Rashifal Remedies, 26 September 2025: আজকে দুর্ভাগ্য থেকে বাঁচতে কাজে লাগান এইসব টিপস

Rashifal Remedies, 26 September 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন– প্রতিটি রাশির জীবন থেকে দুর্ভোগ দূর করতে কাজে লাগান এই সব টিপস। কাজে লাগতে পারে ম্যাজিকের মত।

Rashifal Remedies, 26 September 2025: মেষ, বৃষ, মিথুন থেকে মীন– প্রতিটি রাশির জীবন থেকে দুর্ভোগ দূর করতে কাজে লাগান এই সব টিপস। কাজে লাগতে পারে ম্যাজিকের মত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Horoscope: রাশিফল।

Rashifal Remedies: জেনে নিন গ্রহের প্রতিকার।

Rashifal Remedies, 26 September 2025: গ্রহ-নক্ষত্রের প্রভাবে জীবনে নেমে আসে নানারকম দুর্ভোগ। সেই দুর্ভোগ এড়াতে সাহায্য করে জ্যোতিষীদের নানারকম টিপস। এমনই টিপস এখানে আজকের দিনের জন্য দেওয়া হল।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

পরিবারে গুরুজনদের পা ছুঁয়ে সকালে আশীর্বাদ নিলে পরিবারের সবার মধ্যে আন্তরিকতা গড়ে উঠবে

আরও পড়ুন- বদলাতে পারে ভাগ্য! নবরাত্রির চতুর্থীতে এভাবে করুন কুষ্মাণ্ডার পূজা

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

দরিদ্র ও অভাবী ছোট মেয়েদের চকোলেট বিতরণ করলে প্রেমিক-প্রেমিকার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

আরও পড়ুন- 'আরামবাগের গান্ধী'! সততায় যেন নিখাদ সোনা ছিলেন প্রফুল্ল সেন

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে।

আরও পড়ুন- দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আনুন জীবনে! জানুন টিপস!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

একটি দ্বীপ জ্বালানোর পর তার মধ্যে কালো ও সাদা তিলের বীজ রাখুন। এই প্রতিকার অনুসরণ করলে আপনার জীবনে হারিয়ে যাওয়া পারিবারিক খুশি ফিরে আসবে ও পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- কন্যাকুমারী ভ্রমণ গাইড, দুই দিনে ঘুরে দেখুন তিন সাগরের মিলনস্থল

সিংহ/ Leo রাশিফল Rashifal 

কাজু দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করলে আপনার কর্মজীবনে তার ভালো প্রভাব পরবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

হনুমান চালিশা পাঠ করলে স্বাস্থ্যের উন্নতি হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

কর্মজীবনে ভালো ফল পেতে গুরু, শিক্ষক ও কমবয়সি বাচ্চাদের প্রতি ভালোবাসা এবং সন্মান প্রদর্শন করুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে।

এইসব প্রতিকারগুলো পালন করলে, আজকের দিনের জন্য দুর্ভোগ কিছুটা হলেও কমতে পারে।

remedies rashifal