India’s Largest Railway Station: Area, Platform Count, and More: ভারতের রেল পরিষেবা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ এবং বিস্তৃত একটি নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি যাত্রী এই নেটওয়ার্কের উপর নির্ভরশীল। তবে জানেন কি, ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি? উত্তরটা এক কথায় দেওয়া মুশকিল, কারণ ‘বড়’ শব্দটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়— কেউ আয়তনের ভিত্তিতে বিচার করেন, কেউ প্ল্যাটফর্মের সংখ্যা দেখে, আবার কেউ যাত্রীসংখ্যার ওপর গুরুত্ব দেন।
গোরখপুর রেলওয়ে স্টেশন:
বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলোর অন্যতম গোরখপুর জংশন (Gorakhpur Junction), উত্তরপ্রদেশে অবস্থিত, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দিক থেকে ভারতের নয়, বিশ্বের অন্যতম বড় স্টেশন এটি। এর মূল প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য প্রায় ১,৩৬৬.৩৩ মিটার, যা একে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান করে দিয়েছে। এটি উত্তর-পূর্ব রেলওয়ের সদর দফতর হিসেবেও কাজ করে। ২০১৩ সালে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন- মঙ্গলের মহাদশায় বিভিন্ন রাশিতে আমূল বদল, কারা পাবেন সোনালি জীবন, কাদের জুটবে ব্যর্থতা?
হাওড়া স্টেশন:
সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম ও ব্যস্ততম স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জংশন (Howrah Junction)। স্টেশনটি প্ল্যাটফর্ম ও যাত্রীসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম। এখানে মোট ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রতিদিন প্রায় ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। হাওড়া থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল করে এবং এটি ইস্টার্ন ও সাউথ ইস্টার্ন রেলওয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই হিসেবে এই স্টেশনকেই ভারতের বৃহত্তম রেল স্টেশন বলা হয়। হাওড়া জংশন ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সও।
আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি
সবরমতী রেলওয়ে স্টেশন:
সবচেয়ে বড় রিডেভেলপমেন্ট প্রকল্প গুজরাটের সবরমতী রেল স্টেশন। এটি বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ উন্নয়নশীল রেল প্রকল্প। যা ভারতীয় রেলের নতুন যুগের প্রতীক হতে চলেছে। এখানে আধুনিক টার্মিনাল, শপিং মল, হোটেল এবং ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন- মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো সম্ভব? দেশে ফিরলে তার ভবিষ্যৎ কী?
এককথায় বলতে গেলে—
-
দৈর্ঘ্যের দিক থেকে বড় স্টেশনগুলোর অন্যতম: গোরখপুর জংশন
-
সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম: হাওড়া স্টেশন (২৩টি)
-
সবচেয়ে বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করেন: হাওড়া স্টেশন দিয়ে
-
সবচেয়ে বড় রেল উন্নয়ন প্রকল্প: সবরমতী স্টেশন
আরও পড়ুন- এগুলোই বিশ্বের সেরা ১০ ধনী শহর, তালিকায় ভারতের কতগুলো রয়েছে?
এই তথ্যগুলো থেকেই স্পষ্ট যে, 'সবচেয়ে বড়' রেল স্টেশন মানে কোন দিক থেকে বিচার করা হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। গোরখপুর ও হাওড়া— এই দুই স্টেশনই ‘বড়’ শব্দের প্রকৃত প্রতীক হয়ে উঠেছে। তার মধ্যেও আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বললে হাওড়া স্টেশনের নামই বলতে হয়।