/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Rashifal Remedies, 06 October 2025: আমাদের জীবনে গ্রহ আর নক্ষত্রের যথেষ্ট প্রভাব রয়েছে। যার জেরে আমাদের নানা দুর্ভোগও পোহাতে হয়। এই দুর্ভোগ দূর করলেই জীবন হয়ে উঠতে পারে আলোকিত। আর, সেজন্যই কিছু টিপস মানা জরুরি। জেনে নিন, কী সেই টিপস।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং বাদামি। পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজোয় মানুন এই ১০ টোটকা, ঘরে উথলে উঠবে সুখ
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। লাল মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
আরও পড়ুন- কার্নিভাল বাড়িয়েছে পুজোর রেশ! দশমী নয়, আজই কলকাতায় এবারের দুর্গাপূজার ইতি
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ১, শুভ রং কমলা। ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পরিবারের সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- কাজে লাগান জ্যোতিষীর এই টিপস, দিনকে করুন সফল!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৫, শুভ রং সবুজ। দরিদ্র ও অভাবী লোকজনকে খাবার দান করুন, এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। বিধারা গাছের শিকড় কোনও পাত্রে জল ভরে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং বাদামি। দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরান মেশান।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৬, শুভ রং গোলাপি। পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। ঘরে গঙ্গাজল কোনও না কোনও ভাবে ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো হবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। কেরিয়ারে দ্রুত উন্নতির জন্য মিথ্যা, ঠকবাজি আর জোচ্চুরি থেকে নিজেকে দূরে রাখুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৯, শুভ রং লাল। সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরু যন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৭, শুভ রং সাদা। কমবয়সি কন্যাদের মধ্যে চকোলেট, টফি এবং সাদা রঙের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us