Keep spiders out of house: ঘরে মাকড়শা দেখা মানে শুধু ভয় বা অস্বস্তিই নয়, বরং এটি অপরিচ্ছন্নতারও ইঙ্গিত। বিশেষ করে বর্ষাকালে ও শীতে মাকড়শার উৎপাত অনেক বেশি দেখা যায়। তবে মাকড়শা দূর করতে সবসময় বাজার চলতি রাসায়নিক ব্যবহার করাটা নিরাপদ নয়। তাই আজ আমরা জানব ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে কীভাবে মাকড়শা দূর করা যায় সহজে এবং নিরাপদে।
কেন হয় মাকড়শার উপদ্রব?
মাকড়শা সাধারণত ঠান্ডা, অন্ধকার এবং নিরিবিলি জায়গায় বাস করতে পছন্দ করে। ঘরের কোণ, দেয়ালের ফাঁক, পুরোনো আসবাব ও স্টোর রুম এদের পছন্দের জায়গা। খাবারের খোঁজে এবং ছোট ছোট পোকা-মাকড়ের টানে এরা ঘরে চলে আসে।
আরও পড়ুন- আরশোলার উপদ্রবে টিকতে পারছেন না? ঘরোয়া টোটকায় সহজেই বিদায় দিন তেলাপোকাকে
মাকড়শা দূর করার ঘরোয়া উপায়:
১. পুদিনা বা মিন্ট অয়েল ব্যবহার করুন
মাকড়শারা মিন্ট বা পুদিনার গন্ধ একদম সহ্য করতে পারে না। এক গ্লাস জলে ১০-১২ ফোঁটা পুদিনার রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। প্রতিদিন ঘরের কোণ ও জানালার ধার ঘেঁষে স্প্রে করুন।
২. সাদা ভিনেগার ও জল স্প্রে
ভিনেগারের অ্যাসিডিক গন্ধ মাকড়শাদের দমবন্ধ করে দেয়। জল ও সাদা ভিনেগার সমপরিমাণে মিশিয়ে স্প্রে করুন মাকড়শা দেখা যায় এমন জায়গায়।
৩. নিম তেল ও লেবুর রস
নিমের তেল ও লেবুর রস একত্রে মিশিয়ে স্প্রে করলে এটি এক শক্তিশালী প্রাকৃতিক কীটনাশকের (pest control) কাজ করে। এটি শুধু মাকড়শা নয়, অন্যান্য পোকাও দূরে রাখে।
আরও পড়ুন- হাজারো চেষ্টাতেও সারছে না ব্রণ! ট্রাই করুন এগুলো, মিলবে নিশ্চিত মুক্তি
৪. দারুচিনি ও লবঙ্গ গুঁড়ো ছড়িয়ে দিন
এই দুটি মসলা শুকনো অবস্থায় গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিন। গন্ধে মাকড়শারা পালিয়ে যাবে।
৫. ঘর পরিষ্কার রাখুন ও ময়লা জমতে দেবেন না
ঘরের অন্ধকার ও কম ব্যবহৃত জায়গা নিয়মিত পরিষ্কার করুন। পুরোনো খবরের কাগজ, কার্টন বা কাপড় জমিয়ে রাখবেন না।
আরও পড়ুন- মোজা পরলেই পায়ের গন্ধ? মাত্র কয়েক দিনে মিলবে মুক্তি এই উপায়ে!
অতিরিক্ত টিপস:
-
দরজা-জানালার ফাঁক গরম গ্লু বা সিলান্ট দিয়ে বন্ধ করুন।
-
রাতে অকারণে লাইট জ্বালিয়ে রাখবেন না কারণ আলো পোকা টেনে আনে।
-
মশারির মত পাতলা নেট ব্যবহার করে জানালায় পোকা প্রবেশ রোধ করুন।
আরও পড়ুন- ঠোঁট ফাটছে বারবার? মাত্র ৫টি ঘরোয়া উপায়েই পেতে পারেন মসৃণ ঠোঁট!
মাকড়শা আমাদের ক্ষতি না করলেও, এর জাল ও উপস্থিতি ঘরের সৌন্দর্য নষ্ট করে এবং অস্বস্তি তৈরি করে। তাই রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে (home remedies) নিয়মিত পরিষ্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সহজেই মাকড়শামুক্ত ঘর পেতে পারেন। ঘর রাখুন পরিচ্ছন্ন, আর থাকুন সুস্থ এবং নিরাপদ।