Tiger Viral Video: রাতে শুনশান রাস্তা, সেখানেই বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা, ভাইরাল পেঞ্চের যুবক!

Tiger Viral Video: বাঘকে মদ খাওয়ানোর ভিডিও ভাইরাল! মহারাষ্ট্রের রাজু প্যাটেল শুনশান রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগারের মাথায় হাত বুলিয়ে দিলেন, খাওয়ালেন মদ। অবাক নেটিজেনরা!

Tiger Viral Video: বাঘকে মদ খাওয়ানোর ভিডিও ভাইরাল! মহারাষ্ট্রের রাজু প্যাটেল শুনশান রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগারের মাথায় হাত বুলিয়ে দিলেন, খাওয়ালেন মদ। অবাক নেটিজেনরা!

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Tiger Viral Video: রাজু প্যাটেলের ভাইরাল ভিডিও।

Tiger Viral Video: রাজু প্যাটেলের ভাইরাল ভিডিও।

Tiger Viral Video: বাঘকে মদ খাইয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মহারাষ্ট্রের রাজু প্যাটেল। মোবাইলের বিভিন্ন ভিডিওতে আকছার দেখা যায়, বাঘ মানুষকে এসে জিভ দিয়ে চেটে দিচ্ছে। বিরাট তৃণভূমির মধ্যে দেখতে পেয়ে দূর থেকে ছুটে আসছে নিজের পছন্দের মানুষটির দিকে। আদর খেতে তাঁর ওপর কোলের সন্তানের মত ঝাঁপিয়ে পড়ছে। মাটিতে শুয়ে হুটোপুটি খাচ্ছে! বিরাট বড় আকারের এই বিড়ালের এসব কাণ্ড-কারখানা  দেখে রীতিমতো হতবাক হয়ে যান দর্শকরা। এগুলো কোনও কমপিউটারের কারিকুরিতে তৈরি হয়নি। বাস্তবেই ঘটেছে। যাতে দর্শকদের বিস্ময়ের ঘোর কাটে না। 

Advertisment

বাঘ হিংস্র প্রাণী

আর, না কাটাই স্বাভাবিক। কারণ, বাঘ একটা হিংস্র প্রাণী। গরু, ছাগল, জেব্রা, হরিণ থেকে নানা পশু- হত্যা করে তাদের মাংস খাওয়া বাঘের কাছে জলভাত। আর, মানুষ পেলে তো কথাই নেই। রীতিমতো আমেজ করে খায় বাঘ। প্রতিবছর পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ভয়ের চোটে বাঘকে দক্ষিণরায় রূপে পুজো করেন সুন্দরবনের বাসিন্দারা। তারপরও মধু সংগ্রহ, কাঁকড়া সংগ্রহ অথবা মৎস্যস্বীকার করতে গিয়ে সুন্দরবনে প্রতিবছর শতাধিক মানুষের মৃত্যু হয়। 

আরও পড়ুন- পা ফাটা নিয়ে নাজেহাল? এই ঘরোয়া কায়দায় দূর করুন সমস্যা!

বাঘের খাঁচায় পড়ে মৃত্যু

এর পাশাপাশি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়ে গিয়ে মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। কয়েক বছর আগে আলিপুর চিড়িয়াখানায় শিবা নামে এক বাঘের এনক্লোজারে ঢুকে পড়ায় প্রাণ হারান এক যুবক। শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগে বিদেশের এক চিড়িয়াখানায় বাঘের এনক্লোজারে পড়ে গিয়ে এক বৃদ্ধা চারপেয়ে প্রাণীটির ভয়ংকর আক্রমণের শিকার হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যা দেখে নেটিজেনরা রীতিমতো চমকে উঠেছেন।  

Advertisment

আরও পড়ুন- বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের মতই তিনি দশকের পর দশক বাংলার শিশুদের শিক্ষক!

শুনশান রাস্তায় দাঁড়িয়ে বাঘকে আদর

আর সেখানে কি না, একা দাঁড়িয়ে থেকে বাঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাকে মদ খাওয়ানোর চেষ্টা করা? সত্যিই তাজ্জব কী বাত! কিন্তু, এই অসম্ভবটাকেই সম্ভব করেছেন রাজু প্যাটেল। তাঁর সেই কীর্তি ধরা পড়েছে সিসিটিভিতে। তাতে দেখা গিয়েছে, রাতের বেলায় শুনশুন রাস্তায় রাজু প্যাটেল অবলীলায় বাঘটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নিজের হাতে ধরা বোতলে বাঘটিকে মদ খেতে দিচ্ছেন। যাইহোক, বাঘটি তাঁকে কিছুই করেনি। আর, রাজু প্যাটেল পরে জানিয়েছেন ওই বাঘটিকে তিনি 'বড় বিড়াল' ভেবে আদর করছিলেন। যাই হোক ভাগ্য ভালো যে বাঘটি আক্রমণ করেনি।

আরও পড়ুন- চিংড়ি ভাপা, ঘরোয়া কায়দায় তৈরি করুন রেস্টুরেন্ট কোয়ালিটির সুস্বাদু এই পদ!

আর, বনকর্মীরা হালকা ট্রানকুইলাইজার দিয়ে ওই ক্লান্ত বাঘটিকে ভোর ৩টার মধ্যে জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ভাইরাল রাজু প্যাটেল এখন বাসিন্দাদের অনেকের কাছে হিরো। তাঁর মধ্যে অলৌকিক শক্তি রয়েছে, এমনটাও বিশ্বাস করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসবের জেরে রাজু রীতিমতো এলাকার হিরো হয়ে ওঠায় তাঁর নিরাপত্তার জন্য কড়া পাহারার ব্যবস্থা পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। 

আরও পড়ুন- বাংলার গুপ্ত বৃন্দাবন, টেরাকোটা আর ভক্তির মিলন! এর ইতিহাসটা কী?

পেঞ্চ জাতীয় উদ্যান

পেঞ্চ জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান হিসেবে বিখ্যাত। মধ্যপ্রদেশের সিওনি জেলা, ছিন্দওয়ারা জেলা এবং মহারাষ্ট্রের নাগপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে তৈরি পেঞ্চ জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান ৭৫৮ বর্গকিলোমিটার বিস্তৃত। যার মধ্যে ২৯৯ বর্গকিলোমিটার উদ্যানের মূল অঞ্চল। এখানে রয়েছে ৫০টি বাঘ, ৩৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৩ প্রজাতির সরীসৃপ এবং ৩ প্রজাতির উভচর প্রাণী।

Video Tiger viral