Face Pack: টমেটোর সঙ্গে এই গুঁড়োতেই ত্বক করবে ঝকঝকে! ৬ টিপসে মুখ ভরবে উজ্জ্বলতায়

Seaweed Face Pack: ত্বকে কালচে দাগ, ব্রণ, অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে উজ্জ্বলতা আনুন। ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। বানাবেন কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।

Seaweed Face Pack: ত্বকে কালচে দাগ, ব্রণ, অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে উজ্জ্বলতা আনুন। ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। বানাবেন কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Face Pack 1

Seaweed Face Pack: সামুদ্রিক শৈবাল দিয়ে ফেস প্যাক।

Seaweed Face Pack: রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার এখন নতুন ট্রেন্ড নয়, বরং প্রয়োজন। বাজারে নানা রকম কেমিক্যাল ফেসপ্যাকের ভিড়ে, আপনি যদি এমন কিছু চান যা ঘরোয়া এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন হয়—তাহলে সামুদ্রিক শৈবাল বা কেল্প ফেস প্যাক হতে পারে এক অসাধারণ সমাধান।

Advertisment

ফেসপ্যাকের অসাধারণ সমাধান

সামুদ্রিক শৈবাল কেন ত্বকের জন্য ভালো?  

Advertisment

সামুদ্রিক শৈবাল বা কেল্পে রয়েছে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বক উজ্জ্বলকারী উপাদান। এটি শুধু কালচে দাগ দূর করে না, ব্রণ ও অয়েল কন্ট্রোলেও কার্যকরী।

আরও পড়ুন- প্রকৃতির সবচেয়ে রঙিন ১০টি পোকা, যাদের দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা

Face Pack 2

এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি সামুদ্রিক শৈবাল ও অন্যান্য উপাদান দিয়ে নিজের হাতে বানিয়ে নিতে পারেন ৬টি শক্তিশালী DIY ফেসপ্যাক।

টমেটো ও কেল্প ফেসপ্যাক  

উপকরণ: ১ চা চামচ কেল্প ময়দা, ১ চা চামচ টমেটোর রস, ১ চা চামচ দই। পদ্ধতি: সব উপকরণ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি কালো দাগ ও পিগমেন্টেশন দূর করে।

আরও পড়ুন- উপবাসে ওজন কমলেও বাড়ে গ্যাস, মাথাব্যথা! কোন ভুলে হয় বিপদ, জানিয়েছেন বিশেষজ্ঞ

Face Pack 4

ওটমিল ও মধু স্ক্রাব  

উপকরণ: ৩ চা চামচ কদমওয়ার, ১.৫ চা চামচ ওটস, ১ চা চামচ মধু, ১ চা চামচ হলুদ, ২ চা চামচ দই। পদ্ধতি:  
মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষুন বা স্ক্রাব করুন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ ও দাগহীন।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল, ফ্যাক্ট চেকিংয়ে সামনে এল সত্যিটা!

Face Pack 3

সামুদ্রিক শৈবাল ও জলপাই তেলের ফেসপ্যাক  

উপকরণ: ২ চা চামচ বেসন, ১ চা চামচ জলপাই তেল, এক চিমটি হলুদ, সামান্য লেবুর রস। পদ্ধতি: মিশিয়ে মুখ ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বক নিশ্চিত।

আরও পড়ুন- বর্ষায় সাদা জুতো বারবার নোংরা হচ্ছে? এই টিপসে বিনা ঝামেলায় জুতো নতুনের মত ঝকঝকে করুন!

Face Pack 5

নারকেল দুধ ও অ্যালোভেরা ফেসপ্যাক  

উপকরণ: ২ চা চামচ নারকেল দুধ, ২ চা চামচ অ্যালোভেরা পাল্প। পদ্ধতি: মুখ ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রাখুন। ধুয়ে ফেলুন।

Face Pack 6

সামুদ্রিক শৈবাল ও পেঁপে ফেসপ্যাক  

উপকরণ: ১ চা চামচ কেল্প ময়দা, ১ চা চামচ পেঁপের পাল্প, ১ চা চামচ গোলাপ জল। পদ্ধতি: মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে দাগহীন ও উজ্জ্বল।

Face Pack 7

দই ও কেল্প ময়দা প্যাক  

উপকরণ: ২ টেবিল চামচ কেল্প ময়দা, ৩ টেবিল চামচ টক দই, এক চিমটি হলুদ। পদ্ধতি: মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এই প্যাক ত্বকের ট্যান দূর করতে ও ব্রণ হ্রাসে সহায়ক।

ত্বকের যত্নে কেল্প বা সামুদ্রিক শৈবাল একটি প্রাকৃতিক ব্লেসিং। আপনি যদি নিয়মিত বাইরে বের হন, মেকআপ ব্যবহার করেন কিংবা অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন, তবে এই প্যাকগুলি আপনাকে উজ্জ্বল ও সুস্থ ত্বক পেতে সাহায্য করবে।

face Seaweed Pack