Lifestyle Cockroach Infestation: আরশোলার উপদ্রবে টিকতে পারছেন না? ঘরোয়া টোটকায় সহজেই বিদায় দিন তেলাপোকাকে

Get rid of roaches: বারবার ওষুধ ছড়িয়েও মিলছে না আরশোলার হাত থেকে মুক্তি? জেনে নিন কয়েকটি কার্যকর ঘরোয়া টোটকা, যেগুলোতেই মিলবে স্থায়ী সমাধান।

Get rid of roaches: বারবার ওষুধ ছড়িয়েও মিলছে না আরশোলার হাত থেকে মুক্তি? জেনে নিন কয়েকটি কার্যকর ঘরোয়া টোটকা, যেগুলোতেই মিলবে স্থায়ী সমাধান।

author-image
IE Bangla Web Desk
New Update
Cockroaches: আরশোলা।

Cockroaches: আরশোলা। (প্রতীকী ছবি)

Goodbye to Cockroaches: আরশোলা বা তেলাপোকা একটি অতি বিরক্তিকর ঘরোয়া কীট। রান্নাঘর, বাথরুম কিংবা বেডরুম— প্রায় সব জায়গায়ই এদের আনাগোনা দেখা যায়। বাজারে নানা রকম কীটনাশক স্প্রে (pest control) বা জেল পাওয়া গেলেও অনেক সময় সেগুলোতে স্থায়ী সমাধান পাওয়া যায় না। বরং ঘরে শিশু বা পোষা প্রাণী থাকলে এই ধরনের রাসায়নিক ব্যবহারে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই আজকের এই লেখায় রইল, এমন কিছু ঘরোয়া ও প্রাকৃতিক কৌশল (home remedies) যা দিয়ে সহজেই বিদায় জানাতে পারবেন তেলাপোকাকে— সেটাও একেবারে নিরাপদ উপায়ে।

Advertisment

১. বোরিক পাউডার ও চিনির মিশ্রণ

বোরিক পাউডার তেলাপোকার নার্ভ সিস্টেমকে নষ্ট করে দেয়। এক টেবিল চামচ বোরিক পাউডারের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে তেলাপোকার চলাচলের পথে ছড়িয়ে দিন। ২-৩ দিনের মধ্যেই এর কার্যকারিতা দেখতে পাবেন।

আরও পড়ুন- মোজা পরলেই পায়ের গন্ধ? মাত্র কয়েক দিনে মিলবে মুক্তি এই উপায়ে!

Advertisment

২. লবঙ্গ ও তেজপাতার গন্ধ

তেলাপোকা এই দুইটি জিনিসের গন্ধ সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে বা কেবিনেটে ছড়িয়ে দিন। লবঙ্গ গুঁড়ো করেও একইভাবে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন- ঠোঁট ফাটছে বারবার? মাত্র ৫টি ঘরোয়া উপায়েই পেতে পারেন মসৃণ ঠোঁট!

৩. বেকিং সোডা ও চিনি

চিনির লোভে তেলাপোকা এটি খেয়ে ফেলে, আর বেকিং সোডা তাদের পেটে গ্যাস তৈরি করে যা তাদের মেরে ফেলে। এগুলো সমপরিমাণে মিশিয়ে তেলাপোকার গতিপথে ছড়িয়ে দিন।

আরও পড়ুন- হাজারো চেষ্টাতেও সারছে না ব্রণ! ট্রাই করুন এগুলো, মিলবে নিশ্চিত মুক্তি

৪. সাবান ও পানি মিশ্রণ

একটি স্প্রে বোতলে পানি ও লিকুইড সাবান মিশিয়ে সরাসরি তেলাপোকার ওপর স্প্রে করুন। সাবান তাদের শ্বাসনালী বন্ধ করে দেয়, ফলে তারা মারা যায়।

আরও পড়ুন- দ্রুত চুল পড়ে যাচ্ছে? টাক পড়া ঠেকাতে অব্যর্থ এই ঘরোয়া কৌশলগুলি জেনে নিন!

৫. লেবুর রস

লেবুর গন্ধ তেলাপোকা অপছন্দ করে। একটি বালতিতে জল নিয়ে তাতে ১-২টো লেবুর রস মিশিয়ে ঘর মুছুন। এটি আরশোলা বা তেলাপোকাদের প্রবেশে বাধা দেয়।

৬. নিলগিরি তেল (Eucalyptus Oil)

এই তেলের গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তুলোয় কয়েক ফোঁটা দিয়ে ঘরের কোণায় রেখে দিন। বিশেষ করে কিচেন বা বাথরুমে ব্যবহার করুন।

৭. ফাঁদ তৈরি করুন

একটি ছোট বাটিতে জল, চিনি এবং সামান্য বোরিক অ্যাসিড মিশিয়ে রেখে দিন। আরশোলা লোভে ঢুকে পড়বে এবং মরবে।

কিছু অতিরিক্ত টিপস:

  • প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করুন।

  • শুকনো খাবার কন্টেনারে রেখে দিন।

  • বাথরুমে জল জমে থাকলে নিয়মিত পরিষ্কার করুন।

  • আবর্জনা ঝুড়ি দিয়ে ঢেকে রাখুন।

এই সহজ ও প্রাকৃতিক উপায়গুলো নিয়মিত কাজে লাগালে ঘর থাকবে আরশোলা মুক্ত। রাসায়নিকের ব্যবহার ছাড়াই আপনি ফিরে পাবেন স্বস্তির নিশ্বাস। আপনিও যদি বারবার আরশোলার উপদ্রবে বিরক্ত হয়ে থাকেন, তবে এই ঘরোয়া কৌশলগুলো তাই একবার প্রয়োগ করে দেখুন— ফল মিলবেই।

Cockroaches home remedies pest control