/indian-express-bangla/media/media_files/2025/08/19/sir-ronald-ross-and-mosquitoes-2025-08-19-18-07-06.jpg)
Sir Ronald Ross & Mosquitoes: স্যার রোনাল্ড রস ও মশা (প্রতীকী ছবি)।
World Mosquito Day 2025: ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। ১৮৯৭ সালের এই দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস প্রমাণ করেছিলেন যে স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের শরীরে ম্যালেরিয়া পরজীবী প্রবেশ করে। তাঁর এই আবিষ্কার মানব ইতিহাসে জনস্বাস্থ্যের মোড় ঘুরিয়ে দেয়। তিনি এই আবিষ্কারের জন্য ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারও পেয়েছিলেন।
সার্জেন মেজর রোনাল্ড রস কলকাতার প্রেসিডেন্সি জেনারেল (পিজি) হাসপাতালে কর্মরত ছিলেন। সেই কারণেই এই দিনটি কেবল ইতিহাসের স্মরণ নয়, বরং মশাবাহিত রোগ প্রতিরোধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়ানোর দিন। যার সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতার নামও।
আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, সুভাষচন্দ্র বসুর স্বপ্নের মহাজাতি সদনকে বাস্তব রূপ দেন বিধান রায়
ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এবং জিকা—এগুলো প্রতিবছরই কয়েক কোটি মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে। বিশেষত ভারতের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশে বর্ষার সময় রোগের প্রকোপ সবচেয়ে বেশি হয়। চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি হলেও প্রতিরোধই সর্বোত্তম উপায়।
আরও পড়ুন- নেতাজির বিমান দুর্ঘটনা! আদৌ এর কোনও সত্যতা আছে?
সাধারণ মশাবাহিত রোগ
ডেঙ্গু: এডিস ইজিপ্টি মশা এই রোগ ছড়ায়। লক্ষণ: প্রচণ্ড জ্বর, প্লেটলেট কমে যাওয়া, শরীরে ব্যথা।
ম্যালেরিয়া: অ্যানোফিলিস মশা ছড়ায়। লক্ষণ: বারবার জ্বর, ঠান্ডা লাগা, ঘাম।
চিকুনগুনিয়া: এডিস মশা ছড়ায়। লক্ষণ: জয়েন্টে তীব্র ব্যথা, ফুসকুড়ি।
জিকা ভাইরাস: গর্ভবতী নারীর জন্য গুরুতর, জন্মগত ত্রুটি ঘটাতে পারে।
আরও পড়ুন- ১৯১০ সালে বাংলায় প্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি 'গীতাঞ্জলি'
প্রতিরোধের কার্যকর উপায়
জল জমতে দেবেন না: কুলার, টব, ট্যাংক, ড্রেন নিয়মিত পরিষ্কার রাখুন।
মশা প্রতিরোধক ব্যবহার করুন: DEET বা পিকারিডিনযুক্ত স্প্রে/ক্রিম ব্যবহার করুন।
স্মার্ট পোশাক পরুন: হালকা রঙের ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট।
জানালা ও দরজায় নেট ব্যবহার করুন।
কামড়ানোর সময় সতর্ক থাকুন: এডিস মশা দিনে কামড়ায়, অ্যানোফিলিস মশা রাতে কামড়ায়
কমিউনিটি উদ্যোগ: পৌরসভা মাধ্যমে ব্লিচিং ছড়ানো, মশার কামান থেকে ধোঁয়া ছড়ানো, সচেতনতামূলক প্রচার।
আরও পড়ুন- শতবার্ষিকীতে কবি সুকান্ত, দেখে নিন কবির জীবন ও উত্তরাধিকার
কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?
জ্বর ২ দিনের বেশি স্থায়ী হলে
শরীর বা জয়েন্টে তীব্র ব্যথা
রক্তপাত (নাক, মাড়ি বা ত্বকের নীচে)
চরম ক্লান্তি বা বিভ্রান্তি
শ্বাসকষ্ট বা বারবার বমি
এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করা জরুরি। কারণ, মশার কামড়ে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। তাই উপসর্গ দেখা দিলে হেলাফেলা করার কোনও সুযোগ নেই।