/indian-express-bangla/media/media_files/2025/02/04/R19lr561B7UbnCPJK6k4.jpg)
Rashifal Remedies: জেনে নিন আজকের টিপস।
Rashifal Remedies, 14 October 2025: মুখে যাই বলি, আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব অস্বীকার করা যায় না। যাঁরা এই কারণে বা গ্রহের ফেরে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সামলাবেন সমস্যা।
দেখে নিন আজকের টিপস
মেষ/ Aries রাশিফল Rashifal
আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক, মুক্ত বা শাঁখের তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে।
আরও পড়ুন- প্রাকৃতিক উপায়ে কেশ বানান ঘন, চকচকে ও খুশকিমুক্ত চুলের গোপন রহস্য!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
রুপোর ওপর শুক্র যন্ত্র খোদাই করলে পরিবারে শান্তির বাতাবরণ বজায় থাকবে।
আরও পড়ুন- ওআরএস নাকি নারকেল জল, ডিহাইড্রেশন মোকাবিলায় কোনটি ভালো?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
দুধের প্যাকেট কোনও গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হবে।
আরও পড়ুন- ৯৬-তম জন্মদিনে, অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে ফিরে দেখা!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
বুধের মন্ত্র ১১ বার সকাল ও বিকেলে জপ করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন ও পরিবারের মঙ্গল হবে।
আরও পড়ুন- ১৫০ বছরের পুজো, মনস্কামনা হয় পূরণ, জাগ্রত কেওড়াতলা শ্মশানকালীর এই কাহিনি জানেন?
সিংহ/ Leo রাশিফল Rashifal
গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতার সমান ব্যক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
নিজের সহোদরের প্রতি সদ্ভাব রাখবেন এবং কটূ কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
ভগবান গণেশের মন্দিরে দূর্বা দান করলে তার ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
পূজা ঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তাঁর পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
অশ্বথ গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কমবয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানান। চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান। সংসারে সুখ আসবে।