Hair Color: পকেট খালি না করেই পাকা চুল কালো করার জাদু! ঘরোয়া জিনিসই দেখাবে ম্যাজিক

Hair Color: পাকা চুল ঢেকে রাখতে আর সেলুন বা দোকান থেকে কেনা রং নয়! জানুন কীভাবে বাড়িতেই পকেট খালি না করে পাকা চুল কালো করা যায় সহজে। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে।

Hair Color: পাকা চুল ঢেকে রাখতে আর সেলুন বা দোকান থেকে কেনা রং নয়! জানুন কীভাবে বাড়িতেই পকেট খালি না করে পাকা চুল কালো করা যায় সহজে। সম্পূর্ণ ঘরোয়া উপায়ে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Black Hair

Hair Color: ঘরোয়া কায়দায় চুল করুন কালো।

Hair Color: আগে চুল পাকা মানে ছিল বার্ধক্যের চিহ্ন। আজকাল সেটা তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে। হরমোনের অসামঞ্জস্য, ঘুমের অভাব, মানসিক চাপ, দূষণ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস—অকালে চুল পেকে যাওয়ার বড় কারণ। বাজারের রাসায়নিক রং-এ তাত্ক্ষণিক সমাধান মেলে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে তা চুলের স্বাস্থ্যেরই ক্ষতি করে। তাই এখন অনেকেই ভেষজ কায়দায় চুল রং করার ওপর জোর দিচ্ছেন। 

Advertisment

এই ভেষজেই চুল করুন কালো

নীচে দেওয়া ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ভেষজ এবং খুবই সাশ্রয়ী কায়দায় চুল কালো করা যাবে। এজন্য লাগবে ১টি বড় পেঁয়াজ, ১ চা চামচ ঘি, ১ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ মেহেন্দির গুঁড়ো, প্রয়োজনমতো জল। কীভাবে বানাবেন এই ভেষজ হেয়ার কালার? প্রথমে একটি পাত্রে জল নিন।

আরও পড়ুন- কলকাতা থেকে খুব দূরে নয়, ঘুরে আসুন তারিণী মন্দিরে, দেবী এখানে জাগ্রত!

Advertisment

তাতে খোসা ছাড়ানো পেঁয়াজ কেটে দিন। তারপর, কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই পেঁয়াজের জল ছেঁকে নিন। তাতে মেহেন্দি গুঁড়ো মেশান। এবার তাতে ঘি এবং নারকেল তেল মিশিয়ে দিন। মিশ্রণটি ভালোভাবে নেড়ে আধঘণ্টা ঢেকে রাখুন। থকথকে হয়ে এলে চুলে লাগান। 

আরও পড়ুন- এইচ-১বি ভিসা নীতির ধাক্কায় ভারতের বিয়ের বাজারে এনআরআই বরের চাহিদা কমছে!

মনে রাখবেন তেল নেই এমন শুকনো চুলেই লাগাবেন। চুলে ভাগ করে ভালোভাবে এই মিশ্রণ লাগান। তারপর আধঘণ্টা ওই অবস্থায় চুল রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। তবে, ভুল করেও মাথায় শ্যাম্পু করবেন না। সপ্তাহে অন্তত একবার এই মিশ্রণটি ব্যবহার করুন, ভালো ফল পাবেন।

আরও পড়ুন- ধনেপাতা-আলু দিয়ে সহজেই বানান পাবদা মাছের ঝোল, মুখে লেগে থাকবে!

এর পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়াকে শক্তিশালী করবে। চুলের রং ঘন করবে। এটি রক্ত সঞ্চালন বাড়াবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে। ঘি আর নারকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এগুলো চুলে আর্দ্রতা ধরে রাখে। চুল ফেটে যাওয়া কমায়। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফেরায়। 

আরও পড়ুন- সংগীত সাধনার অনন্য গুরু, ১৬৩তম জন্মদিনে স্মরণে ওস্তাদ আলাউদ্দিন খাঁ!

মেহেন্দি চুলে স্বাভাবিক রং নিয়ে আসে। চুলের পিএইচ ব্যালান্স বজায় রাখে। এছাড়াও, খুশকি প্রতিরোধ করে এবং চুলকে ঘন করে তোলে। এই রেমেডি সম্পূর্ণ প্রাকৃতিক হলেও, প্রথমবার ব্যবহারের আগে ত্বকে অ্যালার্জি টেস্ট করুন। কোনও অস্বস্তি বা চুলকানি হলে সঙ্গে সঙ্গে বন্ধ ব্যবহার বন্ধ করুন। রাসায়নিক ছাড়া পাকা চুল কালো করার কায়দা এখন বেশ জনপ্রিয়।

এই সহজ জিনিস দিয়েই আপনি খুব অল্প খরচে চুলে নতুন প্রাণ আনতে পারবেন। শুধু একটু ধৈর্য আর নিয়মিত যত্ন দরকার। মনে রাখবেন, এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো চিকিৎসা পরামর্শ নয়। চুল বা ত্বক সংক্রান্ত সমস্যা থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।