/indian-express-bangla/media/media_files/QW5Qnqto3gdAQXCr5mLy.jpeg)
Today Tuesday horoscope, মঙ্গলবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 07 October 2025: উৎসবের আমেজ এখনও শেষ হয়নি। তার মধ্যেই আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য আনছে নানা রকম বার্তা। কার জীবনে আসছে শুভ সময়, কার জীবনে আসবে বাধা-বিপত্তি, বিস্তারিত দেখে নিন একনজরে।
মেষ/ Aries রাশিফল Rashifal
ট্রাভেল এজেন্সি বা ভ্রমণসংক্রান্ত ব্যবসায় কিছু ঝামেলা দেখা দিতে পারে। পরিবারের যন্ত্রপাতি বিকল হয়ে অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ক্ষতি এড়াতে সতর্ক থাকুন। দূরের যাত্রায় বাধা আসার সম্ভাবনা আছে।
আরও পড়ুন- দুর্গা নয়, একটা সময় লক্ষ্মীপুজোই ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব
বৃষ/ Taurus রাশিফল Rashifal
চাকরিজীবীদের আয়-রোজগারে বাধা আসতে পারে। বকেয়া বিল বা বেতন আদায় কঠিন হতে পারে। ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। বড় ভাই-বোন বা ঘনিষ্ঠ বন্ধুর শরীর খারাপ হতে পারে।
আরও পড়ুন- কোজাগরী কি শুধুই বাঙালদের? ঘটিরা অলক্ষ্মী তাড়ান দীপাবলির সন্ধ্যায়!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সরকারি চাকুরিজীবীরা উর্ধ্বতন কর্তাদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় দেবীর এই প্রিয় মিষ্টি ভোগে রাখছেন তো? চটপট বানান এভাবে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
ভাগ্য উন্নতিতে বাধা থাকতে পারে, তবে অধ্যবসায় রাখলে ফল পাবেন। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য এটাই শুভ সময়। গুরুজনদের সাহায্যে পারিবারিক সমস্যা মিটতে পারে।
আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কেন রাতেই করা হয়? কারণ জানলে আশ্চর্য হবেন!
সিংহ/ Leo রাশিফল Rashifal
আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার আশঙ্কা। ব্যাংকারদের সতর্ক থাকতে হবে। গৃহস্থালির প্রয়োজনে ঋণ নিতে হতে পারে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আয় রোজগারে বাধা আসতে পারে, তবে জীবনসঙ্গীর সাহায্যে সমস্যা কেটে যাবে। পারিবারিক কাজে কিছু জটিলতা থাকলেও সমাধান সম্ভব।
তুলা/ Libra রাশিফল Rashifal
শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। অধীনস্ত কর্মচারীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পারিবারিক বিষয়ে রাগ-জেদ এড়িয়ে চলা প্রয়োজন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
প্রেমের সম্পর্কে হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। তবে শিল্পী ও কলাকুশলীদের জন্য রোজগার বৃদ্ধির সুযোগ রয়েছে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আত্মীয়ের সঙ্গে বিরোধ বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা বাড়তে পারে। মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। নিজের সিদ্ধান্ত যাচাই করে নিন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কাজে উন্নতির দিন হলেও, গণমাধ্যম বা যোগাযোগের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। পারিবারিক জীবনে সামান্য চাপ থাকবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
খুচরা বা পাইকারি ব্যবসায় বাধা আসতে পারে। হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায়ীরা আয়ের ঘাটতি অনুভব করবেন। বকেয়া বিক্রয়ের চিন্তা বাড়তে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
নিজের কাজে আস্থা রাখুন। ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা। তবে গৃহস্থালি ঝামেলা বাড়তে পারে। মানসিক চাপ এড়িয়ে চলুন।
আজকের রাশিফল (Rashifal 2025) আমাদের এটা শিখিয়ে দিল যে জীবনে নানা বাধা-বিপত্তি থাকতেই পারে। কিন্তু, তার মধ্যে দিয়েই এগিয়ে চলতে হয়। কারণ, এগিয়ে চলারই অন্য নাম জীবন।