General Knowledge-Goat: প্রতিটি দেশেই একটি প্রাণীকে তাদের জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পশু হল বাঘ। ঠিক তেমনই আমেরিকা, বুলগেরিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা-সহ কয়েকটি দেশের জাতীয় পশু হল সিংহ। তবে আমাদেরই অত্যন্ত পরিচিত একটি দেশের জাতীয় পশু হল ছাগল। জানেন সেই দেশের নাম কী? বিশেষ এই প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর মিলবে।
এবার নিজেদের জেনারেল নলেজগুলো একটু নতুন করে ঝালিয়ে নিন। আপনি কি বলতে পারবেন কোন দেশের জাতীয় প্রাণী ছাগল (Goat)। উত্তর হল পাকিস্তান (Pakistan)। আমাদের প্রতিবেশী দেশের জাতীয় পশু হল ছাগল। তবে এই ছাগল কিন্তু কোনও সাধারণ ছাগল নয়। একে মারখোর ছাগল (Markhor Goat) বলা হয়।
বিশেষ এক ধরনের বন্য জাতের ছাগল হল এই মারখোর। ভারতেও কোনও কোনও অঞ্চলে এই ধরনের ছাগল দেখতে পাওয়া যায়। আফগানিস্তানেও এই ধরনের প্রজাতির ছাগলের দেখা মেলে। পাকিস্তানে এই মারখোর ছাগলটি জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন- Savings Account:আর মাত্র কয়েকদিন, সেভিংস অ্যাকাউন্টের নিয়মে আসছে বিরাট বদল! সমস্যা এড়াতে আগেভাগে জানুন
আরও পড়ুন- Business Idea: বেকাররা এই খবর আগে পড়ুন! নামমাত্র লগ্নিতেই অল্প দিনে মোটা টাকা আয়ের সুযোগ
এই সেই মারখোর ছাগল।
পাকিস্তানের জাতীয় পশু যেমন মারখোর ছাগল, ঠিক তেমনই আমাদের প্রতিবেশী দেশের জাতীয় পাখি হল চুকার। পাকিস্তানে এই পাখি চকোর নামেও পরিচিত। সেই সঙ্গে পাকিস্তানের জাতীয় মাছের নাম হল মহাশোল। প্রতিবেশী দেশের সরকারি বা জাতীয় গাছ হল দেওদার। আমাদের অত্যন্ত পরিচিত সবজি ঢেঁড়স পাকিস্তানের জাতীয় সবজি।
আরও পড়ুন- Electricity Bill: এক ধাক্কায় হু-হু করে কমবে বিদ্যুতের বিল! শুধু করুন এই কাজটি
আরও পড়ুন- Mobile Phone-Brain Cancer: ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারে ব্রেন ক্যান্সার? সব কাজ ফেলে WHO কী বলছে জানুন!