Astrological Totka: বৃহস্পতিবারই জগদ্ধাত্রী নবমী! এই টোটকা মানলে জীবনে মিলবে চূড়ান্ত সফলতা

Astrological Totka: আজ ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। জ্যোতিষশাস্ত্র মতে, মা জগদ্ধাত্রীর কৃপা লাভের জন্য অষ্টমী ও নবমীতে কিছু বিশেষ টোটকা মানলে মিলবে বিরাট শুভ ফল।

Astrological Totka: আজ ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। জ্যোতিষশাস্ত্র মতে, মা জগদ্ধাত্রীর কৃপা লাভের জন্য অষ্টমী ও নবমীতে কিছু বিশেষ টোটকা মানলে মিলবে বিরাট শুভ ফল।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Jagaddhatri Puja 2025: জগদ্ধাত্রী পুজো ২০২৫।

Jagaddhatri Puja 2025: জগদ্ধাত্রী পুজো ২০২৫।

Astrological Totka: দুর্গা, লক্ষ্মী, কালী চলে গেলেও এখনও বাকি মা জগদ্ধাত্রীর আগমন! বিশ্বাস করা হয়, মা জগদ্ধাত্রী সেই শক্তি যিনি সমগ্র জগৎকে ধারণ করেন। তাঁর অপরূপ রূপে ভক্তরা মুগ্ধ হয়ে যান। দেবী দুর্গার পর মা জগদ্ধাত্রীর আগমন এক বিশেষ আধ্যাত্মিক সময়ের সূচনা করে। 

Advertisment

জগদ্ধাত্রী পুজো ২০২৫ তারিখ ও মাহাত্ম্য

এই বছর ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, পালিত হবে জগদ্ধাত্রী পুজোর নবমী। সিংহবাহিনী চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী শক্তির প্রতীক। পুরাণ মতে, তিনি অহংকার বিনাশিনী দেবী। এই সময়ে বিশেষ কিছু টোটকা পালন করলে সংসারে মঙ্গল, সমৃদ্ধি ও শান্তি আসে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- শ্রীরামপুরের বল্লভপুর শ্মশান কালী, কেন এই দেবীর কাছে বাড়ছে ভক্তদের ভিড়?

Advertisment

অষ্টমী-নবমীর শুভ টোটকা

নীচে দেওয়া টোটকাগুলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ এবং সহজে পালনযোগ্য—

১) আলতা পাতা টোটকা: নবমীর সকালে একটুকরো আলতা পাতায় ২১টি দুর্বা, ২১টি আতপ চাল এবং একটি জবাফুল বেঁধে মায়ের চরণে অর্পণ করুন। নিজের নাম ও গোত্র উচ্চারণ করে মায়ের কাছে প্রার্থনা করুন। এতে মায়ের আশীর্বাদ লাভ হয়।

২) সম্পূর্ণ থালা নিবেদন: একটি থালায় আতপ চাল, পাঁচ রকম সবজি, আলতা-সিঁদুর, লাল কাপড়, পাঁচ ফল ও মিষ্টি সাজিয়ে মায়ের কাছে নিবেদন করুন। অষ্টমী বা নবমী যে কোনও দিন এটা করা যায়। এতে পরিবারের ধনলাভ ও শুভফল লাভ হয়।

৩) দান ও করুণা: এই সময়ে যদি কোনও দুঃস্থ ব্যক্তি আপনার বাড়িতে আসেন, তাঁকে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না। একমুঠো খাবার বা পোশাক দান করলে অশেষ ফল লাভ হবে।

আরও পড়ুন- পা ফাটা নিয়ে নাজেহাল? এই ঘরোয়া কায়দায় দূর করুন সমস্যা!

৪) পদ্মফুল অর্পণ: অষ্টমীর দিন পদ্মফুল দিয়ে দেবীকে পুজো করলে মঙ্গল সাধন হয়। পদ্ম, মা জগদ্ধাত্রীর প্রিয় ফুল।

৫) দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা: জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে নতুন দক্ষিণাবর্ত শঙ্খ রাখলে সংসারে কখনও অভাব-অনটন থাকে না।

৬) শিশুকন্যা পূজা: অষ্টমী বা নবমীর দিন কোনও শিশুকন্যাকে উপহার এবং খাবার দিন। মনে করা হয়, এতে দেবী কন্যারূপে তুষ্ট হন।

৭) সিঁদুরের আশীর্বাদ: জগদ্ধাত্রী পুজোয় দেবীকে দেওয়া সিঁদুর বাড়িতে এনে নিজের সিঁদুরের সঙ্গে মিশিয়ে নিন। এতে দাম্পত্যে মঙ্গল বজায় থাকে।

আরও পড়ুন- রাজাদের ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল, ভারতের এই অতুলনীয় পর্যটনকেন্দ্রে দেখার মত কী আছে?

দেবীর কৃপা লাভের সংকেত

যখন কোনও কাজ সহজে সফল হয়, সংসারে শান্তি আসে, পরিবারের সদস্যরা সুখে থাকে— তখন বোঝা যায় মা জগদ্ধাত্রীর কৃপা বিরাজ করছে। এই সময় চন্দ্র ও বৃহস্পতি একত্রে শুভ যোগ তৈরি করে। তাই মা জগদ্ধাত্রীর পুজোর দিনই আধ্যাত্মিক শক্তি লাভের অন্যতম শ্রেষ্ঠ সময়।

আরও পড়ুন- রাতের শুনশান রাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা, ভাইরাল পেঞ্চের যুবক!

মা জগদ্ধাত্রীকে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে আহ্বান করুন। তিনি অহংকার বিনাশিনী, সংসারে মঙ্গল আনেন। এই অষ্টমী ও নবমীতে ওপরের টোটকাগুলি পালন করলে আপনার জীবনে আসবে শান্তি, সৌভাগ্য এবং সাফল্য।

Totka Astrological