Good Friday 2025: আর ৫টি ছুটির দিনের মত নয়, গুডফ্রাইডে পালনের পিছনে বিরাট ইতিহাস, জানেন সেই কাহিনি?

Explore the historical and religious significance of Good Friday 2025: কেন এই দিনটি পালিত হয়, কীভাবেই বা বিশ্বজুড়ে প্রার্থনা, উপবাস ও আত্মসমীক্ষার মাধ্যমে পালন করা হয় এই দিন?

Explore the historical and religious significance of Good Friday 2025: কেন এই দিনটি পালিত হয়, কীভাবেই বা বিশ্বজুড়ে প্রার্থনা, উপবাস ও আত্মসমীক্ষার মাধ্যমে পালন করা হয় এই দিন?

author-image
IE Bangla Web Desk
New Update
Good Friday: গুডফ্রাইডে।

Good Friday: গুডফ্রাইডে।

Why Good Friday is a Day of Solemn Reflection for Millions Worldwide: গুড ফ্রাইডে খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র দিন, যা প্রতিবছর ইস্টারের ঠিক আগে শুক্রবারে পালিত হয়। এই দিনটি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার এবং মানবজাতির পাপের জন্য তাঁর আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করে পালিত হয়। ২০২৫ সালে গুড ফ্রাইডে পড়েছে ১৮ এপ্রিল।

Advertisment

গুড ফ্রাইডের ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য

খ্রিস্টান ধর্মমতে, যিশু খ্রিস্টকে বেথলেহেম থেকে যাত্রা শেষে জেরুজালেমে গ্রেফতার করা হয়, মিথ্যা অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং শেষমেশ ক্রুশবিদ্ধ করা হয়। বিশ্বাস করা হয়, তাঁর এই আত্মত্যাগ মানবজাতির পাপমোচনের প্রতীক। গুড ফ্রাইডে তাই শুধু শোকের দিন নয়, এটি আত্মসমীক্ষা ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোরও সময়।

পালনের রীতি

Advertisment

বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় এই দিনটি পালন করেন নানা উপায়ে। গির্জাগুলিতে বিশেষ উপাসনা হয়, যেখানে বাইবেলের প্যাসন অফ ক্রাইস্ট পাঠ করা হয়। অনেকে দিনভর উপবাস পালন করেন ও যিশুর কষ্ট স্মরণ করেন। কিছু দেশে ‘স্টেশন্স অফ দ্য ক্রস’ নামে পরিচিত রীতি পালন করা হয়। এতে যিশুর শেষ যাত্রাপথ চিত্রায়িত হয়েছে।

আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি

ভারতে গুড ফ্রাইডে

ভারতেও গুড ফ্রাইডে একটি সরকারি ছুটির দিন (Holidays)। গোয়া, কেরালা, নাগাল্যান্ড, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে এই দিনটি অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়। কলকাতার সেন্ট পলস ক্যাথেড্রাল, মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চের মতো বড় বড় গির্জাগুলোয় হাজার হাজার মানুষ ভিড় করেন প্রার্থনায় অংশ নিতে।

আরও পড়ুন- যে মন্দির থেকে খালি হাতে ফেরেন না ভক্তরা, পূরণ হয় মনস্কামনা, সারে দুরারোগ্য রোগও

কেন 'Good' ফ্রাইডে?

অনেকেই প্রশ্ন করেন, এত দুঃখজনক একটি দিনের নাম কেন 'Good' রাখা হয়েছে? এক্ষেত্রে ব্যাখ্যা হল— এই দিনটি যদিও যিশুর মৃত্যুর স্মৃতিবহন করছে,, তবু এটি মানবজাতির মুক্তির সূচনা করেছে বলেই একে 'Good' বা শুভ বলা হয়।

আরও পড়ুন- হাড় মজবুত রাখে, সুস্থ রাখে হৃদয়ও! জেনে নিন ক্যালসিয়াম-সমৃদ্ধ সেরা ৭টি ফল কোনগুলো

বিশ্বজুড়ে বৈচিত্র্যময় উদযাপন

  • ফিলিপিন্সে, কিছু মানুষ যিশুর কষ্ট শরীরে ধারণ করতে নিজেদের দণ্ড দিয়ে শুদ্ধিকরণ করেন।

  • স্পেনে, রাজপথে ক্রুশ নিয়ে মিছিল হয় যাকে 'Semana Santa' বলা হয়।

  • ইতালি এবং ব্রাজিলেও অনেক ঐতিহ্যবাহী নাটক ও উৎসবের আয়োজন হয় যিশুর যন্ত্রণাময় যাত্রাকে চিত্রিত করে।

আরও পড়ুন- খাওয়ার আগে ও পরে রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত হওয়া উচিত? জেনে নিন সঠিক রেঞ্জ

গুড ফ্রাইডে শুধুমাত্র একটি ধর্মীয় দিন নয়, এটি আত্মতৃপ্তি, মানবতা ও আত্মত্যাগের বার্তা বহন করে। এই দিনে মানুষ যেন যিশুর মতো ভালোবাসা ও ক্ষমার চর্চা করতে শেখেন— এটাই গুড ফ্রাইডের আসল আবেদন।

world Good Friday Holidays