What to Do on Hanuman Jayanti 2025 to Remove All Life’s Hurdles: আজ ১২ এপ্রিল, ২০২৫ – সারা দেশে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই দিনটি হনুমানজির জন্মতিথি হিসেবে উদযাপিত হয় এবং হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে বিবেচিত। বিশেষজ্ঞদের মতে, আজকের দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে আসা সমস্ত বাধা-বিপত্তি, নেতিবাচক শক্তি ও মানসিক দুর্বলতা দূর হয়ে যায়।
আজ কোন কাজগুলো করবেন:
🔹 হনুমান চালিসা (Hanuman Chalisha ) পাঠ: অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন। সম্ভব হলে ১১ বার পাঠ করুন।
🔹 লাল রঙকে প্রাধান্য দিন: লাল কাপড় পরা, লাল ফুল দিয়ে পুজো করা শুভ।
🔹 চরণামৃত ও নৈবেদ্য অর্পণ করুন: গুড়, বোঁদের লাড্ডু এবং ছোলা নিবেদন (pujo) করুন হনুমানজিকে।
🔹 মন্দিরে প্রদীপ জ্বালান: হনুমানজির সামনে ঘি-র ৬টি প্রদীপ জ্বালালে দুঃখ-দুর্দশা দূর হয়।
🔹 ব্রত ও দান করুন: আজ দান করার ফল বহুগুণ বেশি। লাল কাপড়, খাবার বা রক্তদান করলে তা অত্যন্ত পুণ্যফলদায়ী।
🔹 রুদ্রাক্ষ বা হনুমান কবচ ধারণ করুন: এটি নেতিবাচক শক্তি প্রতিরোধ করে। হনুমান কবচ পাঠ করুন।
🔹 'জয় হনুমান' জপ: দিনভর ‘জয় হনুমান’ বা ‘রামদূত’ মন্ত্র জপ করুন।
আরও পড়ুন- কেন মদন ত্রয়োদশীতেই শুরু হয় গাজনের মেলা? পিছনে এক বিরাট রহস্য
আজকের দিনে বিশ্বাস, নিষ্ঠা ও শুদ্ধ মন নিয়ে হনুমানজিকে স্মরণ করলে তিনি জীবনের সমস্ত বাধা দূর করেন ও শক্তি প্রদান করেন। তাই দিনটি শুরু করুন হনুমানজির আশীর্বাদ নিয়ে।
আরও পড়ুন- কেন চড়ক পুজোয় ভক্তরা নিজের ওপর চালান কঠিন অত্যাচার? জানলে অবাক হবেন!
এছাড়াও আজ হনুমানজিকে সন্তুষ্ট করার আরও কিছু উপায় আছে:-
- তুলসী এবং অশ্বত্থ পাতা উৎসর্গ করা: পুজো করার সময় হনুমানজিকে তুলসী এবং অশ্বত্থ পাতা অর্পণ করলে তিনি খুব খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ দেন বলেই কথিত আছে।
- সিঁদুর ও জুঁই তেলের ব্যবহার: সবরকম সংকট বা ঝামেলা থেকে মুক্তি পেতে হনুমানজিকে সিঁদুর এবং জুঁই তেল দান করতে পারেন। তাতে পবননন্দনের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলেই প্রচলিত আছে।
- সুন্দরকাণ্ড পাঠ: রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলেও হনুমানজি বিশেষ সন্তুষ্ট হন। কথিত আছে এমনটাই।
আরও পড়ুন- নীলষষ্ঠীতে এই সময়ে পুজো দিলেই বিরাট প্রাপ্তি, সন্তানের উন্নতি কেউ আটকাতে পারবে না
অনেকেই জানেন না, হনুমান জয়ন্তী বছরে দুইবার পালিত হয়—
🔸 একবার চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে
🔸 দ্বিতীয়বার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে।
আরও পড়ুন- বলতে পারেন না অনেকেই, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কী জানেন?
তার মধ্যে ২০২৫ সালের প্রথম হনুমান জয়ন্তী পালিত হচ্ছে ১২ এপ্রিল।