/indian-express-bangla/media/media_files/2025/03/11/AFw53gQF12Yx0Uuve6Uo.jpg)
Rashifal Remedies: দেখে নিন আজকের টিপস।
Rashifal Remedies, 07 October 2025: আমাদের গ্রহ-নক্ষত্রের ফেরে জীবনে বহু দুর্ভাগ্য পোহাতে হয়। এই দুর্ভোগ দূর করলেই জীবন হয়ে উঠতে পারে আলোকিত। আর, সেজন্যই কিছু টিপস মেনে চলা জরুরি। জেনে নিন, সেই টিপসগুলো কী কী।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৯, শুভ রং লাল। আজ কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না।
আরও পড়ুন- দুর্গা নয়, একটা সময় লক্ষ্মীপুজোই ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৬, শুভ রং সাদা। ধৈর্য হারাবেন না, সময় ভালো হবেই।
আরও পড়ুন- কোজাগরী কি শুধুই বাঙালদের? ঘটিরা অলক্ষ্মী তাড়ান দীপাবলির সন্ধ্যায়!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৫, শুভ রং সবুজ। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখুন।
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় দেবীর এই প্রিয় মিষ্টি ভোগে রাখছেন তো? চটপট বানান এভাবে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং হলুদ। অধ্যয়ন এবং আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ১, শুভ রং কমলা। অন্যের কথায় বিনিয়োগ করবেন না।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৭, শুভ রং আকাশি। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন।।
তুলা/ Libra রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৮, শুভ রং বেগুনি। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং কালো। সম্পর্ক টিকিয়ে রাখতে বোঝাপড়া বাড়ান।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং গোলাপি। পারিবারিক সম্পর্ক মজবুত রাখুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ১০, শুভ রং ধূসর। যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ১১, শুভ রং নীল। ধৈর্য ধরে কাজ চালিয়ে যান।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ আপনার শুভসংখ্যা ১২, শুভ রং সবুজ। স্বাস্থ্য ও মনের যত্ন নিন।