Mosquito Repellent Plants: বর্ষাকাল মানেই একদিকে স্নিগ্ধ সবুজের সমারোহ, অন্যদিকে মশার উপদ্রবের বাড়াবাড়ি। জমা জল, আর্দ্রতা এবং ভেজা আবহাওয়ার জন্য এই সময় মশার সংখ্যা দ্রুত বাড়ে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া মতো মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি থাকে। বাজারে নানা ধরনের কেমিক্যাল স্প্রে এবং কয়েল পাওয়া যায়, কিন্তু এগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এর সমাধান হল— ঘরে এমন গাছ লাগানো, যা প্রাকৃতিকভাবেই মশা এবং পোকামাকড় দূরে রাখে। বর্ষাকাল এই গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়।
আরও পড়ুন- বসার ভঙ্গির ভুলেই কি বাড়ছে ব্যথা? ভুল করেও এভাবে বসে থাকবেন না!
১. লেমনগ্রাস (সিট্রোনেলা ঘাস)
লেমনগ্রাস মশা তাড়ানোর জন্য সবচেয়ে জনপ্রিয় গাছগুলোর একটি। এতে থাকা সিট্রোনেলা তেল মশাকে দূরে রাখে। দরজা এবং বারান্দার পাশে পাত্রে ওই গাছ লাগান। গন্ধ বেশি হলে গাছের কার্যকারিতা বাড়ে। বাইরে বসার জায়গাতেও এই গাছ রাখতে পারেন।
আরও পড়ুন- এই সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়লেই চাকরি নিশ্চিত
২. ল্যাভেন্ডার
ল্যাভেন্ডারের সুগন্ধ যেমন মনকে প্রফুল্ল করে, তেমনই মশা তাড়াতেও কার্যকর। এতে লিনালুল ও লিনালিল অ্যাসিটেট নামের যৌগ থাকে, যা মশা পছন্দ করে না। এই গাছ জানালার ধারে রাখলে সৌন্দর্য বাড়ে। শুকনো ফুলও ঘরে সাজিয়ে রাখা যায়।
আরও পড়ুন- উৎসবের মাস, এই কায়দায় তৈরি করুন মালপোয়া, লেগে থাকবে মুখে!
৩. ক্যাটনিপ
ক্যাটনিপে থাকা নেপেটাল্যাক্টোন মশা ও অনেক ধরনের পোকামাকড় দূরে রাখে। ঘরের ভেতরে বা বারান্দায় লাগাতে পারেন। এটি বিড়ালেরও প্রিয় গাছ। তাই এই গাছ থাকলে পোষা বিড়াল বাড়তি মজা পাবে।
আরও পড়ুন- বাড়িতে কি ইঁদুরের ভয়ংকর উৎপাত? না মেরে এই কায়দায় তাড়ান, ধারে-কাছে ঘেঁষবে না!
৪. পুদিনা
পুদিনার তীব্র গন্ধ মশার সহ্য হয় না। রান্নায় পুদিনা ব্যবহার করলে দ্বিগুণ লাভ মেলে। এই গাছ মশা তাড়াতে লেবু এবং তুলসীর মতই কাজে দেয়।
৫. রোজমেরি
রোজমেরির গন্ধ মশা তাড়ানোর পাশাপাশি রান্নায় স্বাদ আনে। সৌন্দর্যের জন্য ঘরের যে কোনও কোণে রোজমেরি রাখতে পারেন। ত্বকের যত্নেও রোজমেরি ব্যবহার করা যায়। এই গাছগুলো বর্ষাকালে লাগান। বর্ষাকালে মাটিতে আর্দ্রতা বেশি থাকে, তাই এই সময় রোপণ করাই ঠিক। ভালো আলো এবং বাতাস চলাচল করে, এমন জায়গায় গাছগুলো রাখুন। মাঝে মাঝে পাতায় জল স্প্রে করুন।
এই গাছগুলোর সাহায্যে কোনও কেমিক্যাল ছাড়াই মশা তাড়ানো যায়। ঘর এবং বারান্দার শোভা বাড়ানো যায়। এগুলো রান্না এবং সৌন্দর্যচর্চায় কাজে লাগে। মশার হাত থেকে রক্ষা পেতে কেবল রাসায়নিকের ওপর নির্ভর না করে প্রকৃতির এই সব দানকে কাজে লাগান। এই পাঁচটি গাছ ঘরে লাগালে মশা দূরে থাকবে। ঘরের পরিবেশ হবে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর।