/indian-express-bangla/media/media_files/2025/10/21/netaji-and-azad-hind-fauz-2025-10-21-22-22-18.jpg)
Azad Hind Government: ৮২ বছর পূর্ণ হল আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার।
Netaji and Azad Hind Government: ১৯৪৩ সালের ২১ অক্টোবর। সিঙ্গাপুরের রাজপথ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল। সেই দিনটি শুধু সিঙ্গাপুর নয়, অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে আছে। এই দিনেই ভারতমায়ের শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন। তিনি ছিলেন সেই সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী — অর্থাৎ পুরো স্বাধীন ভারতের প্রথম সরকারপ্রধান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভাঙার জন্য নেতাজি রূপ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। সেই ফৌজেরই রাজনৈতিক রূপ ছিল আজাদ হিন্দ সরকার। নেতাজি ডাক দিয়েছিলেন, 'দিল্লি চলো!' তাঁর নেতৃত্বে শুরু হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লব। এই সরকার কেবল প্রতীকী ছিল না— ছিল কার্যকর স্বাধীন সরকারের সূচনা।
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
আন্তর্জাতিক স্বীকৃতি ও গুরুত্ব
তৎকালীন বিশ্বের ১১টি শক্তিধর দেশ আজাদ হিন্দ সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। তার মধ্যে ছিল— জাপান, জার্মানি, ইতালি, থাইল্যান্ড, চিন। এই সরকার নিজের মুদ্রা, ব্যাংক এবং ডাকটিকিট চালু করেছিল। যা ছিল এক বাস্তব স্বাধীন সরকারের রূপরেখা। যা, কেবল ঘোষণায় সীমাবদ্ধ ছিল না। নেতাজির কয়েক লক্ষ ভারতীয় যুবক যুক্ত হয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে। তিনি বলেছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।' এই স্লোগান শুধু ভারত নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে স্বাধীনতার আগুন ছড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন- আগম থেকে পাতালকালী, শ্যামাপুজোয় কালীময় শাক্ত-বৈষ্ণব ধারার মিলনপুরী শান্তিপুর!
অনেকে বলেন, নেতাজfর যুদ্ধাভিযান ও আজাদ হিন্দ সরকারের অস্তিত্বের কারণেই ব্রিটিশ সাম্রাজ্য বুঝেছিল যে ভারতের ওপর শাসন আর টেকানো সম্ভব নয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও, স্বাধীনতার বাস্তব ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৪৩ সালের এই দিনেই। সেটা ছিল ২১ অক্টোবর। আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসই তাই অনেক ইতিহাসবিদের মতে, ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস। আজ, ২১ অক্টোবর ২০২৫— ঠিক ৮২ বছর পূর্ণ হল আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার।
আরও পড়ুন- পঞ্জিকায় ২২ না ২৩ অক্টোবর, ভাইফোঁটা কবে? ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কখন?
নেতাজি বিশ্বাস করতেন, একতা, আত্মত্যাগ ও শৃঙ্খলাই জাতির শক্তি। তাঁর সেই ভাবনা আজও ভারতের প্রতিটি তরুণের জন্য অনুপ্রেরণা। স্বাধীনতার ৮২ বছর পরেও তাঁর বার্তা আমাদের মনে করিয়ে দেয় — প্রকৃত দেশপ্রেম মানে কর্ম, ত্যাগ ও নিষ্ঠা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us