুন- ভুলেও খাবার টেবিলে রাখবেন না এই ৫টি জিনিস, হবে ঘোর অমঙ্গল!

অনেকেই অবশ্য আর্মি গ্রিন রং ভালোবাসেন, কারণ এটি শক্তি, স্থিরতা এবং সাহসের প্রতীক। তবে আপনি চাইলে এর কাছাকাছি রং যেমন ডার্ক অলিভ, ফরেস্ট গ্রিনের (Dark Olive, Forest Green বা Matte Greenish Grey) মত রং বেছে নিতে পারেন। সেগুলো আইনত অনুমোদিত। 

আরও পড়ুন- ভাই-বোনের মন্দির! ভারতের এই মন্দিরগুলিতে ভাই-বোন একসঙ্গে পূজা দিলে, দূর হয় বিভেদ!

সেনাবাহিনীর আর্মি গ্রিন রং জওয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আর্মি গ্রিন শুধুমাত্র একটি রং নয়, এটি সেনাবাহিনীর পরিচয় (military identity)-এর অংশ। এই রঙ প্রকৃতির সঙ্গে মিশে যায়, যা যুদ্ধক্ষেত্রে ছদ্মবেশের (camouflage) কাজে লাগে। তাই এই রঙ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র প্রতীক হিসেবেও বিবেচিত। 

Army Truck: সেনার ট্রাক।
Army Truck: সেনার ট্রাক।

সাধারণ মানুষ যদি গাড়ির রঙের ক্ষেত্রে এইসব আইন ভঙ্গ করেন, তবে তাঁকে জরিমানা করা হতে পারে বা গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে। আবার ফৌজদারি আইনের ১৭০ ধারাতেও (impersonation under IPC Section 170) অভিযোগও আনা হতে পারে। ভারতীয় সেনাবাহিনীর যানবাহন রেজিস্ট্রেশনে 'Broad Arrow Mark' থাকে। সাধারণ গাড়ির নম্বরপ্লেটে সাদা/কালো ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু সেনার গাড়িতে কালো প্লেটে হলুদ অক্ষর ব্যবহৃত হয়। এই নিয়ম শুধু রঙেরই নয়, বরং নম্বর প্লেট, ফরম্যাট, লোগো এবং সাইরেন (number plate format, logo, ও siren) ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য।

Color Car