Haircare Lifestyle: কারিপাতার গুণাগুণ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এই পাতা স্বাস্থ্যের নানা অগ্রগতিতে কাজে লাগে। কারিপাতার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ই। চুল পড়া, অকালপক্কতা রোধে কারি পাতার তেলের ব্যবহার চলছে বহু দিন ধরেই। এই পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো করে। পুষ্টি জোগাতেও অনবদ্য। পাশাপাশি, কারিপাতা চুলের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে।
এতদিন অনেকেরই ধারণা ছিল, কারিপাতা কেবল চুল পড়া বন্ধ করে। কিন্তু, না। কারিপাতা চুল পাকা রোধেও সমান কার্যকর। আর, এই পাতা দিয়ে তৈরি প্রসাধন সামগ্রী আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করা যেতে পারে কারিপাতার তেল।
আরও পড়ুন- জিমে ছুটতে হবে না, শুধু এই ক'টা কাজ করুন, ঘরেই ঝরঝর করে কমবে ওজন
কী কী লাগবে?
- কারিপাতা- ১ কাপ
- নারকেল তেল- ১/২ কাপ
- মেহেন্দি গুঁড়ো- ১/৪ কাপ
- জল- ১ কাপ
আরও পড়ুন- ঘরোয়া উপায়েই কমান মেচেতা, ত্বক করে তুলুন দাগহীন আর উজ্জ্বল
কীভাবে বানাবেন?
প্রথমে একটি প্যানে অর্ধেক কাপ নারকেল তেল নিন। তারপর এককাপ কারি পাতা সেই নারকেল তেলে ফেলে ভালো করে ফুটিয়ে নিন। তেলের রং ঘন না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। তারপর ওভেন বন্ধ করে ওই ফোটানো তরলটা ঠান্ডা করুন। তেল ঠান্ডা হওয়ার পর ভালো করে ছেঁকে নিন। আর, সেটা একটি প্লাস্টিক বা কাচের শিশিতে ভরে রাখুন।
আরও পড়ুন- কখন ব্রাশ করবেন, খাওয়ার আগে না পরে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
কীভাবে মাথায় মাখবেন?
প্রথম এই তেল নিন। তারপর তাতে এক কাপের এক চতুর্থাংশ মেহেন্দি গুঁড়ো মেশান। এরপর এটা আপনার চুলে লাগান। ওই অবস্থায় মাথায় ২ ঘণ্টা জল দেবেন না। ২ ঘণ্টা পর মাথা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- এই ৫টি অঙ্কুরিত সবজি খেলে বাড়ে বিপদ, শিশু আর গর্ভবতীদের জন্য তো মারাত্মক!
উপকার কী হবে?
এই যেটা তৈরি করলেন, সেটা সম্পূর্ণ প্রাকৃতিক বা ভেষজ। তাই, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই। রাসায়নিক মেশানো বাজারি প্যাকেটে ভরা রঙের নিয়মিত ব্যবহার আপনার চুলের আসল সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। কিন্তু, কারিপাতা দিয়ে যেটা ঘরে বানালেন, সেটা প্রাকৃতিক। তাই, এর ব্যবহারে চুলের সৌন্দর্য নষ্ট হওয়ার কোনও ভয়ও নেই।