/indian-express-bangla/media/media_files/2025/05/05/GXCnm8gMWye6Mzx1hF4M.jpg)
Women's Handbags: মহিলাদের হাতব্যাগ। (ছবি- প্রতীকী)
Women's Handbags: গরমে কোন হ্যান্ডব্যাগ ব্যবহার করবেন, সেটা একটা বড় ব্যাপার হয়ে ওঠে অনেক মহিলার কাছেই। একদিকে ফ্যাশনের সাথে তাল মেলানো, আরেকদিকে প্রয়োজন অনুযায়ী ব্যাগের হালকা ও টেকসই হওয়া জরুরি। এই কারণেই মেয়েরা এখন এমন কিছু হ্যান্ডব্যাগের দিকে ঝুঁকছেন যা দেখতে যেমন ভালো, ব্যবহারেও তেমনই সুবিধাজনক। এই প্রতিবেদনে রইল ২০২৫ সালের গরমে মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের ৫টি হ্যান্ডব্যাগের তালিকা।
তালিকাটি দেখুন:-
১. টোট ব্যাগ (Tote Bag)
/indian-express-bangla/media/media_files/2025/05/06/mLH4PSG9Sb2bRnHTbaKY.jpg)
সবচেয়ে বহুল ব্যবহৃত ব্যাগের মধ্যে একটি। এই ব্যাগে প্রচুর জায়গা থাকে। অফিস, কলেজ, এমনকী শপিংয়ের জন্য একেবারে পারফেক্ট। কাপড়ের টোট ব্যাগ গরমে হালকা থাকে এবং স্টাইলিশ লুক দেয়।
আরও পড়ুন- ঘর ঠান্ডা রাখুন AC ছাড়াই! এই ৭টি স্মার্ট টিপস আপনার লাইফ বদলে দেবে
২. মিনিমালিস্ট স্লিং ব্যাগ (Minimalist Sling Bag)
/indian-express-bangla/media/media_files/2025/05/06/SrfXxnMMNmUR6LhpaY1D.jpg)
যাঁরা হালকা ও সহজে বহনযোগ্য ব্যাগ চান, তাঁদের জন্য স্লিং ব্যাগ আদর্শ। এটি গরমকালে খুব জনপ্রিয় কারণ ক্রস-বডি করে ধরা যায় এবং হাত ফাঁকা থাকে। এছাড়া স্মার্টফোন, মানিব্যাগ, চাবি রাখার জন্য যথেষ্ট স্পেস থাকে।
আরও পড়ুন- সন্তান ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে? এই ৭টি সহজ কৌশলে কমবে মোবাইল আসক্তি!
৩. রাফিয়া বা স্ট্র ব্যাগ (Raffia/Straw Bag)
/indian-express-bangla/media/media_files/2025/05/06/paeuVVExRIv79QaVaMmY.jpg)
গরমকালের ট্রেন্ডি লুকের জন্য এই ব্যাগ দারুণ মানানসই। ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি এই ব্যাগগুলো ফ্যাশন ম্যাগাজিন ও ইনস্টাগ্রামে ট্রেন্ড করছে। হালকা ও ভিন্টেজ লুকের জন্য অনেকেই এখন এই ব্যাগ বেছে নিচ্ছেন।
আরও পড়ুন- গরমে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন? রোজ খেতে হবে এই ৫টি সুপারফুড!
৪. ব্যাকপ্যাক পার্স (Backpack Purse)
/indian-express-bangla/media/media_files/2025/05/06/0qzT0JZjlQIrQnePA6nw.jpg)
স্টাইল ও ইউটিলিটির সমন্বয় এই ব্যাগে পাওয়া যায়। গরমে হাঁটাচলা বেশি করতে হয়, তাই কাঁধে চাপ কমাতে এই ধরনের ব্যাগ সুবিধাজনক। এটি ছেলেমেয়েদের মধ্যে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন- গরমে ঘাম, চুল পড়া বেড়েছে? ঘরোয়া এই টোটকাগুলোই হতে পারে আপনার রক্ষাকবচ!
৫. প্যাস্টেল কালার হ্যান্ডব্যাগ (Pastel Colored Handbags)
গরমকালে হালকা রঙের হ্যান্ডব্যাগ বেশি চলে। ল্যাভেন্ডার, মিন্ট, পিচ, বেবি পিঙ্ক রঙের ব্যাগ এখন ট্রেন্ডিং। যে কোনও ড্রেসের সঙ্গে মানিয়ে যায় এই সব ব্যাগ এবং লুককেও করে তোলে আরও কুল।
/indian-express-bangla/media/media_files/2025/05/06/VmtmTL06RiZiK3Nmhc7C.jpg)
গরমে ব্যাগ (Summer handbags) কেনার সময় শুধু ফ্যাশনের (Fashion) কথা ভাবলেই হবে না, সঙ্গে দেখতে হবে ব্যাগটি হালকা, আরামদায়ক এবং প্রয়োজনীয় জিনিস বহনের উপযুক্ত কি না। আজকের মেয়েরা যেমন স্মার্ট, তেমনই তাঁদের পছন্দেও স্টাইলের সাথে যুক্ত হচ্ছে ফাংশনালিটি। আপনি কোন ব্যাগ পছন্দ করছেন এই গরমে? সেটাই কিন্তু, হতে চলেছে আপনার ফ্যাশনের স্ট্যাটাস।