/indian-express-bangla/media/media_files/2025/10/28/hazar-hath-kali-2025-10-28-03-27-05.jpg)
Hazar Hath Kali: হাজার হাত কালী।
Hazar Hath Kali pujo: কলকাতার কাছেই হাওড়ার শিবপুরে এমন এক কালীমূর্তি রয়েছে, যাঁকে একবার দেখলে চোখ ফেরানো যায় না। দেবীর হাজার হাত— এই নামেই মন্দিরটি পরিচিত, 'হাজার হাত কালীতলা' নামে। ভাষার অপভ্রংশে জায়গাটিকে অনেকে 'হাজারাত কালীতলা' বলেও চেনেন।
মন্দিরের ইতিহাস
১৮৮০ সালে তান্ত্রিক ভক্ত আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশে দেবীর এই রূপ পান। বলা হয়, চণ্ডীর ২২তম অধ্যায়ে যে অসুর নিধন রূপের উল্লেখ আছে, সেটিই এই হাজার হাত কালী। আশুতোষবাবুর সামর্থ্য না থাকলেও স্থানীয় মানুষের সহায়তায় তৈরি হয় মন্দিরটি। আজও তাঁর বংশধররাই মন্দিরের সেবায়েত।
আরও পড়ুন- ‘খুকু ও খোকা’-র কবি! প্রয়াণদিবসে স্মরণে অন্নদাশঙ্কর, জানেন কবির জীবনের এই দিকগুলোর কথা?
তান্ত্রিক মাহাত্ম্য ও পূজা-পদ্ধতি
এই মন্দিরে বলিদানের প্রথা নেই। প্রতিদিন সকাল, দুপুর ও রাতে তিনবেলা আরতি হয়। বুদ্ধ পূর্ণিমা ও কালীপুজোতে হয় বিশেষ উৎসব। ভক্তদের বিশ্বাস— দেবীর কাছে কিছু চাইলে কখনও ব্যর্থ হতে হয় না।
আরও পড়ুন- সূর্যদেব ও ‘ছটি মাইয়া’র পূজা, ভক্তদের ভিড়ে ভরল বেলুড় মঠ!
অলৌকিক কাহিনি
শোনা যায়, এক ব্যক্তি দেবীর হাত গুনতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাই কেউ আর সেই চেষ্টা করেন না। ভক্তদের মতে, দেবীর হাত অসীম শক্তির প্রতীক— সৃষ্টি, রক্ষা ও সংহার তিন শক্তির মিলিত প্রকাশ।
আরও পড়ুন- কীভাবে এত জনপ্রিয় হয়ে উঠল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো?
দেবীর মাহাত্ম্য ও জাগ্রত শক্তি
স্থানীয়রা বলেন, মায়ের এই মন্দির অত্যন্ত জাগ্রত। সন্তানের মঙ্গল, কর্মজীবনের উন্নতি বা পারিবারিক শান্তির জন্য ভক্তরা এখানে প্রার্থনা করতে আসেন। দূর-দূরান্ত থেকেও মানুষ হাজির হন এই রহস্যময় রূপিণী কালীমায়ের দর্শনে।
আরও পড়ুন- কাল শেষ দিন, কখন দেবেন ছটের অর্ঘ্য? দেখে নিন শুভ মুহূর্ত
পূজা উপলক্ষে ভিড়
প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা ও কালীপুজোর সময় এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। আলোকসজ্জা, ঢাকের শব্দ, আরতির ধ্বনি— সব মিলিয়ে হাওড়ার এই অংশে এক মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি হয়।
আজও সমান জনপ্রিয়
আজকের দিনে হাজার হাত কালীমন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং বাংলার লোকবিশ্বাস, তান্ত্রিক সাধনা ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us