/indian-express-bangla/media/media_files/2025/06/26/weight-loss-medication-impact-2025-06-26-18-22-00.jpg)
Weight Loss Medication Impact: ওজন কমানোর ওষুধ ব্যবহারের ফল
Weight Loss Medication Impact: ভারতে নারীদের স্বাস্থ্যসমস্যা দীর্ঘদিনের। যার মূলে রয়েছে স্থূলতা, পিসিওএস এবং বন্ধ্যাত্ব। এখন, সেমাগ্লুটাইড (Wegovy), ট্রেজেপাটাইড (Mounjaro)-এর মতো ওজন কমানোর আধুনিক ওষুধ এসব সমস্যা দূর করে আশার আলো দেখাচ্ছে।
স্থূলতার সঙ্গে পিসিওএস এবং বন্ধ্যাত্বের সম্পর্ক
ভারতে প্রায় ৩৫% তরুণী পিসিওএস-এ আক্রান্ত, অনিয়মিত মাসিক, ব্রণ, মুখের লোম এবং ওজন বাড়া এদেশের মহিলাদের প্রতিদিনের সমস্যা। এই ব্যাপারে ডা. রিশমা পাই বলেন, 'পিসিওএস শুধু গাইনোকলজিকাল নয়, এটা মেটাবলিক সমস্যাও। আর এর মূলে রয়েছে স্থূলতা।'
আরও পড়ুন- বর্ষাকালে সুস্থ থাকতে খান এই সবজি, ৮ ধরনের রোগ কমায়, ছুটতে হবে না চিকিৎসকের কাছে
ওজন কমলে কী হয়?
মাত্র ৫% ওজন কমলেই পিসিওএস লক্ষণে বিস্ময়কর উন্নতি হয়:
মাসিক চক্র স্বাভাবিক হয়
ডিম্বস্ফোটন বা ওভ্যুলেশন বাড়ে
প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়
ইনসুলিন রেজিস্ট্যান্স কমে
ডা. পাই বলেন, 'ওজন কমানোর ফলে অনেক মহিলা স্বাভাবিকভাবেই সন্তান ধারণে সক্ষম হয়েছেন।'
আরও পড়ুন- চিনে ২০টি নতুন বাদুড় ভাইরাসের সন্ধান, ভয়ংকর নিপা-হেন্দ্রার মতই! করোনার পর কি ফের অতিমারির আশঙ্কা?
বন্ধ্যাত্ব ও প্রেগন্যান্সির ঝুঁকি
ভারতীয় মহিলাদের ক্ষেত্রে ওজন ৮৫ কেজি থাকলে, গর্ভাবস্থায় তা ১০০ কেজি ছাড়িয়ে যায়। এর ফলে:
প্রেগন্যান্সি ডায়াবেটিস
হাই ব্লাড প্রেসার
শিশুর স্বাস্থ্যে ঝুঁকির মত সমস্যা দেখা যায়।
এই ঝুঁকিগুলি মোকাবিলায় ওজন কমানো জরুরি। তবে, ওষুধ গর্ভধারণের এক মাস আগে বন্ধ করতে হয়।
আরও পড়ুন- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে এই ৩টি ব্রেন এক্সারসাইজ করুন, কাজ দেবে দুর্দান্ত! দাবি নিউরোলজিস্টের
মেনোপজ ও মেটাবলিক শিফট
মেনোপজের সময় ওজন হঠাৎ বেড়ে যায়। এমনকী, যাঁরা আগে স্লিম ছিলেন, তাঁরাও 'পেটের অংশ মোটা' হয়ে যাওয়ার অভিযোগ করেন। এতে বাড়ে:
হৃদরোগ
হরমোনাল ক্যান্সার
ব্লাড সুগার সমস্যা
এ সময় ওজন কমানো মানে শুধু ফিট থাকা নয়, বরং ভবিষ্যতের রোগ প্রতিরোধ করাও।
আরও পড়ুন- মাত্র ৯০ দিনের জন্য চিনি ছাড়ুন, আপনার শরীরে ঘটবে এগুলো! অবাক হয়ে যাবেন নিজেই
মানসিক চাপ, লজ্জা এবং সামাজিক চাপ
ভারতের সামাজিক বাস্তবতা, স্থূলতা মানেই অলসতা– এই ধারণাকে ছড়িয়ে আছে। মেয়েরা প্রায়শই মোটা হওয়ার কারণে অপমানিত হন, বিশেষ করে বিয়ের আগে। কেউ কেউ আবার দ্রুত ওজন কমাতে অস্ত্রোপচারের রাস্তা বেছে নেন, যার স্থায়িত্ব অবশ্য খুবই কম। ডা. পাই বলেন, 'চল, রোগা মানেই স্বাস্থ্যবতী, একথা বলা এবার বন্ধ করি। আমরা চাই, সচেতনতা তৈরি হোক, বিচারক হয়ে ওঠা ঠিক নয়।'
ওষুধ কোনও ম্যাজিক নয়, সহায়ক হাতিয়ার
চিকিৎসকরা বলছেন, সবাইকে মনে রাখতে হবে যে ওজন কমানোর ওষুধ যেমন সেমাগ্লুটাইড, Wegovy বা Mounjaro কোনও ম্যাজিক নয়। এটা সহায়ক হাতিয়ার। এরা:
একা কাজ করে না
এর সঙ্গে দরকার ডায়েট, এক্সারসাইজ ও ফলো-আপ
ওজন কমানো যেমন চ্যালেঞ্জ, ওজন ধরে রাখা আরও কঠিন
এই ওষুধ ব্যবহার করতে হয় মেডিক্যাল সুপারভিশনে বা চিকিৎসকের নজরদারিতে, লক্ষ্য ঠিক করে, ধীরে ধীরে।
মনে রাখতে হবে যে স্থূলতা আর শুধু দেহের আকার নয়। এটা এখন একাধিক শারীরিক ও মানসিক রোগের মূল কারণ। সঠিক ওষুধ, পরামর্শ এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ভারতে বহু নারী নতুনভাবে নিজেদের জীবন ফিরে পাচ্ছেন। বর্তমান সময়ে ফিট মানে শুধু রোগা হওয়া নয়। ফিট মানে হল, শক্তিশালী হওয়া। এসব জানার পর আপনিও কি ওজন কমাতে নতুন ওষুধ নিয়ে ভাবছেন? আপনার মতামত জানান নীচে কমেন্ট বক্সে।