Pitru Dosha Remedies: পিতৃপুরুষের দোষে পরিবারে অশান্তি? শাস্ত্রমতে দোষ কাটান এভাবে সহজেই!

Pitru Dosha Remedies: পিতৃপক্ষ ২০২৫-এ পিতৃ দোষ কাটানোর সহজ উপায় জানুন। পরিবারে সুখ-শান্তি ফেরাতে এই প্রক্রিয়ার কোনও বিকল্প নেই। সবটাই জেনে নিন এখানে।

Pitru Dosha Remedies: পিতৃপক্ষ ২০২৫-এ পিতৃ দোষ কাটানোর সহজ উপায় জানুন। পরিবারে সুখ-শান্তি ফেরাতে এই প্রক্রিয়ার কোনও বিকল্প নেই। সবটাই জেনে নিন এখানে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Pitru Dosha Remedies

Pitru Dosha Remedies: পিতৃদোষের প্রতিকার করুন সহজেই।

Pitru Dosha Remedies: হিন্দু ধর্মে পিতৃপক্ষ অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে পিতৃপক্ষ বলা হয়। বিশ্বাস করা হয়, এই সময়ে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসে এবং তাঁদের জন্য শ্রাদ্ধ আর তর্পণ করলে তাঁরা সন্তুষ্ট হয়ে পরিবারকে আশীর্বাদ দেন।    

পিতৃ দোষ কী?

Advertisment

জন্মকুণ্ডলীতে অনেকের পিতৃ দোষ (Pitru Dosha) থাকে। এর ফলে জীবনে নানারকম বাধা আসে। যেমন আর্থিক সমস্যা, সন্তানের জন্মে বিলম্ব, সংসারে কলহ, কর্মজীবনে প্রতিবন্ধকতা ইত্যাদি। জ্যোতিষ মতে, পিতৃ দোষের মূল কারণ হল পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মা, অসম্পূর্ণ কাজ বা তাঁদের শ্রাদ্ধ-তর্পণ সঠিকভাবে না হওয়া।

আরও পড়ুন- মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন! বাঘা যতীন মুগ্ধ করেছিলেন চার্লস টেগার্টকেও

তাহলে পিতৃপক্ষে কী করবেন?

Advertisment

পিতৃপক্ষে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা উচিত। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা উচিত। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা উচিত। অমাবস্যা ও শনিবারে ব্রাহ্মণ ও দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং জল দান করলে পূর্বপুরুষরা খুশি হন। গরুকে রুটি, গুড় বা সবুজ পশুখাদ্য খাওয়ানোটাও ভালো। বিশ্বাস করা হয়, গরু খেলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয়। তাঁরা আশীর্বাদ করেন। পিতৃপক্ষে কাককে খাবার খাওয়ানো খুবই জরুরি। কারণ কাককে পূর্বপুরুষদের প্রতীক ধরা হয়।

আরও পড়ুন- আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!

একইভাবে পিঁপড়েদের আটা বা ময়দার গুলি খাওয়ালে পুণ্যলাভ হয়। শনিবারে পিপল গাছে জল দিন। আর, ওই গাছ সাতবার প্রদক্ষিণ করুন। এতে পিতৃ দোষ নষ্ট হয়। এই সময়ে গুরুমন্ত্র নিয়মিত জপ করলেও পূর্বপুরুষরা খুশি হন এবং ঘরে ইতিবাচক শক্তি আসে। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাজল অর্পণ শুভ বলে ধরা হয়। পাশাপাশি, গঙ্গায় স্নান করলেও পিতৃ দোষের প্রভাব কমে।

আরও পড়ুন- ট্রাম্পের নতুন ছক! নয়া আইনে গ্রিন কার্ডধারীরাও নির্বাসনের মুখে?

পিতৃ দোষ দূর করতে পারলে সংসারে অশান্তি কমে যায়। সন্তানের সুখ, শিক্ষা, কেরিয়ারের ব্যাপক  উন্নতি ঘটে। পরিবারে আর্থিক উন্নতি হয়, সমৃদ্ধি আসে। পরিবারে শান্তি এবং ঐক্য বজায় থাকে। পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে পরিবারের সদস্যদের আশীর্বাদ করেন।

আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?

এই ব্যাপারে ট্যারোট গুরু পূজা ভার্মার মতে, পূর্বপুরুষদের খুশি করার সবচেয়ে সহজ উপায় হল বিশ্বাস, সেবা ও নিয়মিত স্মরণ করা। সেটা করতে গেলে শ্রাদ্ধ, দান এবং প্রকৃত ভক্তির মাধ্যমে যে কেউ পিতৃ দোষের প্রভাব কমিয়ে জীবনে ইতিবাচক প্রভাব আনতেই পারেন।

Pitru Dosha remedies