Raghu Dakat Kali: রঘু ডাকাতের নামে নানা স্থানে কালীমন্দির! কোনটা সত্যি আর গল্প, বোঝা দায়

Raghu Dakat Kali: দক্ষিণবঙ্গের মানুষ একসময়ে রঘু ডাকাতের নাম শুনলেই ভয়ে কাঁপত। মানুষ খুন বা নরবলি দেওয়া তার কাছে জলভাত হলেও এই ডাকাত নাকি ছিল বিরাট কালীভক্ত।

Raghu Dakat Kali: দক্ষিণবঙ্গের মানুষ একসময়ে রঘু ডাকাতের নাম শুনলেই ভয়ে কাঁপত। মানুষ খুন বা নরবলি দেওয়া তার কাছে জলভাত হলেও এই ডাকাত নাকি ছিল বিরাট কালীভক্ত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Raghu Dakat

Raghu Dakat: রঘু ডাকাত।

Raghu Dakat Kali: বলিউডের প্রযোজক রমেশ সিপ্পির 'শোলে' সিনেমার এক বিখ্যাত ডায়ালগ- 'বেটা শো যা, নেহি তো গব্বর আ জায়েগা।' বাংলা শোলের আগে গব্বরকে চিনত না। কিন্তু, এখানকার দক্ষিণবঙ্গ একটা সময় কাঁপত রঘু ডাকাতের নামে। কালীপুজো শেষে মাঝরাতে হা-রে-রে-রে শব্দ করে নাকি ডাকাতি করতে দলবল নিয়ে বের হত রঘু। রবিনহুড মার্কা থেকে কালীসাধক- তার নামের সঙ্গে জুড়ে হাজারো কিসসা।

Advertisment

'রঘু' যেন ব্রিটিশ জমানায় ডাকাতদের ব্র্যান্ড নেম হয়ে গিয়েছিল

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দিরের কর্তাদের দাবি, রঘু ডাকাত নাকি সেখানেই উপাসনা করেছিল। এমনও জল্পনা প্রচলিত যে রঘু একজন নয়। একাধিক রঘু ডাকাত ছিল। তারা প্রত্যেকেই ছিল কালীসাধক। নিজেদের এলাকায় তারা কালীর উপাসনা করেছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রঘু ডাকাতের নামে এতগুলো কালীমন্দির।

আরও পড়ুন- রাজ্যের এই স্থাপত্যের সঙ্গে জডিয়ে সম্রাট শাহজাহানের ছেলের নাম, দেখতে যেতে পারেন সহজেই

Advertisment

কথিত আছে, রঘু ডাকাত নামটির সূত্রপাত সপ্তগ্রামের রঘুনাথ আচার্য্যের থেকে। নীলকরদের অত্যাচারে তার বাবা নিহত হলে সে বদলা নিতে হয়ে ওঠে নীলকরদের ত্রাস ভয়ানক রঘু ডাকাত। আবার হুগলির মগরার কাছে বাসুদেবপুর গ্রামে একটি কালীমন্দির আছে। যেখানে নাকি পুজো করত বাগহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত। 

আরও পড়ুন- টিফিনটা করুন জমজমাট! মুচমুচে চিজি ফিশ ফ্রাই সহজে বানান ঘরেই

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের অট্টহাসের সতীপীঠেও নাকি রঘু ডাকাত পুজো দিত। আর, সেই পুজো দেওয়ার পরই দলবল নিয়ে ডাকাতি করতে বের হত রঘু। শুধু তাই নয়, বারাসতের চাঁপাডালি থেকে কাজিপাড়া পেরিয়ে প্রায় তিন কিলোমিটার গেলেই পড়বে ডাকাত কালীবাড়ি। জরাজীর্ণ এই মন্দিরেও নাকি উপাসনা করত রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত ও তার ভাই বিধুভূষণ ঘোষ ওরফে বিধু ডাকাত। 

আরও পড়ুন- বিছানায় বসে খেলে বিপদ, রান্নাঘরে খাওয়াও ‘পাপ’! বাড়ির ৫ স্থানে খাবার খেলে বাড়বে দুর্ভোগ

শুধু এতেই শেষ নয়, কলকাতার কাশীপুরেও রয়েছে ‘রঘু ডাকাতের কালী বাড়ি’। কৃপাময়ী কালীর ওই মন্দিরে পুজো দিয়েই নাকি ডাকাতি ছেড়েছিল রঘু। শুধু রঘুই নয়। সেই সময়ে ডাকাত সর্দার সনাতন বাগদি, গগন ডাকাতদের মত অনেক ডাকাতেরই নামে কাঁপতেন সাধারণ বাসিন্দারা। সে যাই হোক, রঘু ডাকাতের সঙ্গে রামপ্রসাদ সেনেরও দেখা হয়েছিল। রামপ্রসাদকে বলি দিতে গিয়ে দেবীদর্শন পেয়েছিল রঘু। তারপরই নাকি সে ডাকাতি ছেড়েছিল। এমন কাহিনিও প্রচলিত আছে। সবমিলিয়ে কোন রঘুকাহিনি সত্যি, আর কোনটা মিথ্যা, বোঝা দায়!

Kali Raghu Dakat