Today in History Lifestyle: আজকের দিনে ইতিহাসে, ১০ মে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা

May 10 in History: ১০ মে ইতিহাসে ঘটে যাওয়া বিখ্যাত ঘটনা, আবিষ্কার, আন্দোলন ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে একটি অনন্য তথ্যবহুল প্রতিবেদন। যা ফিরিয়ে দেবে অনেক স্মৃতি।

May 10 in History: ১০ মে ইতিহাসে ঘটে যাওয়া বিখ্যাত ঘটনা, আবিষ্কার, আন্দোলন ও বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে একটি অনন্য তথ্যবহুল প্রতিবেদন। যা ফিরিয়ে দেবে অনেক স্মৃতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Historical Events May 10: আজ ইতিহাসে।

Historical Events May 10: আজ ইতিহাসে। (ছবি- এক্সপ্রেস)

Historical Events May 10: মানব সভ্যতার ইতিহাসে (History) প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে থাকে। তেমনই ১০ মে তারিখটি বিশ্ব ইতিহাসে নানা কারণে স্মরণীয় হয়ে আছে। আজকের দিনে জন্ম, মৃত্যু, যুদ্ধ, আবিষ্কার, এবং বিপ্লব-সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা ইতিহাসে রেখেছে গৌরবময় ছাপ।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহের সূচনা (ভারত):

Advertisment

১০ মে ১৮৫৭ সালে ভারতের মেরঠ শহরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু হয়। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম সুসংগঠিত প্রতিরোধ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।

১৯৯৪- নেলসন ম্যান্ডেলার রাষ্ট্রপতি হিসেবে অভিষেক (দক্ষিণ আফ্রিকা):

এই দিনে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী সংগ্রামের নায়ক নেলসন ম্যান্ডেলা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক ঐতিহাসিক মোড়।

Advertisment

আরও পড়ুন- ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা, জানেন কীভাবে কাজ করে এয়ার ডিফেন্স সিস্টেম?

১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আক্রমণ:

হিটলারের নাৎসি বাহিনী ১৯৪০ সালের ১০ মে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে সামরিক অভিযান চালায়। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়।

আরও পড়ুন- পায়ের কড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? কোথাও ছুটতে হবে না, দেখে নিন কীভাবে ঘরোয়া কায়দায় মিলবে দ্রুত আরাম!

১৯৭৯ - লাইফ স্টাইল ব্র্যান্ড ‘এস্প্রিত’ প্রতিষ্ঠা:

ফ্যাশন ও লাইফস্টাইল জগতে পরিচিত ব্র্যান্ড এস্প্রিত (Esprit) ১৯৭৯ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন- অফিসে বসেই কাউকে বিরক্ত না করে ২ মিনিটে করুন এই ছোট্ট প্রাণায়াম, মুহূর্তে কমে যাবে যাবতীয় টেনশন

জন্ম ও মৃত্যু দিবস:

  • ১৭৭৪- লুইস টেনচ জন্মগ্রহণ করেন: অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার সময়কালের বিশিষ্ট ব্যক্তি লুইস টেনচ এই দিনে জন্মেছিলেন।

  • ১৮৩৮- জন উইলকস বুথের জন্ম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকারী হিসেবে পরিচিত জন উইলকস বুথের জন্ম হয়েছিল এই দিনে।
  • ১৮৮২- গুরুসদয় দত্তের জন্ম: ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত এই দিনে জন্মেছিলেন।

আরও পড়ুন- গরমে ত্বক রাখুন ব্রণ ও ধুলোমুক্ত, ঘরে বানানো এই মিশ্রণেই মিলবে ফ্রেশ লুক!

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে:

আজকের দিনে বিভিন্ন আবিষ্কার ও বৈজ্ঞানিক উন্নয়ন ঘটেছে, যা আমাদের সমাজে বিরাট প্রভাব ফেলেছে। সব মিলিয়ে ১০ মে বিশ্ব ইতিহাসে নানা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। শিক্ষা, রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম এবং প্রযুক্তির অগ্রগতির পথচলায় এই দিনের ঘটনাগুলো আজও ইতিহাস প্রেমীদের দিক নির্দেশ করে দেয়।

May Event history