Tiger vs Leopard Fight: 'বাঘ বনাম চিতা'—শিকারী প্রাণীদের জগতে সবচেয়ে কৌতূহল এই দুই ভয়ংকর যোদ্ধার লড়াইকে ঘিরে! যদিও প্রকৃতিতে তারা পরস্পরের শত্রু নয়, কিন্তু কখনও কখনও পথ এক হওয়ায় সংঘর্ষও হয়। তাতেই প্রশ্ন উঠতে বাধ্য, যদি কখনও উভয়ের মধ্যে ফাইট হয়, কে জিতবে? চলুন, তা দেখা যাক।
বাঘ আর চিতার ক্ষমতার তুল্যমূল্য বিচার
আকারের ফারাক
বাঘের দৈর্ঘ্য প্রায় ২.৪–৩ মিটার (নাক থেকে লেজ), আর ওজন ১৮০–২৫৮ কেজি। বহু বাঘের ওজন ৩০০ কেজি ছুঁয়ে ফেলে। চিতা বা লেপার্ড দৈর্ঘ্যে ১.১–১.৯ মিটার, ওজন ৩০–৮০ কেজি। অর্থাৎ, ওজনের দিক থেকে চিতার চেয়ে বাঘ প্রায় ৩–৫ গুণ ভারী।
আরও পড়ুন- মাত্র একবার টমেটোর সঙ্গে এই গুঁড়োটি লাগালেই ত্বক হবে উজ্জ্বল! জানুন সামুদ্রিক শৈবালের ৬টি রূপচর্চার প্যাক
শক্তি ও কামড়ের জোর
বাঘ হল অ্যাপেক্স প্রিডেটর। পাঁজরের পেশিতে রয়েছে দানবীয় শক্তি—এমনকি পূর্ণবয়সি গরু, শুয়োর শিকার তার কাছে হেলাফেলার ব্যাপার। গভীর কামড় দিতে পারে গলার পিছনে—যা একবারে ঘাড় ভেঙে দিতে পারে। চিতার কামড়ের জোর তেমন বেশি না। উইকিপিডিয়া অনুযায়ী, চিতার চেয়ে বাঘের কামড়ের জোর প্রায় ৪০% বেশি শক্তিশালী।
আরও পড়ুন- প্রকৃতির সবচেয়ে রঙিন ১০টি পোকা, যাদের দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা
গতি বা ক্ষিপ্রতা
চিতার গতি বা ক্ষিপ্রতা তাদের বড় অস্ত্র। ঘণ্টায় ৩৬–৬০ মাইল দৌড়াতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—গাছের ডালে উঠে পড়ার চমৎকার দক্ষতা। শিকার নিয়ে গাছেও ওঠে চিতা। বাঘের গতি কম, ঘণ্টায় ৫৫–৬৪ কিমি। আর, ভারী শরীরের জন্য বাঘ দীর্ঘ সময় ধরে দ্রুতগতিতে দৌড়তেও পারে না।
আরও পড়ুন- উপবাসে ওজন কমলেও বাড়ে গ্যাস, মাথাব্যথা! কোন ভুলে হয় বিপদ, জানিয়েছেন বিশেষজ্ঞ
বাস্তব লড়াইয়ের কাহিনি
ভারতীয় বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, এক ভিডিওতে দেখা গিয়েছে যে চিতা তাড়া খেয়ে গাছের ওপর উঠে বসেছে। বাঘ চেষ্টা করেও উঠতে পারেনি।
আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল, ফ্যাক্ট চেকিংয়ে সামনে এল সত্যিটা!
দুই শিকারির কৌশল
প্রকৃতিতে বাঘ ও চিতা আপাতদৃষ্টিতে পরস্পরকে এড়িয়ে যাওয়ার কৌশল ফলো করে। চিতা নিশাচর বা পাহাড়ি বা পাথুরে এলাকায় ঘুরে বেড়ায়, সেখানে বাঘ কম থাকে। যদি বাঘের মুখোমুখি হতে বাধ্য হয়, তবে চিতা সাধারণত পালিয়ে গাছের ডালে চড়ে বিপদ এড়ায়।
কে জয়ী হতে পারে?
এই প্রশ্নটা বরাবরই আকর্ষণীয়! শরীরিক ভারে বাঘ নিশ্চিত জোরালো প্রতিপক্ষ। কিন্তু, চিতার অস্ত্র তার গতি আর কৌশল। বাঘের সঙ্গে লড়াইয়ে চিতা কেবল জিততে পারে যদি বাঘ বৃদ্ধ, অসুস্থ বা আহত হয়, একাধিক চিতা থাকে আর বাঘ একটা। বিশেষজ্ঞরা বলে থাকেন, দুটি চিতা মিলে বাঘকে আক্রমণ করলে চিতার পক্ষে জেতা সম্ভব।
কারণ, শক্তি ও ক্ষমতায়—বাঘ অপরাজেয়। গতি ও কৌশলে—চিতার পারদর্শিতা চোখে পড়ার মত। লড়াইয়ে, চিতার বুদ্ধি ও পালানোর শক্তিই তার জীবন রক্ষা করতে সাহায্য করে। তাই বাঘের সঙ্গে লড়াই না করে চিতা মোলাকাত হলেই গাছের ওপর উঠে পড়ে।