Free electricity : বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর 'মাস্টারস্ট্রোক'! অগাস্ট থেকে মিলবে ফ্রি ইলেকট্রিসিটি!

Nitish Kumar Free electricity: ১ আগস্ট থেকে বিহারের প্রতিটি পরিবারের জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ১.৬৭ কোটি পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে।

Nitish Kumar Free electricity: ১ আগস্ট থেকে বিহারের প্রতিটি পরিবারের জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ১.৬৭ কোটি পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Free electricity for up to 125 units

অগাস্ট থেকে মিলবে ফ্রি ইলেকট্রিসিটি!

Nitish Kumar Free electricity: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একের পর এক জনমোহিনী ঘোষণা করছেন। এবার তিনি ঘোষণা করলেন, ১ আগস্ট থেকে বিহারের প্রতিটি পরিবারের জন্য ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ১.৬৭ কোটি পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে।

Advertisment

২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?

বুধবার এক্স এ মুখ্যমন্ত্রী লেখেন, “শুরু থেকেই আমরা সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। এবার সিদ্ধান্ত হয়েছে, ১ আগস্ট থেকে— অর্থাৎ জুলাই মাসের বিল থেকে— প্রতিটি গৃহস্থালিতে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও বিল দিতে হবে না।”

Advertisment

নীতীশ কুমার, এবার দশমবার মুখ্যমন্ত্রী পদে ফিরতে মরিয়া, আরও ঘোষণা করেন, আগামী তিন বছরের মধ্যে রাজ্যের প্রতিটি ঘরের ছাদ বা খোলা জায়গায় সৌরবিদ্যুৎ প্ল্যান্ট বসানো হবে। ‘কুটির জ্যোতি যোজনা’-র আওতায় দরিদ্র পরিবারগুলির ক্ষেত্রে এই সৌর প্ল্যান্ট বসানোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার।

বাকি পরিবারগুলির ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার।

প্রিমিয়াম সুপারফাস্ট ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি! গর্জে উঠলেন দলিত আইকন

মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫% সংরক্ষণ
শুধু বিনামূল্যে বিদ্যুৎ নয়, মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫% সংরক্ষণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বিহারের স্থায়ী বাসিন্দা মহিলাদের এই সংরক্ষণ দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেছেন। এর আগে শিক্ষক নিয়োগে স্থায়ী বাসিন্দা (ডোমিসাইল) শর্ত প্রয়োগ না করায় সরকার সমালোচনার মুখে পড়েছিল। এবার সেই সমালোচনার জবাব দিতে এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় উঠে আসা নয়া তথ্যে চূড়ান্ত চাঞ্চল্য, তবে কী এই কারণেই মর্মান্তিক পরিণতি?

মহিলা ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে নেওয়া এই সিদ্ধান্ত নভেম্বরের বিধানসভা ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তরুণ ভোটারদের মন পেতে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। সেইসঙ্গে গড়ে তোলা হবে একটি “স্কিলস ইউনিভার্সিটি”, যা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী নেতা কর্মপুরি ঠাকুরের নামে নামাঙ্কিত হবে।

বিধ্বংসী আগুনে পুড়ে খাক আস্ত শপিং মল! ঝলসে মৃত্যুমিছিল! হাহাকার, কান্না

bihar Election Nitish Kumar