Face Pack Remedy: সুন্দর ত্বকের জন্য আর বিউটি পার্লারে যাওয়ার দরকার পড়বে না। আপনি যদি ন্যাচারাল জিনিস দিয়ে ঘরেই ত্বকের যত্ন নিতে পারেন, তাহলে আর বিউটি পার্লারে যাবেনই বা কেন? এক্ষেত্রে সামুদ্রিক শৈবাল আর মধু মেশানো ঘরোয়া ফেসপ্যাক আপনার প্রয়োজন মেটাতে পারে। এই দু’টি জিনিস দিয়েই আপনি পেতে পারেন উজ্জ্বল আর দাগহীন মুখ।
কেন সামুদ্রিক শৈবাল?
সামুদ্রিক শৈবাল প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে আছে ভিটামিন এ (A), সি (C), ই (E)। এর পাশাপাশি এতে আছে গুরুত্বপূর্ণ মিনারেল। যা ত্বকের টিস্যুকে পুনরুজ্জীবিত করে। শৈবালের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা ত্বককে করে তুলতে পারে মসৃণ, টানটান আর উজ্জ্বল।
আরও পড়ুন- ৫টি প্রাণী ফুটন্ত গরমেও দিব্যি বেঁচে থাকে! জানেন তারা কারা, বেঁচে থাকেই বা কেমনভাবে?
মধু: প্রাকৃতিক হিউমেকট্যান্ট ও অ্যান্টিসেপটিক
মধু শুধু ত্বককে ময়েশ্চারাইজই করে না, এটি ব্রণ প্রতিরোধেও সাহায্য করে। ত্বকের কালো দাগ, ট্যান ও রুক্ষতা কমাতে মধু অত্যন্ত কাজের।
আরও পড়ুন- কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো খাওয়া কি শরীরের জন্য ভালো? কী বলছেন চিকিৎসক?
কী কী লাগবে?
-
সামুদ্রিক শৈবাল – ১ চা চামচ: আপনি চাইলে দোকান থেকে আনফ্রাইড শৈবাল কিনে ব্যবহার করতে পারেন। অথবা, নিজে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন।
-
মধু – ৩/৪ চা চামচ (ইচ্ছেমত): তবে মধুতে অ্যালার্জি থাকলে এটি বাদ দিন।
আরও পড়ুন- অতিরিক্ত বিশ্রামে বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা, মানা জরুরি সময়সীমা, বলছেন বিশেষজ্ঞ
কীভাবে ব্যবহার করবেন?
-
একটি ছোট বাটিতে সামুদ্রিক শৈবাল এবং মধু ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।
-
পরিষ্কার মুখে এটি লাগান। চোখ ও ঠোঁটে লাগাবেন না।
-
১০-১৫ মিনিট অপেক্ষা করুন।
-
এরপর আলতোভাবে ম্যাসাজ করে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- ওজন বাড়ায় এমন ৬ অভ্যাস, যা অজান্তেই বাড়াচ্ছে আপনার পেটের মেদ, শুনলে চমকে উঠবেন!
উপকারিতা:
-
ত্বক উজ্জ্বল ও টানটান দেখাবে
-
মুখের দাগ, কালচে ভাব ও ট্যান দূর করে
-
ত্বককে হাইড্রেট করবে, ত্বকের রুক্ষতা কমাবে
-
এই ফেসপ্যাকের নিয়মিত ব্যবহারে পার্লারে না গিয়েই ত্বকে ন্যাচারাল গ্লো আসবে
টিপস:
-
সপ্তাহে ২-৩ বার ব্যবহার করাই যথেষ্ট
-
শৈবাল ব্যবহারের পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে ব্যবহার বন্ধ করে দিন
-
প্যাক লাগানোর আগে স্কিন প্যাচ টেস্ট করে নিন
আর, এই সব কারণেই ত্বকের যত্নে যদি ন্যাচারাল এবং ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে চান, তবে সামুদ্রিক শৈবাল ও মধুর এই ঘরোয়া ফেসপ্যাক একবার ট্রাই করতে পারেন। নিজেই তফাৎটা বুঝতে পারবেন!