Egg tray Lifestyle: পশ্চিমবঙ্গের মত মশা-প্রবণ জায়গায় সবাই মশা তাড়াতে ঘরোয়া উপায় খোঁজেন। এই ব্যাপারে ইদানীংয়ের একটি জনপ্রিয় কৌশল হল ডিমের ট্রে বা ডিমের বাক্স পুড়িয়ে ধোঁয়া তৈরি করে মশা তাড়ানো। অনেকের দাবি, এতে মশা কমে যায়। কিন্তু এই উপায়ের মধ্যেই লুকিয়ে আছে একাধিক বিপদ। যা আপনার এবং আপনার পরিবারের জন্য মারাত্মক হতে পারে।
কেন ডিমের ট্রে পুড়িয়ে ব্যবহার করা হয়?
ডিমের ট্রে সাধারণত কাগজ ও কিছু কেমিক্যাল উপাদান দিয়ে তৈরি হয়। পুড়িয়ে দিলে তীব্র ধোঁয়া সৃষ্টি হয়, যা মশা কিছুটা সময়ের জন্য দূরে রাখে। তবে এই ধোঁয়ায় থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান, যা মানুষের শ্বাসযন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন- হাতে, পায়ে বা শরীরের অন্যত্র অবাঞ্ছিত লোম? ঘরোয়া উপায়েই দূর করুন চিরতরে!
কী কী সমস্যা তৈরি হতে পারে?
১. বিষাক্ত ধোঁয়া ও শ্বাসজনিত সমস্যা: ডিমের ট্রে তৈরি করতে ব্যবহৃত হয় গ্লু, ইনক, প্লাস্টিক কণা ইত্যাদি। এগুলো পুড়লে যে ধোঁয়া তৈরি হয়, তাতে থাকে কার্সিনোজেনিক উপাদান। বাচ্চা, বয়স্ক এবং হাঁপানির রোগীদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর।
২. অগ্নিকাণ্ডের ঝুঁকি: ঘরের ভিতর খোলা আগুনে ডিমের ট্রে পোড়ানোতে রয়েছে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা। একটু অসাবধানতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুন- ত্বকের যত্নে বাদাম ব্যবহার করুন এই ৫ ভাবে, ত্বক হবে কাচের মত ঝকঝকে, উজ্জ্বল
৩. ঘরের পরিবেশ দূষণ এবং দুর্গন্ধ: ডিমের বাক্স পোড়ালে কেবল ধোঁয়া নয়, জ্বালানির গন্ধ এবং কেমিক্যালের ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের বাতাস দূষিত হয় এবং দীর্ঘস্থায়ী দুর্গন্ধ তৈরি হয়।
৪. দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি: নিয়মিত এভাবে ধোঁয়া নিলে সর্দি, কাশি, চোখ জ্বালা, মাথাব্যথা, এমনকী ফুসফুসে স্থায়ী ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আরও পড়ুন- মাত্র ২টি বাদামে কমান থাইরয়েড! জানুন, পুষ্টিবিদদের পরামর্শে সুস্থ থাকার সহজ টিপস
পরিবর্তে কী করবেন?
- নিমের ধোঁয়া: নিমপাতা শুকিয়ে ধোঁয়া দিলে তুলনামূলক নিরাপদ।
- সিট্রোনেলা অয়েল: সিট্রোনেলা অয়েল বা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন ডিফিউজারে।
- মশারি ও ইলেকট্রিক ব্যাট: মশারি এবং ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা যেতে পারে।
- জমে থাকা জল: মশার বংশ ধ্বংস করতে জমে থাকা জল ফেলে দিন।
আরও পড়ুন- হাত গরম না ঠান্ডা? তাপমাত্রাই জানিয়ে দেবে আপনার অন্ত্র ঠিকঠাক কাজ করছে কি না!
এছাড়াও বাড়িতে বিভিন্ন গাছ লাগাতে পারেন, যাতে করে আপনার বাড়ির চারপাশে মশার ঘোরাঘুরি কমে যাবে। এক্ষেত্রে কোন গাছ লাগালে, সুবিধা পাবেন- বিস্তারিত জেনে নিন।