Colorful Insects: প্রকৃতির সবচেয়ে রঙিন ১০টি পোকা, যাদের দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা

Colorful Insects: প্রকৃতিতে এমন অনেক পোকামাকড় রয়েছে, যাদের রং দেখে মনে হয় তারা শিল্পীর তুলিতে আঁকা। গোল্ডেন বিটল থেকে শুরু করে পিকাসো বাগ কিংবা রোসি মেপল মথ—এই প্রতিবেদনে জেনে নিন পৃথিবীর ১০টি সবচেয়ে রঙিন ও আকর্ষণীয় পতঙ্গ সম্পর্কে।

Colorful Insects: প্রকৃতিতে এমন অনেক পোকামাকড় রয়েছে, যাদের রং দেখে মনে হয় তারা শিল্পীর তুলিতে আঁকা। গোল্ডেন বিটল থেকে শুরু করে পিকাসো বাগ কিংবা রোসি মেপল মথ—এই প্রতিবেদনে জেনে নিন পৃথিবীর ১০টি সবচেয়ে রঙিন ও আকর্ষণীয় পতঙ্গ সম্পর্কে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Colorful Insects

Colorful Insects: সবচেয়ে সুন্দর পোকামাকড়।

Colorful Insects in the World: প্রকৃতি আমাদের চারপাশে যত রকমের জীবন্ত রঙের কারুকার্য ছড়িয়ে রেখেছে, তার মধ্যে পোকামাকড়ের অবস্থান একেবারে আলাদা। ফুল, গাছ, পাতা বা মাটির কাছেই পাওয়া যায় এমন কিছু রঙিন পতঙ্গ, যাদের দেখে মনে হয় তারা যেন এক একজন ক্ষুদে শিল্পী—প্রকৃতির ক্যানভাসে আঁকা রঙিন জীবন্ত ছবি।

Advertisment

চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর ১০টি সবচেয়ে রঙিন এবং অনন্য পতঙ্গের কথা:

পিকাসো বাগ (Picasso Bug)
এই বাগটি দেখতে অনেকটা ছোট স্টিংক বাগের মতো। শরীরে উজ্জ্বল সবুজের ওপর নানা রঙের বৃত্তাকার বা জ্যামিতিক নকশা থাকে। এদের রঙ মূলত শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয়।

আরও পড়ুন- উপবাসে ওজন কমলেও বাড়ে গ্যাস, মাথাব্যথা! কোন ভুলে হয় বিপদ, জানিয়েছেন বিশেষজ্ঞ

Advertisment

অর্কিড ম্যান্টিস (Orchid Mantis)
এই পতঙ্গটি একটি ফুলের মতো দেখতে। এরা ফুলের মতো সাজে নিজেকে লুকিয়ে রাখে এবং নিরীহ পতঙ্গকে আকর্ষণ করে। ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে নেয়।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল, ফ্যাক্ট চেকিংয়ে সামনে এল সত্যিটা!

হামিংবার্ড মথ (Hummingbird Moth)
নামের মতোই দেখতে এবং চলাফেরা করে হামিংবার্ডের মতো। ডানা নাড়ানোর ধরন, ফুল থেকে ফুলে মধু খাওয়ার ধরন—সবই হামিংবার্ডের মত। 

আরও পড়ুন- বর্ষায় সাদা জুতো বারবার নোংরা হচ্ছে? এই টিপসে বিনা ঝামেলায় জুতো নতুনের মত ঝকঝকে করুন!

কুকু ওয়াস্প (Cuckoo Wasp)
ঝকঝকে ইরিডেসেন্ট রঙের এই ক্ষুদ্র পতঙ্গটি দেখতে একেবারে রত্নের মতো। বিজ্ঞানীদের মতে, এদের রঙ এক্সোস্কেলেটনের আলো প্রতিফলনের কারণে তৈরি হয়।

আরও পড়ুন- বিয়ে বাড়ির স্টাইলে বাড়িতেই বানান জমজমাট দই কাতলা! ঠাকুরের রেসিপির টিপস দেখুন একনজরে

গ্রিন মিল্কউইড লোকাস্ট (Green Milkweed Locust)
এদের রঙিন ডানা ও গা থেকে বের হওয়া তরল দিয়ে শত্রুকে ভয় দেখায় এরা। সঙ্গে, মিল্কউইড উদ্ভিদের টক্সিক উপাদান সঞ্চয় করে রাখে।

থর্ন বাগ (Thorn Bug)
ফ্লোরিডার গাছের ডাল বা পাতায় দলবদ্ধভাবে বসে থাকে থর্ন বাগ। এদের শরীর কাঁটার মতো দেখতে হওয়ায় চোখে পড়া কঠিন।

রোসি মেপল মথ (Rosy Maple Moth)
পিঙ্ক ও ইয়েলো রঙের এই ছোট্ট মথটি দেখতে যেন স্টারবার্স্ট ক্যান্ডির মতো। খুবই ছোট আকারের হলেও এদের রঙ মানুষের নজর কাড়ে।

গ্রে’স লিফ ইনসেক্ট (Gray’s Leaf Insect)
পাতার অবিকল রূপে তৈরি এরা। গা লাল, হলুদ, সবুজ, কমলা। বিভিন্ন রঙে এদের পাওয়া যায়। আসল পাতার মতোই এদের শিরা-উপশিরাও দেখা যায়।

কোস্টাল পিকক স্পাইডার (Coastal Peacock Spider)
এই স্পাইডার নাচতে জানে! পুরুষ মাকড়সা মেয়ে মাকড়সার মন জয় করতে রঙিন ডানার সাহায্যে নৃত্য পরিবেশন করে।

গোল্ডেন টরটয়েজ বিটল (Golden Tortoise Beetle)
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে পাওয়া যায়। দেখতে ছোট সোনার কয়েনের মতো, তবে মৃত্যুর পর সেই রঙ ফিকে হয়ে যায়।

এই পতঙ্গগুলোর রঙের কারণ কী?

বিবিসি ওয়াইল্ড লাইফ-এর মতে, এমন রঙের পিছনে থাকে মূলত তিনটি কারণ—কেমোফ্লেজ, ম্যাটিং এবং প্রোটেকশন। কিছু পতঙ্গ আশেপাশের পরিবেশে মিশে গিয়ে শিকারিকে ঠকায়, কেউ আবার উজ্জ্বল রঙের সাহায্যে সঙ্গীকে আকর্ষণ করে, আবার কেউ নিজের বিষের ক্ষমতা বোঝাতে রং ব্যবহার করে।

প্রকৃতির এই রঙিন বিস্ময়গুলি শুধু চোখের আরাম নয় বরং জীববিজ্ঞানের নানা জটিল ও আকর্ষণীয় রহস্যও বটে। ভবিষ্যতে এদের আরও গভীরভাবে জানলে, হয়তো আমাদের প্রযুক্তি বা নকশার জগতেও নতুন কিছু উদ্ভাবনের পথ খুলে যেতে পারে।

world Insects colorful