Poyla Boishakh 2025: বাংলা নববর্ষ উপলক্ষে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা (message) পাঠানোর রীতি কেমন হওয়া উচিত, তা নিয়ে ধন্দে পড়েন অনেকেই। বিশেষ করে বাংলায় বার্তা পাঠানোর চল ইদানিং কমেছে। মহানগরীর মানুষদের মধ্যে তো বটেই শহরতলিতেও দেখা যাচ্ছে একই ছবি। শুধু তাই নয়, একজন মানুষের সমাজের বিভিন্নস্তরে যোগাযোগ রয়েছে। সেই সব স্তরে এক ভাষায় নববর্ষের শুভেচ্ছাবার্তা পাঠানোও যায় না। এই পরিস্থিতিতে আমরা নববর্ষের শুভেচ্ছাবার্তার নমুনা তুলে ধরলাম। এই বার্তাগুলো ঘনিষ্ঠদের পাঠানো যায়। নীচে সেই সব বার্তাগুলো দেওয়া হল।
সাধারণ শুভেচ্ছা বার্তা (যা সবাইকেই পাঠানো যায়)
- শুভ নববর্ষ! নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি আর সমৃদ্ধি।
- নতুন বছরে নতুন শুরু! নববর্ষের প্রথম দিনে আপনাকে জানাই প্রাণভরা শুভেচ্ছা এবং ভালোবাসা।
- পয়লা বৈশাখে রইল প্রীতি এবং শুভেচ্ছা! আপনার দিন হোক আরও রঙিন, মধুর এবং আনন্দময়।
- শুভ নববর্ষ ১৪৩২! চলুন ভুলি পুরোনো গ্লানি, নতুন আশা বুকে এগিয়ে যাই নতুন দিনের পথে।
- নতুন বছরে জানাই প্রণাম এবং শুভেচ্ছা! আপনার জীবন হোক সাফল্য এবং খুশিতে ভরপুর।
- শুভ নববর্ষ! নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
- ১৪৩২ বঙ্গাব্দের প্রভাতে জানাই হৃদয়ভরা শুভেচ্ছা, শুভ নববর্ষ!
- নতুন বছরে নতুন ভোর, আলোয় ভরে যাক আপনার জীবন– শুভ নববর্ষ!
আরও পড়ুন- পয়লা বৈশাখের সকালে করুন এই কাজগুলো, সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি উপচে পড়বে
সহকর্মীদের জন্য শুভেচ্ছাবার্তা
- আপনার কর্মজীবন ভরে উঠুক সাফল্য আর স্বীকৃতিতে, শুভ নববর্ষ!
- এই নতুন বছরে আপনার প্রত্যেক উদ্যোগ যেন সফল হয়, সেই শুভেচ্ছাই জানাই।
- কাজের মধ্যেই খুঁজে পান নতুন অনুপ্রেরণা এবং শান্তি, শুভ নববর্ষ ১৪৩২।
- আগামী দিনগুলোয় অশেষ উন্নতি হোক আপনার কর্মজীবনে, শুভ নববর্ষ!
- নতুন বছরে আপনার পেশাগত জীবন হোক আরও সমৃদ্ধ।
আরও পড়ুন- ১৪৩২ না ১৪৩৩, পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে কততম বছর হবে জানেন?
প্রিয়জনকে বার্তা
- তোমার হাত ধরেই পেরোতে চাই ১৪৩২, শুভ নববর্ষ
- এই নববর্ষে, জীবনের প্রতিটি মুহূর্তে শুধু তোকেই চাই
- তুমি পাশে থাকলে আমার বছর শুরু হয় ভালোবাসায়, শুভ নববর্ষ!
- নতুন বছরে আমাদের প্রতিটি দিন শুরু হোক একসঙ্গে, রইল শুভেচ্ছা
- তোমার হাসিই আমার নতুন বছরের উপহার, জানাই ভালোবাসা
আরও পড়ুন- ১২ বছর পর কাছাকাছি সূর্য ও বৃহস্পতি, ৩ রাশির 'আচ্ছে দিন' শুরু, চাকরি-ব্যবসায় বিরাট লাভের যোগ
সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার জন্য
- মঙ্গলদীপে জ্বলে উঠুক নতুন আশার আলো, শুভ নববর্ষ
- আলোকিত হোক ১৪৩২, সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা
- বাঙালির নতুন বছরে রইল আন্তরিক শুভেচ্ছা
- খুশিতে ভেসে যাক নতুন বছর
- বাংলা নববর্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনাকে
- আপনাকে এবং আপনার পরিবারকে জানাই নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা
আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি
এছাড়াও কবিতার মাধ্যমে, অর্থাৎ কবিতার লাইন তুলে, শুভকামনার সঙ্গে আশীর্বাদ জানিয়ে, ঘনিষ্ঠদের হাসিমুখ দেখতে চাওয়ার বার্তা দিয়েও শুভেচ্ছাবার্তা দেওয়া যায় বাংলা নতুন বছরের শুরুতে।