/indian-express-bangla/media/media_files/2025/10/12/vastu-tips-for-idols-2025-10-12-04-13-58.jpg)
Vastu tips for idols: বাড়িতে মূর্তি রাখা নিয়ে বাস্তু টিপস।
Vastu Tips: বাস্তুশাস্ত্র শুধু ঘরের দিকনির্দেশই নয়, জীবনের ইতিবাচক শক্তির সঞ্চার নিয়েও বলে। অনেকেই ভাবেন ঘরে দেবদেবীর মূর্তি রাখলে শুভ ফল মিলবে। কিন্তু শাস্ত্র বলছে—সব মূর্তি সব স্থানে রাখা যায় না। কিছু দেবতার মূর্তি অজান্তেই ঘরে রাখলে তা শুভর বদলে অশুভ ফল ডেকে আনতে পারে।
জেনে নিন, কোন মূর্তি রাখা উচিত নয়
নটরাজ রূপে মহাদেবের নৃত্য আসলে সৃষ্টি ও বিনাশের প্রতীক। এই মূর্তি শৈবদের কাছে পূজনীয় হলেও, এটি মহাদেবের 'রুদ্র' রূপ—যা ঘরে রাখলে মানসিক অশান্তি, পারিবারিক বিবাদ এবং অনিদ্রা পর্যন্ত হতে পারে বলে বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন। তাই এই মূর্তি শুধুমাত্র মন্দির বা শিল্পকলা কেন্দ্রেই উপযুক্ত।
আরও পড়ুন- এই ৫ সুস্বাদু খাবার কেবল ভারতেই মেলে, খেতে কিন্তু দুর্দান্ত!
বাস্তুশাস্ত্র জানায়, রাহু-কেতু, কালভৈরব প্রভৃতি উগ্র দেবতার মূর্তি ঘরে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। সংসারে কলহ, হঠাৎ দুর্ঘটনা বা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। এমন মূর্তি চাইলে মন্দিরে দান করাই উত্তম।
আরও পড়ুন- স্বাদে, গন্ধে খাসা! রবিবারই বানিয়ে ফেলুন মাংসের গরগরা
অনেকেই ভক্তিভরে শিবলিঙ্গ রাখেন, কিন্তু একাধিক শিবলিঙ্গ ঘরে রাখলে শুভ ফল মেলে না। এটি শক্তির বিভাজন ঘটায়, এবং সংসারে মানসিক চাপ বাড়ায়। একটিমাত্র শিবলিঙ্গই ঘরে রাখার পরামর্শ দেন পুরোহিতেরা।
আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!
যে কোনও দেবতার ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি (damaged idols) ঘরে রাখা সবচেয়ে অশুভ। এতে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়। এমন মূর্তি থাকলে সেগুলি গঙ্গাজলে বা নদীতে বিসর্জন দিন, অথবা অশ্বত্থ গাছের নীচে রেখে আসুন।
আরও পড়ুন- কলকাতার এই ঐতিহাসিক মন্দির, আজও হয় জীবন্ত দেবীর আরাধনা!
যুদ্ধরত রামের মূর্তি, মহিষাসুর বধরত দেবীর ছবি বা কালীমূর্তি—এই রূপগুলি শক্তিশালী হলেও ঘরের শান্তিপূর্ণ পরিবেশের জন্য উপযুক্ত নয়। এ ধরনের মূর্তি বাড়িতে রাখলে তা মানসিক অস্থিরতা বাড়ায় বলে বাস্তুশাস্ত্রে বলা আছে।
আরও পড়ুন- অযথা পা নাড়ানোর অভ্যাসে হতে পারে অমঙ্গল, ক্ষতি হতে পারে অর্থভাগ্যেরও!
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে এমন দেবতার মূর্তি রাখলে মঙ্গল হয় যাঁরা আশীর্বাদ দান করছেন বা মৃদু হাসিমুখে আছেন। যেমন—লক্ষ্মী দেবীর পদ্মাসনে বসা রূপ, বিষ্ণুর শঙ্খচক্রধারী শান্ত রূপ, গণেশের আশীর্বাদ মুদ্রা ইত্যাদি। দেবমূর্তি কখনও শোওয়ার ঘরে বা রান্নাঘরে রাখা উচিত নয়। পূর্ব বা উত্তর দিকে দেবমূর্তি রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ঠাকুরঘর সর্বদা পরিষ্কার ও সাদা আলোতে উজ্জ্বল রাখলে বাস্তুর শুভ প্রভাব বাড়ে।