Instant Glow Face Pack: বাজারি কেমিক্যাল ছাড়াই মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা চাইলে আপনার ঘরেই আছে এক দারুণ ব্যবস্থা। সেটা হল সামুদ্রিক শৈবাল আর ঘৃতকুমারীর (অ্যালোভেরা) জেল। এই দু’টি জিনিস যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-এজিং ক্ষমতা ত্বককে করে তুলবে উজ্জ্বল, কোমল এবং টানটান।
কেন সামুদ্রিক শৈবাল ব্যবহার করবেন?
সামুদ্রিক শৈবাল বা কেল্পে আছে প্রাকৃতিক খনিজ, ভিটামিন এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি মৃত কোষ দূর করে, ত্বকের ছিদ্র পরিষ্কার করে, তৈলাক্ত ত্বক নিয়ন্ত্রণে সহায়তা করে, ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ফাইন লাইন এবং বলিরেখা কমায়।
আরও পড়ুন- বয়স হয়ে গেলে টাক পড়লে কি চুল আর গজায় না? কী বলছেন চিকিৎসক, জানুন বিস্তারিত
এই মিশ্রণটি তৈরি করতে মূলত লাগবে সামুদ্রিক শৈবাল, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই। তার মধ্যে ২ চা চামচ সামুদ্রিক শৈবালের গুঁড়ো বা কেল্প পাউডার ১ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এই মিশ্রণটি বানিয়ে নিন। সবগুলো মিশিয়ে একটা পেস্টের মত তৈরি করুন। শুকনো মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিন। প্রতি সপ্তাহে এটি ২ বার করে লাগাবেন।
আরও পড়ুন- বাজারে প্রচুর ওঠে, অনেকেই কেনেন না! প্রতিদিন সকালে ভেজানো ২টি ডুমুর খেলে শরীরে কী হয় জানেন?
সামুদ্রিক শৈবাল আর কীভাবে ব্যবহার করতে পারেন?
১. মুলতানি মাটি ও শৈবাল প্যাক
২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ সামুদ্রিক শৈবালের পাউডার ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
২. পেঁপে ও সামুদ্রিক শৈবাল প্যাক
১ টেবিল চামচ কেল্প বা সামুদ্রিক শৈবালের পাউডার, ১ টেবিল চামচ পেঁপে ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
৩. দই ও সামুদ্রিক শৈবাল প্যাক
২ চা চামচ দই, ১ চিমটি হলুদ, ২ চা চামচ সামুদ্রিক শৈবালের গুঁড়ো (কেল্প) মিশিয়ে মুখে লাগান। এটি ত্বককে ঠান্ডা করবে।
আরও পড়ুন- কপিল শর্মার ওজন ঝরার পিছনে ২১-২১-২১? কোন কৌশলে কমেডিয়ান ৬৩ দিনে হলেন ফিট, জানালেন ট্রেনার
৪. জলপাই তেল ও শৈবাল প্যাক
৩ চা চামচ সামুদ্রিক শৈবালের গুঁড়ো, ১ চিমটি হলুদ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক ময়শ্চারাইজ করবে।
৫. টমেটোর রস ও সামুদ্রিক শৈবালের গুঁড়োর মিশ্রণ
১ চা চামচ সামুদ্রিক শৈবালের গুঁড়ো ও ১ চা চামচ টমেটোর রস মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক থেকে কালচে ভাব দূর করবে।
আরও পড়ুন- এই প্রাণীগুলো মিলনের শেষে সঙ্গীকে খায়, জানুন ৮ ভয়ংকর জীবের কথা
পার্লারের কেমিক্যাল ব্যবহার না করে ঘরেই বানানো এই সামুদ্রিক শৈবাল আর অ্যালোভেরা প্যাক দিয়ে আপনি পেতে পারেন প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমল ত্বক। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক থাকবে ঝকঝকে, ফ্রেশ আর উজ্জ্বল।