Natural Hair Dye: মাত্র একবার ব্যবহার করুন, সাদা চুল কখন কালো হয়ে গেছে, বুঝতেই পারবেন না!

Natural Hair Dye: অকালপক্ক চুল নিয়ে চিন্তিত? বাজারের কেমিক্যাল হেয়ার কালারের বদলে ঘরোয়া কায়দায় বানান হেয়ার ডাই। চুলকে হবে স্বাস্থ্যে ভরপুর, ঘন কালো।

Natural Hair Dye: অকালপক্ক চুল নিয়ে চিন্তিত? বাজারের কেমিক্যাল হেয়ার কালারের বদলে ঘরোয়া কায়দায় বানান হেয়ার ডাই। চুলকে হবে স্বাস্থ্যে ভরপুর, ঘন কালো।

author-image
IE Bangla Web Desk
New Update
Natural Hair Dye

Natural Hair Dye: ভেষজ হেয়ার ডাই।

Natural Hair Dye: আজকাল অল্প বয়সেই অনেকের চুল পেকে যাচ্ছে। আগে যেখানে ৩০ বা ৪০ বছর বয়সে চুল পাকা শুরু হত, এখন ১৮–২৫ বছর বয়সি তরুণদের মধ্যেও চুলের অকালপক্বতার সমস্যা দেখা দিচ্ছে। মূলত জেনেটিক কারণ, মানসিক চাপ, অপুষ্টিকর খাদ্যাভ্যাস, জীবনযাপনের নানা সমস্যার কারণে মেলানিন উৎপাদন কমে গিয়ে চুল সাদা হয়ে যাচ্ছে। এর ফলে শুধু সৌন্দর্য নয়, অনেকের আত্মবিশ্বাসেও প্রভাব পড়ছে।

বাজারি হেয়ার কালার

Advertisment

চুল কালো করতে বাজারে নানা ব্র্যান্ডের হেয়ার কালার বা ডাই পাওয়া যায়। কিন্তু এসব প্রোডাক্টে থাকে অ্যামোনিয়া, প্যারাফেনিলিন ডায়ামিন (PPD), সালফেট ইত্যাদি কেমিক্যাল যা চুলের গোড়া দুর্বল করে দেয়, খুশকি তৈরি করে এবং দীর্ঘমেয়াদে চুল পড়ার সমস্যা বাড়িয়ে তোলে। তাই এখন অনেকেই কেমিক্যাল মুক্ত ভেষজ হেয়ার ডাইয়ের দিকে ঝুঁকছেন।

আরও পড়ুন- চলতি ঋতুতে আপনার কি কাশি বেড়েছে? সিরাপ নয়, এই ঘরোয়া কায়দাতেই সারান চটপট

এবং

Advertisment

আরও পড়ুন- পথকুকুরের অবাক করা যাত্রা, নিজের স্টেশন চিনে ট্রেনে ওঠা-নামা, বিস্মিত নেটিজেনরা!

আপনি চাইলে ঘরেই সহজে ভেষজ হেয়ার ডাই বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রয়োজন হবে কিছু জিনিস, যা ঘরেই পাওয়া যায়। সেগুলো হল- কালো জিরা – ২ টেবিল চামচ, চা গুঁড়ো – ১ ১/২ টেবিল চামচ, জবা পাতা – ৩টি, গিনি ঘাস – ৪টি, মেহেন্দির গুঁড়ো – ২ টেবিল চামচ, জল – প্রয়োজনমত। প্রথমে একটি প্যানে কালোজিরা ভেজে নিন। যখন তাপে ফাটতে শুরু করবে, তখন তাতে চা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভাজুন। উনুন থেকে নামিয়ে ঠান্ডা হলে ওই মিশ্রণ ভালোভাবে গুঁড়ো করুন। জবা আর গিনি ঘাস সামান্য জল দিয়ে পিষে রস বের করুন। একটি লোহার কড়াইতে মেহেন্দি গুঁড়ো নিয়ে তাতে কালোজিরা–চায়ের মিশ্রণ আর পাতার রস মেশান। পেস্টের মত থকথকে হয়ে গেলে ওভাবে সারা রাত রেখে দিন। 

আরও পড়ুন- শহরের সেরা রেস্তোরাঁর কায়দায় বিরিয়ানি রাঁধুন বাড়িতেই, দেখুন রেসিপি!

এবং 

আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, সুভাষচন্দ্র বসুর স্বপ্নের মহাজাতি সদনকে বাস্তব রূপ দেন বিধান রায়

পরের দিন ব্রাশ বা হাত দিয়ে এই মিশ্রণটি চুলে লাগান। একঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। চাইলে চা পাতার জল দিয়ে মাথা ধুলে চুল হবে আরও উজ্জ্বল এবং মসৃণ। এই ভেষজ হেয়ার ডাই চুল কালো করে, চুলের অকালপক্বতা রোধ করে। রাসায়নিক মুক্ত, তাই চুলের ক্ষতি হয় না। চুলে পুষ্টি জোগায়, ভাঙন ও চুল পড়া কমায়। নিয়মিত ব্যবহারে চুল হয় ঘন, মজবুত আর উজ্জ্বল। চুল আমাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর যত্ন নেওয়া জরুরি। বাজারি কেমিক্যালের বদলে ঘরোয়া ভেষজ হেয়ার ডাই ব্যবহার করলে চুল যেমন নিরাপদ থাকবে, তেমনি স্বাভাবিকভাবেই হবে কালো আর স্বাস্থ্যকর।

natural Hair Dye