/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Zodiac Signs: আমাদের চারপাশে নানা ধরনের মানুষ দেখা যায়। কেউ শান্ত, কেউ ধূর্ত, কেউ বোকা, আবার কেউ মিচকে। তবে কিছু মানুষ প্রথমে সাধারণ মনে হলেও পরে বোঝা যায়, তাঁরা অন্যদের সঙ্গে মানসিক খেলা খেলার বিশেষ দক্ষতা রাখেন। শাস্ত্র অনুযায়ী, রাশিচক্রের ছয় রাশির মানুষের মধ্যে এই গুণ সবচেয়ে বেশি দেখা যায়।
রাশিগুলো কী কী?
মিথুন রাশি: মিথুন রাশির জাতকেরা কথার জাদুতে পারদর্শী। তারা এত ভালোভাবে কথা বলেন যে নিজেরা না চাইলেও অন্যদের তাদের কাঙ্ক্ষিত পথে পরিচালিত করতে সক্ষম হন। আলোচনার কেন্দ্রে সব সময় নিজের ইচ্ছা বা লক্ষ্য নিয়ে আসতে তাঁরা পারদর্শী।
আরও পড়ুন- দেবী হতাশ করেন না, বিশ্বাস গোকর্ণের শ্যামারায় কালীর ভক্তদের!
কর্কট রাশি: কর্কট রাশির লোকেরা সম্পর্কের সুস্থতা দেখানোর ভান করে নিজের চাহিদা অন্যের ওপর চাপাতে সক্ষম। তারা আবেগের মাধ্যমে মানুষের মনকে প্রভাবিত করেন, কখনও আবার ভালোবাসার আড়ালে মানুষকে ভুল বুঝিয়ে রাখেন।
আরও পড়ুন- পৃথিবীর প্রাচীনতম রেলস্টেশন কোথায় আছে জানেন?
তুলা রাশি: তুলার কূটনৈতিক মনোভাব অসাধারণ। ঝামেলা না করেই তারা নিজেদের চাহিদা হাসিল করে নেন। আশপাশের মানুষ প্রায়ই তাঁদের কথায় ফাঁদে পা দেন। তুলা রাশির লোকেরা তাঁদের প্রভাব এত সূক্ষ্মভাবে প্রয়োগ করেন যে বোঝা যায় না তাঁরা মানুষকে নিয়ন্ত্রণ করছেন।
আরও পড়ুন- বেলুড় মঠের রহস্য! কেন আজও ভয়ে, ভক্তিতে এই কৌটোর পুজো করেন সন্ন্যাসীরা?
বৃশ্চিক রাশি: বৃশ্চিকরা সর্বদা ভালমানুষির মুখোশ ব্যবহার করে অন্যদের ভুল বোঝান। তাঁরা পরিস্থিতি এমনভাবে সাজান যেন মনে হয় তাঁদেরই যুক্তি ঠিক। তাঁদের কৌশল পরিপূর্ণ, একবার কাজটি সম্পন্ন হলে তাঁরা আর ফিরে তাকান না।
আরও পড়ুন- ভারতে এই রঙের গাড়ি চালানো আইনত নিষিদ্ধ, জানেন কেন?
মকর রাশি: মকর রাশির ব্যক্তিরা সবসময় পরিকল্পনা করে কাজ করেন। তাঁদের প্রতিটি পদক্ষেপে কৌশল থাকে। মানুষের কাছে নিজেকে বোঝানোর ক্ষেত্রে তাঁরা সম্পূর্ণ পরিকল্পিত পথ বেছে নেন। যে ব্যাপারটি বিশ্বাসযোগ্য নয়, তার দিকে তাঁদের মন যায় না।
মীন রাশি: মীন রাশির মানুষ কথার জাদুতে পারদর্শী। তারা স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে এমনভাবে সাজান যে বিপরীতে থাকা মানুষও আগ্রহী হয়ে যায়। তারপর ধীরে ধীরে তাঁরা নিজের আশা পূরণ করেন, অন্যের ইচ্ছাকে গুরুত্ব না দিয়েই। এই ছয়টি রাশির মানুষ শুধুমাত্র কথায় নয়, মনস্তাত্ত্বিক কৌশলেও পারদর্শী। তাঁদের কথার জাল থেকে মুক্ত থাকতে হলে সচেতন থাকা জরুরি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us