Natural B12 Juice Remedy: ভিটামিন বি১২ এর ঘাটতি? প্রতিদিন এই ৩ পানীয় দূর করবে রক্তাল্পতা-দুর্বলতা

Natural B12 Juice Remedy: ভিটামিন বি১২ এর অভাব দূর করতে চান? প্রতিদিন গাজর-বিটরুট-আমলকি ও দুধের মত ঔষধিগুণে ভরপুর এই রস পান করুন। রক্তাল্পতা, দুর্বলতা দূরে রাখবে এই প্রাকৃতিক পানীয়।

Natural B12 Juice Remedy: ভিটামিন বি১২ এর অভাব দূর করতে চান? প্রতিদিন গাজর-বিটরুট-আমলকি ও দুধের মত ঔষধিগুণে ভরপুর এই রস পান করুন। রক্তাল্পতা, দুর্বলতা দূরে রাখবে এই প্রাকৃতিক পানীয়।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Natural B12 Juice

Natural B12 Juice : রক্তাল্পতা দূর করার পানীয়।

Natural B12 Juice: ভিটামিন বি১২ শরীরের এক অপরিহার্য উপাদান যা রক্তকণিকা তৈরি, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং মস্তিষ্কের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই ভিটামিনের অভাব হলে আপনি ক্লান্তি, মাথা ঘোরা, স্মৃতিভ্রংশ বা বিষণ্ণতার মতো সমস্যায় পড়তে পারেন। ভিটামিন বি১২ এর ঘাটতি হাড় এবং পেশীর স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। অনেকেই হয়তো জানেন না যে এই অভাব প্রাকৃতিক উপায়ে পূরণ করা সম্ভব।

Advertisment

চলুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া পানীয় যা ভিটামিন বি১২ এর ঘাটতি দূর করতে কার্যকর হতে পারে।

আরও পড়ুন- এক চামচ হলুদ আর নিমপাতা দিয়ে দূর করুন ব্রণ, দাগ! ঘরেই বানান স্কিন কেয়ার প্যাক

১. বিটরুট ও গাজরের রস: রক্ত গঠনে সহায়ক

Advertisment

বিটরুট এবং গাজর উভয়ই লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। গাজরে থাকা বিটা ক্যারোটিন এবং বিটরুটে থাকা আয়রন রক্তাল্পতা প্রতিরোধে সহায়তা করে। যদিও এই রসে সরাসরি ভিটামিন বি১২ না থাকলেও, এটি রক্তের কোয়ালিটি ও হজমশক্তি উন্নত করে, যা শরীরের বি১২ শোষণ ক্ষমতা বাড়ায়।

কীভাবে বানাবেন:
১টি বিটরুট, ১টি গাজর, ১/২ লেবুর রস এবং অল্প আদা একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিন। প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।

আরও পড়ুন- ওষুধ যখন রসুনের গুঁড়ো, ঘরোয়া কায়দায় দূর করুন ব্ল্যাকহেডস, বলিরেখা!

২. আমলকির রস: রোগ প্রতিরোধ ক্ষমতার রক্ষাকবচ

আমলকিতে প্রচুর ভিটামিন C রয়েছে যা শরীরের ভিটামিন বি১২ শোষণ করতে সাহায্য করে। নিয়মিত আমলকি খাওয়ার ফলে হজম শক্তি ও রক্তের গঠন উন্নত হয়। এছাড়া এটি লিভার ও কিডনির কার্যকারিতারেও উন্নত করে।

কীভাবে ব্যবহার করবেন:
তাজা আমলকি কেটে জুস বানিয়ে খান, অথবা প্রতিদিন সকালে ঘরে বানানো ২০-৩০ মিলিলিটার আমলকির রস পান করুন। চাইলে এক চিমটে হলুদ ও এক চা চামচ মধুও মিশিয়ে নিতে পারেন।

আরও পড়ুন- ভিটামিন বি৬ অতিরিক্ত সেবনে হতে পারে স্নায়ুর ক্ষতি! জানুন ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ

৩. দুধ: ভিটামিন বি১২ এর প্রাকৃতিক উৎস

গরুর দুধ হল একমাত্র সাধারণভাবে পাওয়া খাদ্য, যেখানে প্রাকৃতিকভাবে ভিটামিন বি১২ পাওয়া যায়। ২৫০ মিলিলিটার দুধে প্রায় ১.২ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার ৫০% পর্যন্ত পূরণ করতে পারে।

কীভাবে গ্রহণ করবেন:
প্রতিদিন সকালে বা রাতে উষ্ণ গরুর দুধ খান। চাইলে বাদাম, খেজুর বা কিশমিশ দিয়ে এর পুষ্টিগুণ আরও বাড়ানো যায়।

আরও পড়ুন- আগামী ৩ মাস প্রতিদিন ঘি দিয়ে কফি খান, কী হবে? জানুন বিশেষজ্ঞের মত

অতিরিক্ত টিপস:

  • আপনি চাইলে ডিম, মাছ ও মাংস খেয়েও ভিটামিন বি১২ পেতে পারেন।

  • নিরামিষভোজীদের জন্য ফর্টিফায়েড সিরিয়াল ও সোয়া মিল্কও বি১২-এর ভালো উৎস।

  • রস খাওয়ার পাশাপাশি বাইরের খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত হজমশক্তি ঠিক রাখুন।

ভিটামিন বি১২-এর অভাব কেবল একটুখানি দুর্বলতা নয়, এটি দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তবে চিন্তার কিছু নেই — আয়ুর্বেদিক রস এবং পানীয়ের মাধ্যমে এই ঘাটতি ধীরে ধীরে পূরণ করা সম্ভব। প্রতিদিন বিটরুট-গাজরের রস, আমলকির রস এবং দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনি শক্তিশালী, রোগমুক্ত এবং তরতাজা শরীর পেতে পারেন।

juice natural B12