Rosemary Oil for Hair Growth: চুল পড়া বন্ধ করবে এই তেল! রোজমেরি অয়েলের ৩টি উপকারিতা ও ব্যবহার পদ্ধতি জানালেন বিশেষজ্ঞ

Rosemary Oil for Hair Growth: চুল পড়া ও নতুন চুল গজানোর জন্য রোজমেরি তেল অত্যন্ত কার্যকরী। চর্মরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, কীভাবে এই তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে। জেনে নিন রোজমেরি তেল ও রোজমেরি জল ব্যবহারের উপায়।

Rosemary Oil for Hair Growth: চুল পড়া ও নতুন চুল গজানোর জন্য রোজমেরি তেল অত্যন্ত কার্যকরী। চর্মরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, কীভাবে এই তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে ও চুল পড়া কমে। জেনে নিন রোজমেরি তেল ও রোজমেরি জল ব্যবহারের উপায়।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Oil for Hair Growth

Oil for Hair Growth: রোজমেরি তেলের উপকারিতা বিরাট।

Rosemary Oil for Hair Growth: চুল পড়া এখন সর্বজনীন সমস্যা হয়ে উঠেছে। সববয়সি মানুষই চুল পড়ার সমস্যায় ভুক্তভোগী। এই পরিস্থিতিতে কী দিয়ে চুল পড়ার সমস্যা দূর করা যায়, সেটাই অনেকের কাছেই চিন্তার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে বড় অস্ত্র হতে পারে এক নির্দিষ্ট তেল। প্রশ্ন হল, চুলের বৃদ্ধির জন্য কোন তেল সবচেয়ে ভালো? এনিয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অঙ্কুর সারিন একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, কোন তেল চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়। 

Advertisment

সবচেয়ে বড় কথা এটা সম্পূর্ণ ঘরোয়া কায়দা। এই কায়দার প্রতি মহিলাদের আগ্রহ দীর্ঘদিনের। মহিলারা চুল বড় করতে হামেশাই নানা ধরনের তেল ব্যবহার করেন। তাঁরা চুলের বৃদ্ধির জন্য বাড়িতে ২-৩ ধরনের তেল ব্যবহার করেন। কিন্তু, এটা বোঝা জরুরি যে সব ধরনের তেল চুলের জন্য সমান উপকারী না। মনে রাখতে হবে যে, মাথার ত্বকে প্রতিটি তেলের প্রভাব আলাদা। সেকথা মাথায় রেখেই বিভিন্ন ধরনের তেলের পরিবর্তে বিশেষজ্ঞরা নির্দিষ্ট তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন- এইরকম ১০ ভুল কায়দায় চলছে ওজন কমানোর চেষ্টা, সতর্কবার্তা ফিটনেস কোচের

Advertisment

চিকিৎসকরা জানিয়েছেন যে, চুলের বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো হল রোজমেরি তেল। রোজমেরি একটি নিরাময়কারী ভেষজ। এটি আকছার রান্না, পরিষ্কারের প্রয়োজনে এবং স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। চুল পড়া আটকাতে এবং চুলের বৃদ্ধিতেও রোজমেরি তেল চুলে লাগানো যেতে পারে। এই রোজমেরিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য। পাশাপাশি এটি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যেও সমৃদ্ধ।

আরও পড়ুন- এই সময়ের মধ্যে খান রাতের খাবার, ৩০ দিনের মধ্যে শরীর যাবে বদলে!

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রোজমেরি তেল মাথায় লাগালে ত্বকের চুলকানি কমে। এটি হেয়ার মাস্কের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তেল ছাড়াও রোজমেরি পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী। এই পাতাগুলি থেকে রোজমেরি জল তৈরি করা যেতে পারে।

আরও পড়ুন- কেনার দরকার নেই! চাল ধোওয়া জলে বাড়িতেই বানান দুর্দান্ত এই ফেসওয়াশ, উজ্জ্বলতা ঠিকরে পড়বে

কীভাবে তৈরি করবেন রোজমেরি তেল?

আরও পড়ুন- মাত্র ১০ মিনিটে বিশ্বের প্রথম হার্মিস বার্কিন ব্যাগ বিক্রি হল ৮৫ কোটি টাকায়! নিলামে, হুলুস্থুল কাণ্ড

রোজমেরি তেল সাধারণত সরাসরি চুলে লাগানো হয় না। অন্য একটি তেলের সঙ্গে মিশিয়ে এটি চুলে লাগানো হয়। আধ ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলতে হয়। শুধু তেলই না। রোজমেরি জল তৈরিও খুব সহজ। শুকনো রোজমেরি পাতা জলে ডুবিয়ে ফুটিয়ে নিতে হয়। রোজমেরি জল ১৫ মিনিট ফুটানোর পর, ওই জল ঠান্ডা করে ছেঁকে নিতে হয়। এর পরে, স্প্রে বোতলে ভরে চুলে স্প্রে করতে হয়। এক থেকে দেড় ঘন্টা চুলে লাগানোর পর, চুল ধুয়ে ফেলতে হয়।

hair oil Growth