/indian-express-bangla/media/media_files/2025/05/28/neU2WtKezVx58SKRVGVh.jpg)
Rashifal Remedies: এই টিপস কাজে লাগিয়ে করুন গ্রহের প্রতিকার।
Rashifal Remedies, 14 October 2025: জীবনে ওঠাপড়া লেগেই থাকে। এর পিছনে গ্রহের বিরাট ভূমিকা রয়েছে। যাকে বলে গ্রহের ফের। তা থেকে বাঁচতে আজকের দিনে কাজে লাগান এই টিপস।
মেষ/ Aries রাশিফল Rashifal
অফিসে কোনও সহকর্মী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। চোখ-কান খোলা রাখুন। গুড়, গম ও জাফরান দিয়ে তৈরি খাবার পিতা বা গুরুজনকে খাওয়ান — আর্থিক স্থিতি বজায় থাকবে।
আরও পড়ুন- দেবীর ভোগ ডিম! জানুন ৪৫০ বছরের প্রাচীন কালীমন্দিরের আশ্চর্য কাহিনি!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। সকালে ১১ বার সূর্য মন্ত্র জপ করুন, ব্যবসায় সাফল্য পাবেন।
আরও পড়ুন- রঘুর নামে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায়
মিথুন/ Gemini রাশিফল Rashifal
অফিসের কোনও জটিলতা আজ মিটে যেতে পারে। সূর্য্যস্নান (গম, লাল মুসুর ও সিঁদুর মিশিয়ে) করলে মানসিক শান্তি আসবে।
আরও পড়ুন- প্রথাগত তালিম ছাড়াই সংগীতের কিংবদন্তি! জানুন, কিশোর কুমারের অচেনা দিক
কর্কট/ Cancer রাশিফল Rashifal
সম্পর্কের জটিলতা মিটে যেতে পারে, তবে অহেতুক তর্ক এড়িয়ে চলুন। গরুকে গুড় খাওয়ান — অর্থনৈতিক স্থিতি দৃঢ় হবে।
আরও পড়ুন- কেন দেবীকে দক্ষিণা কালী বলা হয়? জানুন এর আসল রহস্য
সিংহ/ Leo রাশিফল Rashifal
বাণিজ্যিক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। গুরুজনদের সন্মান করুন — এতে স্বাস্থ্য ও ভাগ্যের উন্নতি হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত চমক পেতে পারেন। জলে ছিদ্রযুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করুন — পারিবারিক সৌভাগ্য বাড়বে।
তুলা/ Libra রাশিফল Rashifal
সম্পর্ক নতুন মোড় নেবে। বাড়ির উত্তরদিকে তেলের প্রদীপ জ্বালান — ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
অতীত ভুলে নতুন করে শুরু করার সুযোগ আসবে। পিতা বা শিক্ষকসদৃশ ব্যক্তির আশীর্বাদ নিন — ভাগ্য উজ্জ্বল হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
পুরোনো সম্পর্কের টান আবার ফিরে আসতে পারে। গরুকে গুড় ও রুটি খাওয়ান — প্রেম ও পারিবারিক শান্তি আসবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কিছুটা জটিলতা থাকলেও সমাধান হবে। বটগাছের গোড়ায় প্রদীপ দিন — পারিবারিক সম্পর্ক মজবুত হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। গোটা হলুদ প্রবাহমান জলে নিক্ষেপ করুন — প্রেম জীবনে বাধা দূর হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
সম্পর্ক আরও দৃঢ় হবে। গায়ত্রী চালিশা পাঠ করুন — আর্থিক ও মানসিক উন্নতি হবে।