Self-Charging Robot: এই রোবটটি নিজেই ব্যাটারি বদলায়! ২৪ ঘণ্টা কাজ করে একটানা, দেখুন Walker S2-এর অবিশ্বাস্য ভিডিও

Self-Charging Robot: চীনের Walker S2 রোবট নিজেই ব্যাটারি খুলে নতুন ব্যাটারি লাগায়। কোনও বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করে! দেখে নিন অসাধারণ সেই ভিডিও।

Self-Charging Robot: চীনের Walker S2 রোবট নিজেই ব্যাটারি খুলে নতুন ব্যাটারি লাগায়। কোনও বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা কাজ করে! দেখে নিন অসাধারণ সেই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
Robotics Techology

Robotics Techology: চীনের রোবট প্রযুক্তি।

Self-Charging Robotics Technology: চীনের রোবট নির্মাতা সংস্থা UBTECH Robotics সম্প্রতি এমন একটি রোবট তৈরি করেছে, যা নিজেই বুঝে যায় কখন তার ব্যাটারির শক্তি কমে গেছে এবং সে নিজেই সেই ব্যাটারি খুলে নতুন একটি ব্যাটারি লাগিয়ে আবার কাজ শুরু করে। এই রোবটের নাম Walker S2 এবং এটি দেখতে অনেকটা মানুষের মত।

Advertisment

কল্পনাকেও হার মানানো প্রযুক্তি

যদি ভাবেন, 'আমার মোবাইল ফোন নিজে নিজেই চার্জিং স্টেশনে যেত, ব্যাটারি খুলে চার্জে রাখত এবং নতুন ব্যাটারি লাগিয়ে আবার কাজ করত, কেমন হত?' এটা আপনার কাছে অলীক কল্পনা মনে হলেও কিন্তু, বাস্তব। আর সেই বাস্তবটি ঘটিয়েছে চিনের এক অত্যাশ্চর্য রোবট।

Advertisment

আরও পড়ুন- রাখী বন্ধনে নিজের হাতে বানান নারকেলের লাড্ডু, মিষ্টিমুখ করান ভাইকে!

কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

Walker S2 একটি ডাবল ব্যাটারি সিস্টেম ব্যবহার করে। এতে দুটি ব্যাটারি থাকে— একটি কাজের জন্য এবং অন্যটি পরিবর্তনের জন্য। যখন এক ব্যাটারির চার্জ ফুরিয়ে আসে, তখন রোবট নিজে থেকেই কোনও ব্যাটারি রিপ্লেসমেন্ট স্টেশনে চলে যায়। প্রথমে, সে তার হাত দিয়ে ব্যাক সাইড থেকে পুরনো ব্যাটারি খুলে ফেলে। এরপর স্টেশনের তাক থেকে নতুন ব্যাটারি নিয়ে সেট করে নেয়। পুরনো ব্যাটারিটি চার্জিংয়ের জন্য রেখে আসে। ব্যাটারি বদল করতে মাত্র কয়েক মিনিট সময় নেয় এই রোবট। এর পর সে যথারীতি না থেমে নিজের কাজ শুরু করে দেয়।

আরও পড়ুন- চুল পাকা ও পড়া আটকাতে ব্যবহার করুন এই হেয়ার সিরাম, বানান বাড়িতেই!

নিজে সিদ্ধান্ত নেয়!

এই রোবটটি কেবল শরীরচর্চার মতই কাজ করে না, বরং তার ভিতরের সফটওয়্যার বুঝে ফেলে কখন ব্যাটারি কমে গেছে এবং তখন কী-ই বা করতে হবে। এটি অনেকটা মানুষের মতই— যেমন মানুষ ক্ষুধা পেলে নিজের থেকেই খাবার খায়, Walker S2 তেমনই নিজের থেকেই নিজেকে রিচার্জ করে নেয়।

আরও পড়ুন- এই প্রোটিন ব্লক করলে বাড়তে পারে আয়ু, জানুন নতুন গবেষণার ফলাফল

ভিডিওতে যা দেখা গেছে

UBTECH Robotics একটি ইউটিউব ভিডিও শেয়ার করেছে, যেখানে Walker S2-এর এই পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রোবট ধীরে ধীরে স্টেশনে যাচ্ছে, একটি ব্যাটারি নিজ হাতে খুলছে, চার্জিং স্টেশনে ব্যাটারিতে রাখছে, সেখান থেকে নিয়ে নতুন ব্যাটারি লাগিয়ে নিচ্ছে। এরপর কোনও কমান্ড ছাড়াই আবার কাজে ফিরে যাচ্ছে। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখে হাজারো প্রতিক্রিয়াও আসছে।

আরও পড়ুন- একটুকরো কলকাতা এখন জাপানের ফুকুওকায়! মাটির থালায় পাবেন করলা ভাজা থেকে পুঁইশাক, সবই

ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

ভিডিওটি দেখার পর নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, 'মানুষ যেভাবে খায় বা শ্বাস নেয়, রোবটও এখন সেভাবে নিজে নিজেই চলতে পারে— এটি কোনও নতুন কিছু নয়।।' আবার কেউ বলেছেন, 'একদিন শুধু রোবট থাকবে আর মানুষের কথা বইয়ে পড়ানো হবে!'

গাড়ির প্রযুক্তির মতই আধুনিকতা

এই সিস্টেমটি চীনের কিছু ইলেকট্রিক গাড়ির ব্যাটারি বদলানো প্রযুক্তির মত— যেখানে চার্জ দেওয়ার বদলে ব্যাটারি পালটে ফেলা হয়। এইভাবে সময় বাঁচে এবং কর্মক্ষমতাও বাড়ে। 

ভবিষ্যতের ইঙ্গিত?

Walker S2-এর এই প্রযুক্তি রোবটিক্স জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভবিষ্যতে হয়তো সকল সার্ভিস রোবট বা প্রোডাকশন ইউনিটগুলোতে এই প্রযুক্তি ব্যবহৃত হবে — যেগুলো সারাদিন চলবে কোনও বিরতি ছাড়াই, শুধু নিজে নিজেই ব্যাটারি বদলাতে পারবে।

Self-Charging Robot এখন আর শুধু সায়েন্স ফিকশন নয়। এটি বাস্তব। Walker S2 তার প্রমাণ। এটি ভবিষ্যতের এক নতুন পথ দেখাচ্ছে, যেখানে রোবট কেবল মানুষের সহকারি নয়, বরং এক স্বয়ংসম্পূর্ণ (autonomous) কর্মী হয়ে উঠছে।

Robotics technology