Lip filler: শেফালির মৃত্যুতে শিক্ষা উরফির, লিপ ফিলার সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা?

Lip filler: উরফি জাভেদ তার ঠোঁটের ফিলার গলিয়ে দিয়েছেন। কীভাবে ভুল লিপ ফিলার থেকে বাঁচবেন আর সঠিক চিকিৎসা করাবেন, জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ।

Lip filler: উরফি জাভেদ তার ঠোঁটের ফিলার গলিয়ে দিয়েছেন। কীভাবে ভুল লিপ ফিলার থেকে বাঁচবেন আর সঠিক চিকিৎসা করাবেন, জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Lip filler treatment

Lip filler treatment: লিপ ফিলার ভুল হলে কী করবেন?

Lip filler treatment: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী উরফি জাভেদ সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি তার ঠোঁটের ডার্মাল ফিলার গলিয়ে ফেলছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ফিলারটি সঠিক জায়গায় দেওয়া হয়নি এবং তা তাঁর মুখের সৌন্দর্য নষ্ট করছিল। তিনি আরও জানিয়েছেন, ফিলারটিতে তাঁর ব্যথা লাগছিল। তা সরিয়েছেন। তবে তিনি ভবিষ্যতেও ফিলার নিতে চান। কিন্তু, সেটা নেবেন 'ন্যাচারালি' ফিলার।

Advertisment

এই প্রসঙ্গে দিল্লির ফোর্টিস হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রশ্মি শর্মা বলেছেন, 'ঠিকভাবে এবং ক্লিনিক্যাল সেটিং-এ ফিলার কাজে লাগালে কোনও ক্ষতি হবে না। কিন্তু, ভুলভাবে বা অপেশাদারের মাধ্যমে করলে সমস্যা দেখা দিতে পারে।'

আরও পড়ুন- তাৎক্ষণিক উজ্জ্বলতা, মুখের লোম দূর করতে ব্যবহার করুন কফি ফেসপ্যাক

Advertisment

ঠোঁটের ফিলার কী?

ঠোঁটের ফিলার হল, এক ধরনের হায়ালুরোনিক অ্যাসিড ভিত্তিক ইনজেকশন, যা ঠোঁটের আয়তন, আকৃতি বাড়ায়। এটা শরীরে স্বাভাবিকভাবে থাকা জলকে ধরে রাখতে পারে। ফলে ঠোঁটকে আরও মোটা এবং আকর্ষণীয় দেখায়।

আরও পড়ুন- পুশআপ করেন? জানেন, বয়স-লিঙ্গ অনুযায়ী কতগুলো করতে পারেন আপনি?

লিপ ফিলার খারাপ হলে কী হতে পারে?

  • ঠোঁট অস্বাভাবিক ফুলে যায়

  • ঠোঁটের একপাশ বড়, অন্য পাশ ছোট দেখাবে

  • ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হবে

  • ঠোঁট হয়ে যায় ডাক লিপস (duck lips) বা অস্বাভাবিক (unnatural)

আরও পড়ুন- সতর্ক হোন গর্ভবতীরা, এই ৩ বিষয় প্রসূতিদের জন্য বিপজ্জনক!

কীভাবে ঠোঁটের ফিলার গলে যায়?

ফিলার গলাতে হায়ালুরোনিডেস নামের এক এনজাইম ইনজেকশন ব্যবহার করা হয়, যা হায়ালুরোনিক অ্যাসিড ভেঙে ফেলে।

  • এটি তুলনামূলকভাবে দ্রুত এবং নিরাপদ পদ্ধতি

  • সাধারণত ১০-১৫ মিনিটের মধ্যেই করা যায়

  • এতে ফোলাভাব বা হালকা ব্যথা কয়েক দিনের মধ্যে চলে যায়

আরও পড়ুন- ভারতীয় দম্পতিদের ৪ জনের ১ জন স্থূলকায়, আইসিএমআর-এর গবেষণায় চাঞ্চল্য

ফিলার গলানোর আগে যে বিষয়গুলো জানবেন

  • আপনাকে অবশ্যই একজন বোর্ড-সার্টিফায়েড চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে

  • আপনার ওষুধের ইতিহাস, অ্যালার্জি, সংক্রমণ সব কিছু বিশেষজ্ঞকে জানান

  • ফিলার গলানোর এক সপ্তাহ আগে রক্ত পাতলা করার ওষুধ বন্ধ রাখুন

  • অ্যালার্জি থাকলে চিকিৎসক প্যাচ টেস্ট করবেন

ফিলার গলানোর পর কী করবেন ও করবেন না

করুন:

  • ঠান্ডা আইস প্যাক ব্যবহার করুন

  • ওষুধ থাকলে নিয়ম মেনে খান

  • ডাক্তারের পরামর্শ মেনে চলুন

করবেন না:

  • তিন দিনের জন্য জিম, স্টিম বা সাউনা এড়িয়ে যান

  • মুখে ম্যাসাজ বা পিলিং করবেন না

  • ঠোঁট বেশি স্পর্শ করবেন না

সব ঠোঁটের ফিলার কি গলে যায়?

না। শুধু হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক ফিলার গলে যায়। যদি ফিলারে সিলিকন বা স্থায়ী পদার্থ থাকে, তাহলে তা গলানো যায় না এবং অস্ত্রোপচারের দরকার হতে পারে।

ফিলার শরীর থেকে কীভাবে বের হয়?

দ্রবীভূত হবার পর, হায়ালুরোনিক অ্যাসিড লিভার বা কিডনির মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। কোনও স্থায়ী ক্ষতি হয় না যদি সঠিকভাবে ফিলার করা হয়।

ফিলার নেওয়ার আগে কী জানা জরুরি?

  • সর্বদা সেরা মানের ব্র্যান্ড ব্যবহার করুন

  • কোনও 'ফ্যান্সি ক্লিনিক' নয়, সার্টিফায়েড চিকিৎসককে দেখান

  • খুব সস্তার অফারে না ভেসে, সুরক্ষাকে অগ্রাধিকার দিন

  • আগে কিছু রিভিউ বা রেফারেন্স দেখে সিদ্ধান্ত নিন

ঠোঁটের সৌন্দর্য বাড়াতে লিপ ফিলার জনপ্রিয় হয়ে উঠলেও, এটি একটি চিকিৎসা পদ্ধতি। মনে রাখতে হবে যে এটা, কোনও ফ্যাশন ট্রেন্ড নয়। ভুলভাবে বা অনভিজ্ঞ হাতে লিপ ফিলার করা হলে এটি মুখের চেহারাই বদলে দিতে পারে, এমনকি স্থায়ী ক্ষতির ঝুঁকিও থাকে। উরফি জাভেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত— সবসময় দক্ষ ও বোর্ড-সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছেই যাওয়া।

treatment Lip filler