Coconut Oil and Glycerin for Hair: চুল ঝলমলে রাখতে এই ৫টি দুর্দান্ত কায়দায় ব্যবহার করুন নারকেল তেল ও গ্লিসারিন

Coconut Oil and Glycerin for Hair: চুল রুক্ষ ও প্রাণহীন? নারকেল তেল ও গ্লিসারিন দিয়ে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনুন। জানুন, তেলের ৫টি সহজ এবং কার্যকর ব্যবহার।

Coconut Oil and Glycerin for Hair: চুল রুক্ষ ও প্রাণহীন? নারকেল তেল ও গ্লিসারিন দিয়ে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনুন। জানুন, তেলের ৫টি সহজ এবং কার্যকর ব্যবহার।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Coconut Oil and Glycerin for Hair

Coconut Oil and Glycerin for Hair: নারকেল আর গ্লিসারিন দিয়ে ঝলমলে করে তুলুন চুল।

Coconut Oil and Glycerin for Hair: আমাদের ব্যস্ত জীবনযাত্রা, দূষণ ও অতিরিক্ত হিট স্টাইলিংয়ের ফলে চুল হারাচ্ছে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা। চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। সেটা হল নারকেল তেল এবং গ্লিসারিন। এই দুটি উপাদান একসঙ্গে মিশে চুলের গভীর ঢুকে চুলকে সহায়তা করে। চুলকে করে তুলতে পারে প্রাণবন্ত এবং ঝলমলে।

Advertisment

১. গ্লিসারিন স্প্রে

যা লাগবে:

Advertisment
  • ২ টেবিল চামচ গোলাপ জল

  • ২ টেবিল চামচ জল

  • ২ টেবিল চামচ গ্লিসারিন

ব্যবহার পদ্ধতি:
এই তিনটি উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। চুল ধোয়ার পর যখন চুল হালকা ভেজা থাকবে, তখন এই স্প্রে ব্যবহার করুন। এটি চুলে হাইড্রেশন ধরে রাখে এবং জট হতে দেয় না।

আরও পড়ুন- চুল ৪০-এও শক্তপোক্ত, রহস্য ফাঁস করে এই কথা জানালেন করিনা

২. নারকেল তেল ও গ্লিসারিন সিরাম

যা লাগবে:

  • ২ টেবিল চামচ গ্লিসারিন

  • ২ টেবিল চামচ নারকেল তেল

ব্যবহার পদ্ধতি:
এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে মাথার ত্বক বা স্ক্যাল্পে ও চুলে লাগান। এটি চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয় এবং ঘুমের মধ্যেই চুলকে মসৃণ ও মজবুত করে তোলে। সকালে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আরও পড়ুন- চুল পড়ার সমস্যা? সপ্তাহে একবার লাগান অ্যালোভেরা হেয়ার মাস্ক

৩. গ্লিসারিন মাস্ক (মধু ও ডিম-সহ)

যা লাগবে:

  • ২ টেবিল চামচ গ্লিসারিন

  • ২ টেবিল চামচ মধু

  • ২ টেবিল চামচ জলপাই তেল

  • ১টি ডিম

ব্যবহার পদ্ধতি:
সব উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলে প্রোটিন, আর্দ্রতা এবং উজ্জ্বলতা আনবে।

আরও পড়ুন- বাজরা-রসুনের রুটি, গ্লুটেন-মুক্ত সুস্বাদু এই রেসিপি মন ভরিয়ে দেবে!

৪. অ্যালোভেরা গ্লিসারিন কন্ডিশনার

যা লাগবে:

  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল

  • ২ টেবিল চামচ গ্লিসারিন

ব্যবহার পদ্ধতি:
চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণটি কন্ডিশনারের মত লাগিয়ে ২ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে সফট ও ম্যানেজেবল।

আরও পড়ুন- ভারতে কোন লঙ্কাগুলো বিখ্যাত, কীভাবে এই সবজির চাষ শুরু হল এদেশে?

৫. গ্লিসারিন যুক্ত শ্যাম্পু

যা লাগবে:

  • আপনার প্রতিদিনের শ্যাম্পু

  • ১ চা চামচ গ্লিসারিন

  • অল্প জল

ব্যবহার পদ্ধতি:
শ্যাম্পুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে জল দিন এবং চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। এটি রুক্ষতা দূর করবে এবং চুলকে অতিরিক্ত ময়শ্চারাইজড করে তুলবে।

নারকেল তেল ও গ্লিসারিন—এই দুটি উপাদানের মিশ্রণে আপনি পেতে পারেন এমন চুল যা হবে কোমল, ঝলমলে এবং স্বাস্থ্যোজ্জ্বল। বাজারের রাসায়নিক উপাদানের পরিবর্তে এই প্রাকৃতিক উপায়গুলি অনেক বেশি কার্যকর এবং নিরাপদ।

আপনার চুল যদি শুষ্ক, রুক্ষ বা ভঙ্গুর হয়, তবে সপ্তাহে অন্তত ২ বার এই রেসিপিগুলোর যে কোনও একটি ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যেই চুলে প্রাকৃতিক জেল্লা ফিরে আসবে।

hair coconut oil Glycerin