Garlic Hair Remedy: পার্লারে যাওয়ার দরকার নেই, দুই কোয়া রসুনেই চুল হবে কালো!

Garlic Hair Remedy: দুই কোয়া রসুনেই কালো হবে চুল! বাড়িতেই বানানো যায়, এই জিনিসটা। চুল পাকা রোধে দারুণ কাজ করে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন, উপকারিতা কতখানি।

Garlic Hair Remedy: দুই কোয়া রসুনেই কালো হবে চুল! বাড়িতেই বানানো যায়, এই জিনিসটা। চুল পাকা রোধে দারুণ কাজ করে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন, উপকারিতা কতখানি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Garlic Hair Remedy: চুল কালো রাখার ঘরোয়া কায়দা!

Garlic Hair Remedy: চুল কালো রাখার ঘরোয়া কায়দা!

Garlic Hair Remedy: আপনার উৎসবের দিনে উজ্জ্বলতার মধ্যে যদি আয়নায় নিজের কিছু সাদা চুল দেখে মনটা খারাপ হয়ে যায়, তবে সেটা ভালো লাগার কথা না। কিন্তু, এই সাদা চুল ঢাকতে প্রতিবার পার্লারে গিয়ে হেয়ার কালার করা কি সত্যিই দরকার? হাতের কাছেই এমন কিছু জিনিস আছে, যা আপনার চুলে প্রাকৃতিক কালো রঙ আর উজ্জ্বলতা ফেরাতে পারে।

Advertisment

রসুনের ম্যাজিক: চুলের রঙে পরিবর্তন  

রসুনে থাকা সালফার ও সেলেনিয়াম যৌগ মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এটি চুলের ফলিকলকে সক্রিয় করে, ফলে চুল পড়া কমে ও পাকা চুলও কমে আসে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য চুলের কোষকে বাঁচায়। 

আরও পড়ুন- ডায়রিয়া বেড়ে যাচ্ছে ইচ্ছেমত ORS খেয়েই! কী বলছেন চিকিৎসকরা?

এজন্য কী লাগবে?

লাগবে ৪ কোয়া রসুন, ১/৪ কাপ জলপাই তেল, ১ টেবিল চামচ মেহেন্দি গুঁড়ো, ১ টেবিল চামচ আমলকির গুঁড়ো। এজন্য চারটি রসুন ভালোভাবে গুঁড়ো করে নিন। তাতে জলপাই তেল মিশিয়ে সারারাত ঢেকে রাখুন, যাতে রসুনের অংশবিশেষ তেলে মিশে যায়। সকালে ওই তেল ছেঁকে নিয়ে তাতে মেহেন্দি আর আমলকির গুঁড়ো মিশিয়ে নিন। 

Advertisment

আরও পড়ুন- প্রতিদিন রুই খেয়ে আর রুচছে না? এভাবে খান, মুখে লেগে থাকবে!

ব্যবহারবিধি

এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলের গোড়ায় লাগান। ২–৩ ঘণ্টা রেখে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহার করবেন না। সপ্তাহে ১–২ বার ব্যবহার করলে ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন। ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে নিন। কারও কারও ত্বকে রসুনে জ্বালাভাব হতে পারে। অস্বস্তি হতে পারে। এমনটা হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন- সাবধান! কথার জালে ভোলানো, এই রাশির জাতক-জাতিকাদের কাছে বাঁ হাতের খেল

চুলের সৌন্দর্যের ঘরোয়া সমাধান

রসুন, মেহেদি, আমলকি আর জলপাই তেলের এই কম্বিনেশন শুধু রঙই ফেরায় না বরং চুলকে আরও নরম, ঘন ও মজবুত করে তোলে। এর নিয়মিত ব্যবহার চুলের স্বাভাবিক রং ও উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। 

আরও পড়ুন- ভারতে এই রঙের গাড়ি চালানো আইনত নিষিদ্ধ, জানেন কেন?

অবশ্যই মনে রাখবেন

ওপরের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্য দেওয়ার উদ্দেশ্যে জানানো হল। এটি কিন্তু কোনও চিকিৎসার সংক্রান্ত পরামর্শ নয়। চুল বা ত্বক সংক্রান্ত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

remedy hair