Skincare Remedies: আমাদের সবারই কমবেশি ত্বকের সমস্যা রয়েছে। কেউ তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল ও ব্রণর কারণে সমস্যায় পড়েন। আবার কেউ শুকনো ত্বকে রুক্ষতা, টান এবং অস্বস্তিতে ভোগেন। কিন্তু জানেন কি, ঘরোয়া কিছু প্রাকৃতিক প্রতিকার আছে যা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে পরিষ্কার, মসৃণ এবং প্রাণবন্ত? মোদ্দা কথাটা হল, তৈলাক্ত এবং শুকনো ত্বক—এই দুই ধরনের ত্বকের জন্যই আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। নীচে দুই ধরনের ত্বকের জন্য সেরা কিছু ঘরোয়া প্রতিকারের কথা বলা হল, যা সহজে ঘরেই তৈরি করা যায়।
তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া প্রতিকার
লেবু: লেবুতে রয়েছে ভিটামিন সি (C) এবং সাইট্রিক অ্যাসিড, যা ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে সতেজ রাখবে।
ব্যবহারবিধি: ১ চামচ লেবুর রস ও ১ চামচ ডিস্টিলড ওয়াটার মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই লেবুর রস এবং ডিস্টিলড ওয়াটার রেমেডি ব্যবহার করুন।
শসা: ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকে ঠান্ডাভাব বজায় রাখতে শশার গুরুত্ব অপরিসীম।
ব্যবহারবিধি: শশা পাতলা করে কেটে মুখে ঘষুন। রাতে মুখে লাগিয়ে রাখুন। সকালে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রে আরও ভালো ফল মিলবে।
আরও পড়ুন- এই মশলামাখানো কলাভাজা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, হাত চাটবেন!
শুকনো ত্বকের জন্য ঘরোয়া প্রতিকার
মধু: মধু হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি ত্বককে গভীরভাবে হাইড্রেট করে।
ব্যবহারবিধি: মুখে খাঁটি মধু লাগান। কমপক্ষে ৫-১০ মিনিট ওই মধুর প্রলেপ রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪ দিন এটা করলে ভালো ফল মিলবে।
অ্যালোভেরা (ঘৃতকুমারী): অ্যালোভেরা শুকনো এবং তৈলাক্ত উভয় ত্বকের জন্যই উপকারী।
ব্যবহারবিধি: মুখে ফ্রেশ অ্যালোভেরা জেল লাগান। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা লাগালে ত্বক সকালে নরম এবং হাইড্রেটেড থাকবে।
আরও পড়ুন- ঝলমলে চুলের জন্য ব্যবহার করুন ঘরোয়া জিনিস, ফলো করুন ৫ দুর্দান্ত টিপস
শুকনো এবং তৈলাক্ত উভয় ত্বকের জন্যই
ওটস: ত্বকের মৃত কোষ দূর করে ওটস, হ্রাস করে শুষ্কতা।
ব্যবহারবিধি: জল বা দুধে কিছুটা ওটস ভিজিয়ে থকথকে করে তুলুন। এরপর ১৫ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি মৃদু মুখ ঘষার জিনিস হিসেবেও কাজে দেবে।
আরও পড়ুন- চুল ৪০-এও শক্তপোক্ত, ভক্তদের জন্য সিক্রেট ফাঁস বলিউডের রানি করিনার
ঘরোয়া টিপস জেনে নিন
প্রতিদিন পরিষ্কার জল পান করুন। মুখ দিনে ২ বার ধুয়ে ফেস টাওয়েল দিয়ে আলতো করে মুছে নিন। সূর্যের আলোতে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন। সপ্তাহে একদিন মুখ মুছে নিন। কখনও মুখে মেকআপ নিয়ে ঘুমাবেন না।
আরও পড়ুন- চুল পড়ছে? সপ্তাহে একবার লাগান অ্যালোভেরা হেয়ার মাস্ক, মিলবে দুর্দান্ত ফল
মনে রাখতে হবে যে, ত্বকের ধরন বুঝে যত্ন নিলে অনেক সমস্যারই সমাধান হতে পারে। বাজারের রাসায়নিক প্রোডাক্টের বদলে ঘরোয়া প্রাকৃতিক রেমেডি ব্যবহার করলে, সেটা হবে অনেক বেশি কার্যকর এবং নিরাপদ। যা সহজেই তৈলাক্ত এবং শুকনো ত্বকের সমস্যা মেটাবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের।