/indian-express-bangla/media/media_files/2025/10/12/vastu-tips-for-eating-2025-10-12-03-44-29.jpg)
Vastu Tips for Eating: খাওয়ার বাস্তু টিপস।
Vastu Tips for Eating: আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় খাওয়ার সঠিক জায়গা নিয়ে ভাবি না। কাজের তাড়ায় কেউ অফিসে যাওয়ার আগে দাঁড়িয়ে খেয়ে নিই। কেউ আবার রাতে বিছানায় বসেই খাবার সেরে ফেলেন। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, এই অভ্যাস শুধুই অস্বাস্থ্যকরই নয়, জীবনে আনতে পারে নানা অশুভ প্রভাব।
বাড়ির ৫ স্থানে খাবার খেলে বাড়বে দুর্ভোগ
প্রাচীন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে—'যেখানে খাদ্য, সেখানে দেবতা।' অর্থাৎ, খাওয়ার সময় স্থানও পবিত্র হওয়া জরুরি। ঘরের কিছু জায়গায় বসে খেলে ভাগ্যের অবনতি ও আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। অনেকেই বেরোনোর আগে দরজার ধারে দাঁড়িয়ে তাড়াহুড়োয় কিছু খেয়ে নেন। বাস্তুশাস্ত্র মতে, এটি অত্যন্ত অশুভ। বাড়ির মূল দরজায় মা লক্ষ্মীর অধিষ্ঠান থাকে, আর সেখানে বসে খাওয়া মানে তাঁকে অসম্মান করা। এতে পরিবারের আর্থিক উন্নতি থেমে যেতে পারে। তাই খাবার টেবিল যেন কখনও দরজার মুখে বা রান্নাঘরের প্রবেশপথে না রাখা হয়।
আরও পড়ুন- এই ৫ সুস্বাদু খাবার কেবল ভারতেই মেলে, খেতে কিন্তু দুর্দান্ত!
ভক্তির স্থান মানে পূজার ঘর। দেবতার সামনে বসে ভোগ নয়, নিজের খাবার খাওয়াও নিষিদ্ধ বলে মনে করা হয়। এতে ঘরের সুখশান্তি নষ্ট হয়, এবং দেবতাদের আশীর্বাদ কমে যায়। তাই ঠাকুরঘরে বা পূজার ঘরের সামনে বসে খাওয়াদাওয়া থেকে বিরত থাকুন। অনেকেই টিভি দেখতে দেখতে বা ক্লান্ত শরীরে বিছানায় বসে খাবার খেয়ে থাকেন।
বাস্তুশাস্ত্র মতে, এটি একাধিক কারণে ক্ষতিকর। বিছানায় খেলে আর্থিক ক্ষতি, স্বাস্থ্যের অবনতি এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এমনকী এটি দাম্পত্য জীবনেও অশান্তির কারণ হতে পারে।
আরও পড়ুন- স্বাদে, গন্ধে খাসা! রবিবারই বানিয়ে ফেলুন মাংসের গরগরা
বাস্তু মতে, খাবার জায়গা যত পরিস্কার, ততই ঘরে আসবে সমৃদ্ধি। নোংরা বা অগোছালো জায়গায় খেলে মা লক্ষ্মী রুষ্ট হন বলেই মনে করা হয়। তাই খাবার টেবিল ও তার আশপাশের পরিবেশ সর্বদা পরিচ্ছন্ন ও গুছানো রাখা আবশ্যক। রান্নাঘরে গ্যাসের পাশে দাঁড়িয়ে খাওয়া অনেকের দৈনন্দিন অভ্যাস। কিন্তু এটি বাস্তুশাস্ত্র মতে অকল্যাণকর। রান্নাঘর হল অগ্নি তত্ত্বের স্থান, আর সেখানে বসে খাওয়াদাওয়া করলে মানসিক অশান্তি এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। খাবার সর্বদা আলাদা জায়গায় বসে, শান্ত মনে গ্রহণ করাই শ্রেয়।
আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে মুখ করে পরিষ্কার জায়গায় বসে খাওয়া শুভ। এতে শরীর ও মনে প্রশান্তি আসে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নত হয়, এবং মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায়।