Funniest Railway Stations: আজব নামের রেল স্টেশন! শুনলেই চমকে যান অনেকে, হেসে ওঠেন বিদেশিরাও

India's funniest railway station names: ভারতে এমন কিছু রেলস্টেশন আছে যাদের নাম শুনলে হেসে ফেলবেন! দেখে নিন, সেই সব স্টেশনের অদ্ভুত নামগুলো।

India's funniest railway station names: ভারতে এমন কিছু রেলস্টেশন আছে যাদের নাম শুনলে হেসে ফেলবেন! দেখে নিন, সেই সব স্টেশনের অদ্ভুত নামগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update
Sealdah Railway Station: শিয়ালদহ রেলওয়ে স্টেশন

Sealdah Railway Station: শিয়ালদহ রেলওয়ে স্টেশন। (ফাইল ছবি)

Weirdest and Funniest Named Railway Stations: ভারতে (India) এমন অনেক রেলস্টেশন আছে যাদের নাম শুনলে অনেকে বুঝতেই পারেন না এটা রেল স্টেশন নাকি অন্যকিছু। ভারতীয় রেলওয়ের ইতিহাস দীর্ঘ। কিন্তু, তারপরও কিছু স্টেশনের অদ্ভুত নাম রীতিমতো হাসির রোল তোলে।

Advertisment

আজব এবং মজাদার নামের রেলস্টেশন:

১. বাপ (Bap) – রাজস্থান

হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্টেশনের নাম শুধুই 'বাপ'! অনেকে যা শুনে রসিকতা করে বলেন, 'সব স্টেশনের বাপ এইটাই!'

Advertisment

২. ভোজো (Bhojo) – আসাম

এই নাম শুনলে অনেকেরই ভোজন বা খাবার খাওয়ার কথা মনে হতে পারে। কিন্তু, এটা আসলে একটা রেল স্টেশনের নাম।

৩. পাতালপানি (Patalpani) – মধ্যপ্রদেশ

'পাতাল' শুনলেই দৈত্য, দানবের পৌরাণিক কথা মনে পড়তে বাধ্য। কিন্তু, পৃথিবীতেও যে পাতাল আর তার জল আছে, এই স্টেশনে না আসলে বোঝা দায়। তবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। 

৪. চিকনগাঁও (Chikna) – মহারাষ্ট্র

‘চিকনা’ মানে সুন্দর বা চকচকে। নাম শুনে অনেকেই মজা করেন, 'চিকন স্টেশনে নেমে সবাই চিকনা হয়ে যায় বুঝি!'

৫. সলসালাবাড়ি (Salsala Bari) – আসাম

নামের মধ্যেই একটা ছন্দ আছে! আর, এই কারণেই বেশ মজাদার মনে হয় অনেকের কাছেই।

৬. পানিপথ (Panipat) – হরিয়ানা

ঐতিহাসিক যুদ্ধের জন্য এই নামটা গোটা ভারত চেনে। কিন্তু, নাম শুনে মনে হয় যেন কোনও জলের রাস্তা। আদপেও কিন্তু, তা নয়।

৭. জাহাজ (Jahaj) – রাজস্থান

স্টেশনের নাম জাহাজ হলেও এখানে কোনও জাহাজ আসে না!

৮. দমদম (Dumdum) – পশ্চিমবঙ্গ

কলকাতার কাছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। কিন্ত, সচরাচর অব্যবহৃত শব্দের এই নামটা শুনে বিদেশিরাও হেসে ওঠেন।

৯. গুগল (Gugal) – কর্ণাটক

গুগলে সার্চ করেন না এমন নেটিজেন কম আছেন। সার্চ ইঞ্জিনের ইংরেজি বানানটা আলাদা হলেও উচ্চারণটা একই হওয়ায় মজা পান অনেকেই।

১০. নগিনা (Nagina) – উত্তরপ্রদেশ

শুনলেই মনে হয় যেন কোনও বলিউডি সিনেমা বা ভিলেনের সংলাপ! এটা আসলে একটা রেল স্টেশন।

১১. বিচ্চি (Bichhi) – মধ্যপ্রদেশ

এই স্টেশনের নাম শুনে অনেকেই অবাক হয়ে যান। এই স্টেশন রয়েছে মধ্যপ্রদেশে।

১২. রসগোল্লা (Rasgulla) – ওড়িশা

এমন একটি স্টেশন আছে যার নাম রসগোল্লা! মিষ্টির নামেই স্টেশনের নাম, ওড়িশায় রয়েছে এই স্টেশন।

১৩. নরকসরাই (Naraksarai) – বিহার

এই স্টেশনের নাম শুনে অনেকেই চমকে ওঠেন। আজব নামের এই রেল স্টেশন রয়েছে বিহারে।

আরও পড়ুন- গরমে রোজ টকদই খাচ্ছেন, জানেন শরীরে কী হতে পারে?

১৪. শরাব (Sharab) – উত্তরপ্রদেশ

শরাব মানে মদ! এখন যদি আপনার টিকিটে লেখা থাকে 'শরাব স্টেশন থেকে যাত্রা শুরু'! তবে তো লোকে হাসবেই।

আরও পড়ুন- গরমে সবাই ক্লান্তিতে ধুঁকছেন, পুষ্টির চাহিদা মেটাতে এই ১০ খাবার খাওয়ার পরামর্শ ডায়েটিশিয়ানদের

১৫. জলপাইগুড়ি রোড (Jalpaiguri Road)

এটা একটা রেল স্টেশন। স্থানীয় লোকজন রোড স্টেশন বলেন। স্টেশনের নাম আবার- রোড, ভাবা যায়!

আরও পড়ুন- রোদ থেকে ফিরে এই এক গ্লাস পানীয়! শীতল হয়ে যাবে শরীর

কেন এমন নাম?

অনেক সময় গ্রামের নাম অনুযায়ী স্টেশনের নামকরণ করা হয়। আবার কখনও ব্রিটিশ আমলের ভুল বানানও থেকে গিয়েছে। কিন্তু, আজও এই নামগুলোই চলছে। যা ভারতের রেল সংস্কৃতি ও বৈচিত্র্যেরই প্রতীক হয়ে উঠেছে।

আরও পড়ুন- রোজ সকালে খালি পেটে ছাতুর শরবত খাচ্ছেন! জানেন, শরীরে কী হতে পারে?

ভারতীয় রেল কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্যের ধারক এবং বাহক। এককথায় ভারতের লাইফলাইন। এইসব অদ্ভুত নামের রেলস্টেশনগুলি সেই লাইফলাইনেরই অংশ হিসেবে অপরিচিতদের মজা দিচ্ছে প্রতিদিন!

station rail India