Hair Treatement: চুলের অকালে পেকে যাওয়া আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাত্র ২০-৩০ বছর বয়সেই যখন সাদা চুল দেখা যায়, তখন তা শুধু সৌন্দর্যহানিই নয়, আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। তবে এই সমস্যার সহজ সমাধান আছে আপনার হাতের কাছেই। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরেই বানিয়ে নিতে পারেন ভেষজ তেল, যা চুলের অকাল পক্কতা রোধে কার্যকরী।
/indian-express-bangla/media/media_files/2025/06/11/gONKjhApQdBkxSlrSJSZ.jpg)
হিবিসকাস, কারিপাতা এবং ধনেপাতা দিয়ে তৈরি তেল
একটি মোটা তলাযুক্ত প্যানে ১ কাপ নারকেল তেল গরম করুন। তাতে দিন কিছু ধনে পাতা ও এক মুঠো কারি পাতা। তেলের রং বদলালে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে ছেঁকে একটি কাচের বোতলে রেখে দিন। এই তেল সপ্তাহে ২ বার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ধনে পাতার অ্যান্টিঅক্সিডেন্ট এবং কারি পাতার বিটা-ক্যারোটিন চুলকে কালো এবং মজবুত করতে সাহায্য করে।
আরও পড়ুন- খাওয়ার পর পেট ফুলে যায়? উঠোনে থাকা এই পাতাটি চিবোলেই মিলবে আরাম, বলছেন চিকিৎসক!
/indian-express-bangla/media/media_files/2025/06/11/uSegb9Na9E9pyroYMVuc.jpg)
আরও পড়ুন- অন্ত্র এবং লিভারের জন্য সকালে এই ৩টি খাবার খান, পরামর্শ গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের
তুলসীপাতা এবং মেথিবীজের তেল
একমুঠো তাজা তুলসী পাতা ভালোভাবে পিষে নিন। এবার ১০০ গ্রাম নারকেল তেল গরম করে তাতে একচামচ মেথি বীজ দিন। এরপর কুঁচি করা তুলসী দিয়ে তেলটি ফুটিয়ে নিন যতক্ষণ না তেলের রং বদলে যায়। ঠান্ডা করে ছেঁকে রেখে দিন। এই তেল মাথার ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করুন। এটি মাথার ত্বকে বা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া এবং চুল পাকা কমায়।
/indian-express-bangla/media/media_files/2025/06/11/0NgQhmrhgmA4deuJfb0q.jpg)
আরও পড়ুন- ১ বছরে ২৫ কেজি ওজন কমাতে চান? এই ৬টি সহজ কৌশল মেনে চলুন
আমলকি গুঁড়ো এবং নারকেল তেল
শুকনো আমলকি গুঁড়ো করে তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করুন। আমলকিতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে কালো, নরম ও ঘন করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত একবার এই তেল ব্যবহার করলে চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।
আরও পড়ুন- ওজন কমাতে রাতে খাচ্ছেন না, একমাস ধরে রাতে না খেলে কী হয় জানলে নিজেই কাঁদবেন!
/indian-express-bangla/media/media_files/2025/06/11/555g9pYhgj67MYIFp25I.jpg)
কারিপাতার ম্যাজিক
একটি প্যানে নারকেল তেল গরম করে তাতে একমুঠো কারিপাতা দিন। মাঝারি আঁচে ফুটিয়ে তেলটি রং বদলানো পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হলে ছেঁকে রেখে দিন। এই তেল সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলে চুলের প্রাকৃতিক কালো রং বজায় থাকে এবং নতুন চুলের গোড়া শক্ত হয়।